ETV Bharat / state

Dilip Ghosh : এসএসসি দুর্নীতিতে সাধারণ মানুষের কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে: দিলীপ ঘোষ - দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গ দিবস উৎযাপন অনুষ্ঠানে রাজ্য সরকারের সমালোচনা করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh comment on SSC corruption) ৷ এসএসসি কাণ্ডে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা নিয়ে তিনি জানান, সরকার সাধারণ মানুষের টাকা নয়ছয় করছে ৷

Dilip Ghosh news
এসএসসি দুর্নীতি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য
author img

By

Published : Jun 20, 2022, 10:11 PM IST

কলকাতা, 20 জুন : সোমবার বিজেপি রাজ্য দফতরে পশ্চিমবঙ্গ দিবস উৎযাপন হল । এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দিলীপ ঘোষ, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, প্রাক্তন সর্বভারতীয় সহ সম্পাদক রাহুল সিনহা, সাংসদ অসীম সরকার এবং অধ্যাপক কিরণ শঙ্কর নন্দ-সহ অন্যান্য নেতারা (Dilip Ghosh comment on SSC corruption) ৷

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ রাজ্য সরকারের সমালোচনা করেন ৷ পাশাপাশি অভিষেক বন্দ্যােপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন । এদিন বিধানসভা অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি কাণ্ডে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে কেন প্রশ্ন করছে । সেই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "এই 11 বছরে একটা নিয়োগ ঠিক করে হয়নি । যখনই নিয়োগ হয়েছে তখনই কেস হয়েছে । ভাল রেজাল্ট করলে চাকরি হয় না । চাকরি হলে কেস হয়ে যায় । যে পাশ করল তার চাকরি হল না । আর যার চাকরি হল সে ফেল করেছে । পড়াশোনা করে চাকরির জন্য মানুষ রাস্তায় বসে আছে । এখন এই মাঝে যে কত টাকার খেলা হয়েছে এই যে সাধারণ মানুষের টাকা ও ভাগ্য নিয়ে ছিনিমিনি হয়েছে । তার উত্তর কে দেবে? কোনও একজন বা দু'জন মন্ত্রীর কথা নয়, এর সঙ্গে একাধিক লোক, মন্ত্রী, এমএলএ এবং এমপি সবাই এর সঙ্গে যুক্ত । সবাইকে একদিন না একদিন আইনের সম্মুখীন হতে হবে ।"

এসএসসি দুর্নীতি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য

আরও পড়ুন : খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির চাকরি কাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

কলকাতা, 20 জুন : সোমবার বিজেপি রাজ্য দফতরে পশ্চিমবঙ্গ দিবস উৎযাপন হল । এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দিলীপ ঘোষ, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, প্রাক্তন সর্বভারতীয় সহ সম্পাদক রাহুল সিনহা, সাংসদ অসীম সরকার এবং অধ্যাপক কিরণ শঙ্কর নন্দ-সহ অন্যান্য নেতারা (Dilip Ghosh comment on SSC corruption) ৷

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ রাজ্য সরকারের সমালোচনা করেন ৷ পাশাপাশি অভিষেক বন্দ্যােপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন । এদিন বিধানসভা অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি কাণ্ডে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে কেন প্রশ্ন করছে । সেই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "এই 11 বছরে একটা নিয়োগ ঠিক করে হয়নি । যখনই নিয়োগ হয়েছে তখনই কেস হয়েছে । ভাল রেজাল্ট করলে চাকরি হয় না । চাকরি হলে কেস হয়ে যায় । যে পাশ করল তার চাকরি হল না । আর যার চাকরি হল সে ফেল করেছে । পড়াশোনা করে চাকরির জন্য মানুষ রাস্তায় বসে আছে । এখন এই মাঝে যে কত টাকার খেলা হয়েছে এই যে সাধারণ মানুষের টাকা ও ভাগ্য নিয়ে ছিনিমিনি হয়েছে । তার উত্তর কে দেবে? কোনও একজন বা দু'জন মন্ত্রীর কথা নয়, এর সঙ্গে একাধিক লোক, মন্ত্রী, এমএলএ এবং এমপি সবাই এর সঙ্গে যুক্ত । সবাইকে একদিন না একদিন আইনের সম্মুখীন হতে হবে ।"

এসএসসি দুর্নীতি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য

আরও পড়ুন : খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির চাকরি কাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.