ETV Bharat / state

Dilip Ghosh হেস্টিংসে দলের সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত দিলীপ ঘোষ, তুঙ্গে জল্পনা

বঙ্গ বিজেপির হেস্টিংস কার্যালয়ে নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসেন বিজেপির আইটি শাখার প্রধান তথা পশ্চিমবঙ্গের সহপর্যবেক্ষক অমিত মালব্য । কিন্তু সেই কোর কমিটির বৈঠকে অনুপস্থিত থাকলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh absent in party organizational meeting) ।

Absent Dilip Ghosh
হেস্টিংসে দলের সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত দিলীপ ঘোষ
author img

By

Published : Aug 23, 2022, 8:35 AM IST

কলকাতা, 23 অগস্ট: একই বিল্ডিংয়ে উপস্থিত থাকা সত্ত্বেও কোর কমিটির বৈঠকে অনুপস্থিত থাকলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh absent in party organizational meeting)। সোমবার বঙ্গ বিজেপির হেস্টিংস কার্যালয় রাজ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধোণ্ড, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বাকি নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসেন বিজেপি-র আইটি শাখার প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য । সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে গরহাজির রইলেন তিনি । বৈঠকের আমন্ত্রণ থাকা সত্ত্বেও কেন যোগ দিলেন না দিলীপ ঘোষ ? এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা ৷

আসন্ন নবান্ন অভিযান-সহ পঞ্চায়েত নির্বাচনের রোডম্যাপ ছকে নিতে সোমবার সারাদিন ধরেই হেস্টিংসের কার্যালয়ে ছিল সংগঠন বৈঠক । সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা যে কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল সেখানে দিলীপ ঘোষের আমন্ত্রণ থাকলেও তিনি উপস্থিত ছিলেন না ৷ আরও আশ্চর্যের ব্যাপার হল তিনি এদিন হেস্টিংস-এর দলীয় কার্যালয়ে ঠিক বিকেল সাড়ে পাঁচটায় সময় প্রবেশ করেন ৷ তারপর কিছুক্ষণ সাংবাদিকদের সঙ্গে কথা বলে সোজা চারতলায় নিজের ঘরে চলে যান ৷ যে বৈঠকের কথা বলা হচ্ছে, সেটিও ছিল চার তলাতেই ।

আরও পড়ুন: ক্ষমতা হারাবার ভয় পেয়ে অত্যাচার করছে তৃণমূল, দাবি দিলীপের

বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, দিলীপ ঘোষকে আজকের বৈঠকের কথা জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল । কিন্তু তিনি আজ বৈঠকে অংশগ্রহণ করেননি । রাজ্য সভাপতি বলেন, "হয়ত তিনি কোনও কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন তাই আসেননি । অথবা দরজা বন্ধ ছিল বলে তিনি হয়ত বুঝতে পারেননি ।" ইডি ও সিবিআই নিয়ে রবিবার দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তা নিয়ে সুকান্ত মজুমদার মন্তব্য করতে না চাইলেও তিনি জানান, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর কাছে এই বিষয়ে কোনও ব্যাখ্যা চায়নি ।

আরও পড়ুন: অভিযোগ আগে প্রমাণ করুক, বেআইনি সম্পত্তি সংক্রান্ত মামলায় মন্তব্য দিলীপের

অন্যদিকে সূত্র মারফৎ জানা গিয়েছে, দিলীপ ঘোষ বিজেপি-র আইটি শাখার প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্যর সঙ্গে একান্তে বৈঠক সেরেছেন । তবে এখন প্রশ্ন, রাজ্য স্তরে সাংগঠনিক বৈঠক বলেই দিলীপ ঘোষ এদিন গরহাজির রইলেন ? নাকি তাঁকে ওই বৈঠকে অংশগ্রহণ করতে দেওয়া হল না ? দিনের সমস্ত বৈঠক সেরে একে একে রাজ্য নেতৃত্বরা বেরিয়ে যাওয়ার পরেও অনেকক্ষন দলীয় কার্যালয়েই ছিলেন দিলীপ ঘোষ । তিনি বেরিয়ে যাওয়ার সময় তাঁকে এই বিষয় প্রশ্ন করা হলে তিনি সেই প্রশ্নও এড়িয়ে যান ।

কলকাতা, 23 অগস্ট: একই বিল্ডিংয়ে উপস্থিত থাকা সত্ত্বেও কোর কমিটির বৈঠকে অনুপস্থিত থাকলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh absent in party organizational meeting)। সোমবার বঙ্গ বিজেপির হেস্টিংস কার্যালয় রাজ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধোণ্ড, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বাকি নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসেন বিজেপি-র আইটি শাখার প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য । সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে গরহাজির রইলেন তিনি । বৈঠকের আমন্ত্রণ থাকা সত্ত্বেও কেন যোগ দিলেন না দিলীপ ঘোষ ? এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা ৷

আসন্ন নবান্ন অভিযান-সহ পঞ্চায়েত নির্বাচনের রোডম্যাপ ছকে নিতে সোমবার সারাদিন ধরেই হেস্টিংসের কার্যালয়ে ছিল সংগঠন বৈঠক । সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা যে কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল সেখানে দিলীপ ঘোষের আমন্ত্রণ থাকলেও তিনি উপস্থিত ছিলেন না ৷ আরও আশ্চর্যের ব্যাপার হল তিনি এদিন হেস্টিংস-এর দলীয় কার্যালয়ে ঠিক বিকেল সাড়ে পাঁচটায় সময় প্রবেশ করেন ৷ তারপর কিছুক্ষণ সাংবাদিকদের সঙ্গে কথা বলে সোজা চারতলায় নিজের ঘরে চলে যান ৷ যে বৈঠকের কথা বলা হচ্ছে, সেটিও ছিল চার তলাতেই ।

আরও পড়ুন: ক্ষমতা হারাবার ভয় পেয়ে অত্যাচার করছে তৃণমূল, দাবি দিলীপের

বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, দিলীপ ঘোষকে আজকের বৈঠকের কথা জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল । কিন্তু তিনি আজ বৈঠকে অংশগ্রহণ করেননি । রাজ্য সভাপতি বলেন, "হয়ত তিনি কোনও কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন তাই আসেননি । অথবা দরজা বন্ধ ছিল বলে তিনি হয়ত বুঝতে পারেননি ।" ইডি ও সিবিআই নিয়ে রবিবার দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তা নিয়ে সুকান্ত মজুমদার মন্তব্য করতে না চাইলেও তিনি জানান, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর কাছে এই বিষয়ে কোনও ব্যাখ্যা চায়নি ।

আরও পড়ুন: অভিযোগ আগে প্রমাণ করুক, বেআইনি সম্পত্তি সংক্রান্ত মামলায় মন্তব্য দিলীপের

অন্যদিকে সূত্র মারফৎ জানা গিয়েছে, দিলীপ ঘোষ বিজেপি-র আইটি শাখার প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্যর সঙ্গে একান্তে বৈঠক সেরেছেন । তবে এখন প্রশ্ন, রাজ্য স্তরে সাংগঠনিক বৈঠক বলেই দিলীপ ঘোষ এদিন গরহাজির রইলেন ? নাকি তাঁকে ওই বৈঠকে অংশগ্রহণ করতে দেওয়া হল না ? দিনের সমস্ত বৈঠক সেরে একে একে রাজ্য নেতৃত্বরা বেরিয়ে যাওয়ার পরেও অনেকক্ষন দলীয় কার্যালয়েই ছিলেন দিলীপ ঘোষ । তিনি বেরিয়ে যাওয়ার সময় তাঁকে এই বিষয় প্রশ্ন করা হলে তিনি সেই প্রশ্নও এড়িয়ে যান ।

For All Latest Updates

TAGGED:

Dilip Ghosh
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.