ETV Bharat / state

9 RPF কোরোনা আক্রান্ত, কেন্দ্রের বিরুদ্ধে সরব ডেরেক - kolkata

দিল্লি থেকে রাজ্যে ফেরার পর 9 জন RPF কর্মীর কোরোনা ধরা পড়ে । এই পরিস্থিতিতে কেন তাঁদের দিল্লি নিয়ে যাওয়া হল সেই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের নিন্দায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 24, 2020, 2:38 PM IST

কলকাতা, 24 এপ্রিল : এবারে রাজ‍্যের RPF কর্মীরা কোরোনা সংক্রমিত হওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন । 9 জন RPF কর্মীর COVID 19 পজ়িটিভ ধরা পড়েছে বলে দাবি করেন তিনি । ডেরেক জানান, দিল্লি থেকে কলকাতায় ফিরেছিলেন ওই RPF কর্মীরা । এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন, লকডাউনের মধ্যে তাঁরা কীভাবে কলকাতায় এসেছেন ? এসব কর্মীদের কি স্ক্রিনিং হয়েছিল ? মোট কত জনের সংস্পর্শে এসেছিলেন তাঁরা ?

রাজ্য থেকে RPF-র একটি দল বিশেষ কাজে দিল্লি গিয়েছিল । একটি সূত্র বলছে অস্ত্র আনতেই দিল্লি গিয়েছিল তারা । এরপরে গত 14 এপ্রিল কলকাতায় ফিরে আসেন ওই RPF কর্মীরা । বাংলার এই দলটির পাশাপাশি দিল্লি গিয়েছিল ওড়িশারও একটি দল । ওড়িশার ওই দলের এক সদস্যের COVID-19 পজ়িটিভ ধরা পড়ে‌ । এরপর খড়গপুরে রাজ্যের মোট 18 জন সদস্যকে কোয়ারান্টাইনে রাখা হয় । ধাপে ধাপে এদের নমুনা পরীক্ষা হয় । ওই 18 জনের মধ্যে 6 জনের রিপোর্ট পজ়িটিভ আসে ।

এদের পাশাপাশি মেদিনীপুর, মেচেদা, উলুবেড়িয়ার 1 জন করে মোট 3 জনের ফল পজ়েটিভ হয় । সব মিলিয়ে 9 RPF কর্মী কোরোনায় আক্রান্ত । গোটা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন । কেন্দ্রীয় রেলমন্ত্রকের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি । তৃণমূলের এই রাজ্যসভার সাংসদ স্পষ্ট বার্তা দিলেন, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার জন্যই দিল্লি থেকে সংক্রামক রোগ বাংলায় নিয়ে এসেছেন RPF কর্মীরা । এর পাশাপাশি RPF কর্মীদের দিল্লি থেকে ফেরা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংসদ ।

কলকাতা, 24 এপ্রিল : এবারে রাজ‍্যের RPF কর্মীরা কোরোনা সংক্রমিত হওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন । 9 জন RPF কর্মীর COVID 19 পজ়িটিভ ধরা পড়েছে বলে দাবি করেন তিনি । ডেরেক জানান, দিল্লি থেকে কলকাতায় ফিরেছিলেন ওই RPF কর্মীরা । এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন, লকডাউনের মধ্যে তাঁরা কীভাবে কলকাতায় এসেছেন ? এসব কর্মীদের কি স্ক্রিনিং হয়েছিল ? মোট কত জনের সংস্পর্শে এসেছিলেন তাঁরা ?

রাজ্য থেকে RPF-র একটি দল বিশেষ কাজে দিল্লি গিয়েছিল । একটি সূত্র বলছে অস্ত্র আনতেই দিল্লি গিয়েছিল তারা । এরপরে গত 14 এপ্রিল কলকাতায় ফিরে আসেন ওই RPF কর্মীরা । বাংলার এই দলটির পাশাপাশি দিল্লি গিয়েছিল ওড়িশারও একটি দল । ওড়িশার ওই দলের এক সদস্যের COVID-19 পজ়িটিভ ধরা পড়ে‌ । এরপর খড়গপুরে রাজ্যের মোট 18 জন সদস্যকে কোয়ারান্টাইনে রাখা হয় । ধাপে ধাপে এদের নমুনা পরীক্ষা হয় । ওই 18 জনের মধ্যে 6 জনের রিপোর্ট পজ়িটিভ আসে ।

এদের পাশাপাশি মেদিনীপুর, মেচেদা, উলুবেড়িয়ার 1 জন করে মোট 3 জনের ফল পজ়েটিভ হয় । সব মিলিয়ে 9 RPF কর্মী কোরোনায় আক্রান্ত । গোটা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন । কেন্দ্রীয় রেলমন্ত্রকের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি । তৃণমূলের এই রাজ্যসভার সাংসদ স্পষ্ট বার্তা দিলেন, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার জন্যই দিল্লি থেকে সংক্রামক রোগ বাংলায় নিয়ে এসেছেন RPF কর্মীরা । এর পাশাপাশি RPF কর্মীদের দিল্লি থেকে ফেরা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংসদ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.