ETV Bharat / state

দীর্ঘ-আন্দোলনে বড়দিন নতুন নয়, উৎসবমুখর শহরে খোলা আকাশের নীচেই দিন কাটে বঞ্চিত চাকরিপ্রার্থীদের - বড়দিন

Deprived Job Seekers Situation in Festive Season: বড়দিন, বর্ষবরণের মতো উৎসবের মরশুমেও খোলা আকাশের নীচে আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের নেই উৎসব ৷ একাধিক চাকরিপ্রার্থী মঞ্চের ছেলে, মেয়েরা বড়দিনের রঙিন রাজপথে ধরনা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এমনই ছবি তুলে ধরল ইটিভি ভারত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 10:31 PM IST

উৎসবের মরশুমেও খোলা আকাশের নীচে আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা

কলকাতা, 26 ডিসেম্বর: গোটা শহর এখন উৎসবমুখর। পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক, সেন্ট পলস ক্যাথিড্রাল, গোটা চাঁদনি, ধর্মতলা, পার্ক স্ট্রিট- ময়দান এখন নানা আলোয় রঙিন। বড়দিনের উৎসব ও বর্ষবরণ আনন্দে গা ভাসিয়েছে আপামর জনতা। সন্ধ্যা নামতেই ভিড় উপচে পড়ছে এই সমস্ত চত্বরে। আলো গান, খাওয়া-দাওয়া চলছে দেদার। মানুষ যখন উচ্ছ্বাসে গা ভাসিয়ে তখন হকের চাকরির দাবিতে বুকে যন্ত্রণা নিয়েই গান্ধি মূর্তি, মাতঙ্গিনী মূর্তির তলায় বসে দিন কাটাচ্ছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। তাঁদের এই অবস্থা তুলে ধরল ইটিভি ভারত ৷

তাঁদের কথায়, এই দিনগুলোয় আমাদের পরিবারের সঙ্গে আনন্দ করার ইচ্ছে করে। কিন্তু করতে পারছি না। সরকার জীবন থেকে সব আনন্দ কেড়েছে। হকের চাকরি দিলে নিয়োগ সঠিকভাবে হলে, কাজ করে যে বেতন পেতাম সেটা দিয়ে এমন উৎসবের দিনে হয়তো তাঁরাও পরিবার-পরিজনদের সঙ্গে আনন্দ উপভোগ করতে পারতেন। হয়তো পার্ক স্ট্রিটের যে ভিড়ের উচ্ছ্বাস তার অংশ হতে পারতেন। কিন্তু এই সমস্ত উৎসবের দিন এখন তাঁদের কাছে বেদনার-যন্ত্রণাময়। খোলা আকাশের নীচে পড়ে থাকতে হচ্ছে আন্দোলনকারীদের।

একাধিক চাকরিপ্রার্থী মঞ্চের ছেলে, মেয়েরা এই সমস্ত চত্বরে বসে ধরনা চালিয়ে যাচ্ছেন। কারও 481 দিন, কারও 400 কারও আবার 290 দিন, তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে । শহরে এসএলএসটি থেকে শুরু করে প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ-সি, গ্রুপ-ডি সব ধরনের চাকরিপ্রার্থীদের মঞ্চ আছে। তাঁদের কাছে বছরের প্রথম দিন হোক বা বড়দিন সবটাই সমান। এক একটা দিন লড়াইয়ের, যন্ত্রণার, বেদনার দিন। প্রদীপের নীচে নয় পাশেই যেন অন্ধকার। প্রদীপের আলোকজ্জ্বল শিখা যদি আলোয় মোড়া পার্ক স্ট্রিট হয় তাহলে অন্ধকারের ছবি নিঃসন্দেহে গান্ধি মূর্তি বা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ ৷

আরও পড়ুন:

  1. বাড়িতে গিয়েও কুণালের দেখা পেলেন না চাকরিপ্রার্থীরা, 22 তারিখ সাক্ষাতের আশ্বাস
  2. উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ে যোগ দিতে ইতালি-লন্ডন থেকে আসছেন চাকরিপ্রার্থীরা
  3. লক্ষ্মীপুজোয় পাঁচালি পড়ে আন্দোলন চাকরিপ্রার্থীদের

উৎসবের মরশুমেও খোলা আকাশের নীচে আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা

কলকাতা, 26 ডিসেম্বর: গোটা শহর এখন উৎসবমুখর। পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক, সেন্ট পলস ক্যাথিড্রাল, গোটা চাঁদনি, ধর্মতলা, পার্ক স্ট্রিট- ময়দান এখন নানা আলোয় রঙিন। বড়দিনের উৎসব ও বর্ষবরণ আনন্দে গা ভাসিয়েছে আপামর জনতা। সন্ধ্যা নামতেই ভিড় উপচে পড়ছে এই সমস্ত চত্বরে। আলো গান, খাওয়া-দাওয়া চলছে দেদার। মানুষ যখন উচ্ছ্বাসে গা ভাসিয়ে তখন হকের চাকরির দাবিতে বুকে যন্ত্রণা নিয়েই গান্ধি মূর্তি, মাতঙ্গিনী মূর্তির তলায় বসে দিন কাটাচ্ছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। তাঁদের এই অবস্থা তুলে ধরল ইটিভি ভারত ৷

তাঁদের কথায়, এই দিনগুলোয় আমাদের পরিবারের সঙ্গে আনন্দ করার ইচ্ছে করে। কিন্তু করতে পারছি না। সরকার জীবন থেকে সব আনন্দ কেড়েছে। হকের চাকরি দিলে নিয়োগ সঠিকভাবে হলে, কাজ করে যে বেতন পেতাম সেটা দিয়ে এমন উৎসবের দিনে হয়তো তাঁরাও পরিবার-পরিজনদের সঙ্গে আনন্দ উপভোগ করতে পারতেন। হয়তো পার্ক স্ট্রিটের যে ভিড়ের উচ্ছ্বাস তার অংশ হতে পারতেন। কিন্তু এই সমস্ত উৎসবের দিন এখন তাঁদের কাছে বেদনার-যন্ত্রণাময়। খোলা আকাশের নীচে পড়ে থাকতে হচ্ছে আন্দোলনকারীদের।

একাধিক চাকরিপ্রার্থী মঞ্চের ছেলে, মেয়েরা এই সমস্ত চত্বরে বসে ধরনা চালিয়ে যাচ্ছেন। কারও 481 দিন, কারও 400 কারও আবার 290 দিন, তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে । শহরে এসএলএসটি থেকে শুরু করে প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ-সি, গ্রুপ-ডি সব ধরনের চাকরিপ্রার্থীদের মঞ্চ আছে। তাঁদের কাছে বছরের প্রথম দিন হোক বা বড়দিন সবটাই সমান। এক একটা দিন লড়াইয়ের, যন্ত্রণার, বেদনার দিন। প্রদীপের নীচে নয় পাশেই যেন অন্ধকার। প্রদীপের আলোকজ্জ্বল শিখা যদি আলোয় মোড়া পার্ক স্ট্রিট হয় তাহলে অন্ধকারের ছবি নিঃসন্দেহে গান্ধি মূর্তি বা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ ৷

আরও পড়ুন:

  1. বাড়িতে গিয়েও কুণালের দেখা পেলেন না চাকরিপ্রার্থীরা, 22 তারিখ সাক্ষাতের আশ্বাস
  2. উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ে যোগ দিতে ইতালি-লন্ডন থেকে আসছেন চাকরিপ্রার্থীরা
  3. লক্ষ্মীপুজোয় পাঁচালি পড়ে আন্দোলন চাকরিপ্রার্থীদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.