ETV Bharat / state

সংসদের নিরাপত্তা লংঘনে কলকাতা-যোগ ! দিল্লির ক্রাইম ব্রাঞ্চের ফোন এল লালবাজারে - দিল্লির ক্রাইম ব্রাঞ্চ

Parliament Security Breach: বুধবার সংসদে নিরাপত্তায় গাফিলতির ঘটনা সামনে আসে ৷ সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ প্রদর্শনের জন্য চারজনকে গ্রেফতার করা হয় ৷ পরে গ্রেফতার হয় আরও একজন ৷ এই ঘটনায় মূলচক্রী হিসেবে নাম উঠে এসেছে ললিত ঝা-এর ৷ তিনি কলকাতা ভাড়া থাকতেন বলে জানা গিয়েছে ৷

Parliament Security Breach
Parliament Security Breach
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 3:01 PM IST

Updated : Dec 14, 2023, 4:00 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার সঙ্গে এবার কলকাতার যোগসূত্র পাওয়া গেল ৷ এই ঘটনায় মূলচক্রী হিসেবে যাঁর নাম পাওয়া গিয়েছে, সেই ললিত ঝা কলকাতার একটি বাড়িতে ভাড়া থাকতেন ৷ এমনই তথ্য পেয়েছে দিল্লি পুলিশ ৷ ইতিমধ্যে দিল্লির ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে । তবে এই নিয়ে এখনই বিস্তারিত কোনও তথ্য জানাতে নারাজ লালবাজারের গোয়েন্দারা ৷

তবে লালবাজারের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ললিত ঝা কলকাতার বড়বাজার এলাকায় 218 নম্বর রবীন্দ্রসরণিতে ভাড়া থাকতেন ৷ কয়েকবছর তিনি ওই এলাকায় ছিলেন ৷ বড়বাজার থানার পুলিশ ইতিমধ্য়েই ওই ঠিকানায় গিয়েছিল ৷ তাদের সঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও ছিলেন ৷ বাড়ির মালিকের সঙ্গে তাঁরা কথা বলেন ৷

বাড়ির মালিকের থেকে পুলিশ জানতে পেরেছে যে অনলাইনে ভাড়া মেটাতেন ললিত ৷ ফলে সেভাবে দেখাসাক্ষাৎ হত না ৷ তাছাড়া বেশ কয়েকবছর সেখানে থাকলেও এলাকার লোকের সঙ্গে সেভাবে তাঁর কোনও যোগাযোগ ছিল না ৷ কারও সঙ্গে সেভাবে কখনও তাঁকে কথা বলতে দেখা যায়নি ৷

লালবাজার সূত্রে খবর, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মনে করছে কলকাতায় এসে গা ঢাকা দিতে পারেন ললিত ঝা ৷ কারণ, এখানেই তিনি ছিলেন ৷ তাছাড়া বাংলাতেই একটি এনজিও-তে কাজ করতেন ৷ সেই সূত্রে পুরুলিয়ার এক যুবকের সন্ধান মিলেছে ৷ তাঁকে আবার ললিত সংসদে বুধবারের ঘটনার একাধিক ভিডিয়ো পাঠায় ৷

কলকাতা পুলিশ সূত্রের খবর, এই কলকাতার যোগ থাকায় খুব শিগগিরই কলকাতায় পা রাখতে পারে দিল্লি পুলিশের একটি বিশেষ দল । নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘দিল্লির ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে আমরা একটি বার্তা পেয়েছি । তার থেকেই আমরা এই ঘটনায় যাবতীয় সাহায্য দিল্লি পুলিশকে করব ।’’

উল্লেখ্য, বুধবার দুপুর 1টা নাগাদ লোকসভার ভিজিটার্স গ্যালারি থেকে দুই যুবক অধিবেশন কক্ষে ঝাঁপিয়ে পড়েন ৷ একজন স্লোগান দিতে থাকেন ৷ আর অন্যজন কালার স্মোক ছড়িয়ে দেন ৷ ওই দু’জনের নাম সাগর শর্মা ও ডি মনোরঞ্জন ৷ সাগর শর্মা এক বিজেপি সাংসদের সুপারিশে সংসদে প্রবেশ করেছিলেন ৷ একই সময়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখান নীলম ও অমল শিন্ডে নামে দু’জন ৷

ঘটনার তদন্তে দিল্লি পুলিশ এই চারজনকে গ্রেফতার করে ৷ তাঁরা গুরুগ্রামের যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, তাঁকেও পুলিশ গ্রেফতার করেছে ৷ এঁদের জেরা করেই ললিত ঝায়ের নাম সামনে আসে ৷ জানা যায় যে তিনিই মূলচক্রী এই ঘটনার ৷ তাঁকে এখনও পুলিশ খুঁজে পায়নি ৷ তাঁর সন্ধান পেতে এখন মরিয়া তদন্তকারীরা ৷

আরও পড়ুন:

  1. সংসদে হামলায় নিরাপত্তায় গাফিলতি ! সাসপেন্ড 8 আধিকারিক, সতর্ক থাকার বার্তা রাজনাথের
  2. সংসদে হামলার তদন্তে নয়া মোড়! 5 অভিযুক্তের নেপথ্যে ষড়যন্ত্রী অন্য কেউ, চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের
  3. সংসদে হামলা ! 5 অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দিল্লি পুলিশের

কলকাতা, 14 ডিসেম্বর: সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার সঙ্গে এবার কলকাতার যোগসূত্র পাওয়া গেল ৷ এই ঘটনায় মূলচক্রী হিসেবে যাঁর নাম পাওয়া গিয়েছে, সেই ললিত ঝা কলকাতার একটি বাড়িতে ভাড়া থাকতেন ৷ এমনই তথ্য পেয়েছে দিল্লি পুলিশ ৷ ইতিমধ্যে দিল্লির ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে । তবে এই নিয়ে এখনই বিস্তারিত কোনও তথ্য জানাতে নারাজ লালবাজারের গোয়েন্দারা ৷

তবে লালবাজারের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ললিত ঝা কলকাতার বড়বাজার এলাকায় 218 নম্বর রবীন্দ্রসরণিতে ভাড়া থাকতেন ৷ কয়েকবছর তিনি ওই এলাকায় ছিলেন ৷ বড়বাজার থানার পুলিশ ইতিমধ্য়েই ওই ঠিকানায় গিয়েছিল ৷ তাদের সঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও ছিলেন ৷ বাড়ির মালিকের সঙ্গে তাঁরা কথা বলেন ৷

বাড়ির মালিকের থেকে পুলিশ জানতে পেরেছে যে অনলাইনে ভাড়া মেটাতেন ললিত ৷ ফলে সেভাবে দেখাসাক্ষাৎ হত না ৷ তাছাড়া বেশ কয়েকবছর সেখানে থাকলেও এলাকার লোকের সঙ্গে সেভাবে তাঁর কোনও যোগাযোগ ছিল না ৷ কারও সঙ্গে সেভাবে কখনও তাঁকে কথা বলতে দেখা যায়নি ৷

লালবাজার সূত্রে খবর, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মনে করছে কলকাতায় এসে গা ঢাকা দিতে পারেন ললিত ঝা ৷ কারণ, এখানেই তিনি ছিলেন ৷ তাছাড়া বাংলাতেই একটি এনজিও-তে কাজ করতেন ৷ সেই সূত্রে পুরুলিয়ার এক যুবকের সন্ধান মিলেছে ৷ তাঁকে আবার ললিত সংসদে বুধবারের ঘটনার একাধিক ভিডিয়ো পাঠায় ৷

কলকাতা পুলিশ সূত্রের খবর, এই কলকাতার যোগ থাকায় খুব শিগগিরই কলকাতায় পা রাখতে পারে দিল্লি পুলিশের একটি বিশেষ দল । নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘দিল্লির ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে আমরা একটি বার্তা পেয়েছি । তার থেকেই আমরা এই ঘটনায় যাবতীয় সাহায্য দিল্লি পুলিশকে করব ।’’

উল্লেখ্য, বুধবার দুপুর 1টা নাগাদ লোকসভার ভিজিটার্স গ্যালারি থেকে দুই যুবক অধিবেশন কক্ষে ঝাঁপিয়ে পড়েন ৷ একজন স্লোগান দিতে থাকেন ৷ আর অন্যজন কালার স্মোক ছড়িয়ে দেন ৷ ওই দু’জনের নাম সাগর শর্মা ও ডি মনোরঞ্জন ৷ সাগর শর্মা এক বিজেপি সাংসদের সুপারিশে সংসদে প্রবেশ করেছিলেন ৷ একই সময়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখান নীলম ও অমল শিন্ডে নামে দু’জন ৷

ঘটনার তদন্তে দিল্লি পুলিশ এই চারজনকে গ্রেফতার করে ৷ তাঁরা গুরুগ্রামের যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, তাঁকেও পুলিশ গ্রেফতার করেছে ৷ এঁদের জেরা করেই ললিত ঝায়ের নাম সামনে আসে ৷ জানা যায় যে তিনিই মূলচক্রী এই ঘটনার ৷ তাঁকে এখনও পুলিশ খুঁজে পায়নি ৷ তাঁর সন্ধান পেতে এখন মরিয়া তদন্তকারীরা ৷

আরও পড়ুন:

  1. সংসদে হামলায় নিরাপত্তায় গাফিলতি ! সাসপেন্ড 8 আধিকারিক, সতর্ক থাকার বার্তা রাজনাথের
  2. সংসদে হামলার তদন্তে নয়া মোড়! 5 অভিযুক্তের নেপথ্যে ষড়যন্ত্রী অন্য কেউ, চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের
  3. সংসদে হামলা ! 5 অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দিল্লি পুলিশের
Last Updated : Dec 14, 2023, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.