ETV Bharat / state

34 বছরের বাম জমানার পতন থেকে BJP-র উত্থান : দশকের রাজ্য রাজনীতি

author img

By

Published : Dec 31, 2019, 7:01 PM IST

Updated : Jan 1, 2020, 1:28 AM IST

1977 সাল থেকে রাজ্যে ক্ষমতায় ছিল বামেরা ৷ 34 বছর পর মমতার নেতৃত্বে সরকার পরিবর্তন ৷ আর দশকের শেষে রাজ্যে প্রধান বিরোধী দল হয়ে উঠেছে BJP ৷

দশকের রাজ্য রাজনীতি
দশকের রাজ্য রাজনীতি

34 বছরের শাসন ক্ষমতার অবসান । পরিবর্তনের সরকারকে হারাতে একসময়ের যুযুধান দুই পক্ষের জোট বাঁধা । শাসকদলের সেকেন্ড ইন কমান্ড থেকে বিরোধী শিবিরে নাম লেখানো । আর রাজ্যে গেরুয়া শিবিরের উত্থান । এই দশকে রাজ্যের রাজনীতি এককথায় ঘটনাবহুল ।

2011

রাজ্যে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছিল 2009 সালে ৷ লোকসভা নির্বাচনে সেবার 19টি আসন পায় তৃণমূল ৷ আর বছর দুয়েক পর 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এল তৃণমূল ৷ 20 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনিই রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ৷

Politics
রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়

18 জুলাই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্টেশন (GTA) নিয়ে MoU স্বাক্ষর ৷ শিলিগুড়ির নিকটবর্তী পিনটেল ভিলেজে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম ৷ গোর্খা জনমুক্তি মোর্চার 9GJM) প্রধান বিমল গুরুং ও অন্য নেতারাও উপস্থিত ৷ GTA নিয়ে MoU স্বাক্ষর করলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব জি ডি গৌতম, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব কে কে পাঠক এবং GJM-র সাধারণ সম্পাদক রোশন গিরি ৷ এরপর GTA গঠন নিয়ে 2 সেপ্টেম্বর বিধানসভায় বিল পাশ হয় ৷

2012

7 মার্চ রাষ্ট্রপতি প্রতিভা পাটিল GTA বিল অনুমোদন করেন ৷ রাজ্য সরকার GTA আইন লাগুর বিজ্ঞপ্তি জারি করে 14 মার্চ ৷ GTA-র আওতাধীন 45টি আসনে ভোটের ঘোষণা হয় ৷ তরাই ও ডুয়ার্সের 398টি মৌজা GTA-র অন্তর্ভুক্তির দাবি জানায় GJM ৷ তাদের দাবি খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামলকুমার সেনের নেতৃত্বে একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে রাজ্য সরকার ৷ ওই কমিটি রিপোর্টে পাঁচটি মৌজা GTA-তে অন্তর্ভুক্তির সুপারিশ করে ৷ এরপর রাজ্য সরকার ভোটের তারিখ ঘোষণা করে ৷ বিভিন্ন দল নির্বাচন বয়কট করে ৷ প্রথমে নির্বাচন বয়কটের হুমকি দিলেও শেষপর্যন্ত ভোটে লড়ার সিদ্ধান্ত নেয় GJM । তারা 28টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে ৷ 29 জুলাই 17টি আসনে ভোটগ্রহণ হয় ৷ সবকটি আসনেই জেতেন GJM প্রার্থীরা ৷ 4 অগাস্ট GTA গঠন হয় ৷ GTA-র CEO (চিফ এগজ়িকিউটিভ অফিসার) হন বিমল গুরুং ৷

2013

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে জেলা পরিষদের 825টি আসনের মধ্যে 531টি আসনে জেতে তৃণমূল ৷ আর বামেরা পায় 213টি আসন ৷ BJP জেলা পরিষদে একটিও আসন পায়নি ৷

Politics
পঞ্চায়েত নির্বাচনে 531টি আসনে জেতে তৃণমূল

2014

10 ফেব্রুয়ারি প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করেন অধীর চৌধুরি ৷

লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের জয়জয়কার ৷ 42টি আসনের মধ্যে তৃণমূল পেল 34টি আসন ৷ কংগ্রেস 4টি, বামেরা 2টি এবং BJP 2টি আসনে জেতে ৷

Politics
2014-তে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করেন অধীর চৌধুরি

লোকসভা নির্বাচনে রাজ্যে দুটি আসন পেলেও ভোটের হার বাড়ে BJP-র ৷ 2009 সালের নির্বাচনে তারা পেয়েছিল 6.1 শতাংশ ভোট ৷ আর পরের লোকসভা নির্বাচনেই তা বেড়ে হয় 17 শতাংশ ৷

2015

রাহুল সিনহার জায়গায় BJP-র রাজ্য সভাপতি হলেন দিলীপ ঘোষ ৷

বিমান বসুর জায়গায় CPI(M)-র রাজ্য সম্পাদক হলেন সূর্যকান্ত মিশ্র

Politics
2015-তে BJP-র রাজ্য সভাপতি হলেন দিলীপ ঘোষ

2016

বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে নারদ স্টিং অপারেশনের ফুটেজ প্রকাশ্যে ৷ ওই স্টিং অপারেশনে তৃণমূলের কয়েকজন নেতা-নেত্রীকে টাকা নিতে দেখা যায় ৷ যা নিয়ে রাজ্য রাজনীতিতে হইচই শুরু হয় ৷

বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে জোট করল কংগ্রেস ও বামেরা ৷ আর একাই লড়ল তৃণমূল ৷ জোটের বাধা উড়িয়ে 211 আসন জিতে তৃণমূল ফের ক্ষমতায় এল ৷ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তৃণমূলে যোগ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভুঁইঞার ৷ 2016 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রতীকে জেতেন ৷ তারপর তৃণমূলের দিকে ঝুঁকছিলেন ৷ অবশেষে সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দেন ৷ তারপরও অবশ্য অনেকদিন তিনি দাবি করেন, কংগ্রেসেই রয়েছেন ৷ বিধায়ক পদও ছাড়েননি ৷ শেষপর্যন্ত 2017 সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়ার পর কংগ্রেস বিধায়ক হিসেবে পদত্যাগ করেন ৷

Politics
তৃণমূলে যোগ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভুঁইঞার

2017

তৃণমূলের একসময়ের সেকেন্ড ইন কমান্ডের দলবদল ৷ 3 নভেম্বর BJP-তে যোগ দিলেন মুকুল রায় ৷ অবশ্য তার অনেক আগে থেকে তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল ৷ সারদা এবং নারদকাণ্ডে তাঁর নাম জড়ানোর পর থেকেই তৃণমূলে মুকুল ক্রমশ গুরুত্ব হারাচ্ছিলেন ৷

Politics
BJP-তে যোগ দিলেন মুকুল রায়

2018

পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধীরা ৷ পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে জেলা পরিষদে 792টি আসন পায় তৃণমূল ৷ বামেরা জেলা পরিষদে মাত্র একটি আসন পায় ৷ BJP পায় 23টি আসন ৷

অধীরের জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন সোমেন মিত্র ৷ 22 সেপ্টেম্বর দায়িত্ব নেন তিনি ৷

Politics
প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন সোমেন মিত্র

2019

লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের সঙ্গে জোর টক্কর BJP-র ৷ 42টি আসনের মধ্যে তৃণমূল পেল 22টি আসন ৷ আর BJP পায় 18টি আসন ৷ বাকি দুটি আসন জেতে কংগ্রেস ৷

Politics
BJP-তে যোগ দিলেন মমতার একসময়ের বিশ্বস্ত সৈনিক শোভন চট্টোপাধ্যায়

BJP-তে যোগ দিলেন মমতার একসময়ের বিশ্বস্ত সৈনিক শোভন চট্টোপাধ্যায় ৷ 14 অগাস্ট দিল্লিতে BJP-র সদর দপ্তরে তিনি ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় BJP-তে যোগ দেন ৷ তবে নতুন দলের সঙ্গে ইতিমধ্যেই তাঁর মনোমালিন্য প্রকাশ্যে এসেছে ৷

34 বছরের শাসন ক্ষমতার অবসান । পরিবর্তনের সরকারকে হারাতে একসময়ের যুযুধান দুই পক্ষের জোট বাঁধা । শাসকদলের সেকেন্ড ইন কমান্ড থেকে বিরোধী শিবিরে নাম লেখানো । আর রাজ্যে গেরুয়া শিবিরের উত্থান । এই দশকে রাজ্যের রাজনীতি এককথায় ঘটনাবহুল ।

2011

রাজ্যে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছিল 2009 সালে ৷ লোকসভা নির্বাচনে সেবার 19টি আসন পায় তৃণমূল ৷ আর বছর দুয়েক পর 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এল তৃণমূল ৷ 20 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনিই রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ৷

Politics
রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়

18 জুলাই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্টেশন (GTA) নিয়ে MoU স্বাক্ষর ৷ শিলিগুড়ির নিকটবর্তী পিনটেল ভিলেজে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম ৷ গোর্খা জনমুক্তি মোর্চার 9GJM) প্রধান বিমল গুরুং ও অন্য নেতারাও উপস্থিত ৷ GTA নিয়ে MoU স্বাক্ষর করলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব জি ডি গৌতম, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব কে কে পাঠক এবং GJM-র সাধারণ সম্পাদক রোশন গিরি ৷ এরপর GTA গঠন নিয়ে 2 সেপ্টেম্বর বিধানসভায় বিল পাশ হয় ৷

2012

7 মার্চ রাষ্ট্রপতি প্রতিভা পাটিল GTA বিল অনুমোদন করেন ৷ রাজ্য সরকার GTA আইন লাগুর বিজ্ঞপ্তি জারি করে 14 মার্চ ৷ GTA-র আওতাধীন 45টি আসনে ভোটের ঘোষণা হয় ৷ তরাই ও ডুয়ার্সের 398টি মৌজা GTA-র অন্তর্ভুক্তির দাবি জানায় GJM ৷ তাদের দাবি খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামলকুমার সেনের নেতৃত্বে একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে রাজ্য সরকার ৷ ওই কমিটি রিপোর্টে পাঁচটি মৌজা GTA-তে অন্তর্ভুক্তির সুপারিশ করে ৷ এরপর রাজ্য সরকার ভোটের তারিখ ঘোষণা করে ৷ বিভিন্ন দল নির্বাচন বয়কট করে ৷ প্রথমে নির্বাচন বয়কটের হুমকি দিলেও শেষপর্যন্ত ভোটে লড়ার সিদ্ধান্ত নেয় GJM । তারা 28টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে ৷ 29 জুলাই 17টি আসনে ভোটগ্রহণ হয় ৷ সবকটি আসনেই জেতেন GJM প্রার্থীরা ৷ 4 অগাস্ট GTA গঠন হয় ৷ GTA-র CEO (চিফ এগজ়িকিউটিভ অফিসার) হন বিমল গুরুং ৷

2013

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে জেলা পরিষদের 825টি আসনের মধ্যে 531টি আসনে জেতে তৃণমূল ৷ আর বামেরা পায় 213টি আসন ৷ BJP জেলা পরিষদে একটিও আসন পায়নি ৷

Politics
পঞ্চায়েত নির্বাচনে 531টি আসনে জেতে তৃণমূল

2014

10 ফেব্রুয়ারি প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করেন অধীর চৌধুরি ৷

লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের জয়জয়কার ৷ 42টি আসনের মধ্যে তৃণমূল পেল 34টি আসন ৷ কংগ্রেস 4টি, বামেরা 2টি এবং BJP 2টি আসনে জেতে ৷

Politics
2014-তে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করেন অধীর চৌধুরি

লোকসভা নির্বাচনে রাজ্যে দুটি আসন পেলেও ভোটের হার বাড়ে BJP-র ৷ 2009 সালের নির্বাচনে তারা পেয়েছিল 6.1 শতাংশ ভোট ৷ আর পরের লোকসভা নির্বাচনেই তা বেড়ে হয় 17 শতাংশ ৷

2015

রাহুল সিনহার জায়গায় BJP-র রাজ্য সভাপতি হলেন দিলীপ ঘোষ ৷

বিমান বসুর জায়গায় CPI(M)-র রাজ্য সম্পাদক হলেন সূর্যকান্ত মিশ্র

Politics
2015-তে BJP-র রাজ্য সভাপতি হলেন দিলীপ ঘোষ

2016

বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে নারদ স্টিং অপারেশনের ফুটেজ প্রকাশ্যে ৷ ওই স্টিং অপারেশনে তৃণমূলের কয়েকজন নেতা-নেত্রীকে টাকা নিতে দেখা যায় ৷ যা নিয়ে রাজ্য রাজনীতিতে হইচই শুরু হয় ৷

বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে জোট করল কংগ্রেস ও বামেরা ৷ আর একাই লড়ল তৃণমূল ৷ জোটের বাধা উড়িয়ে 211 আসন জিতে তৃণমূল ফের ক্ষমতায় এল ৷ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তৃণমূলে যোগ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভুঁইঞার ৷ 2016 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রতীকে জেতেন ৷ তারপর তৃণমূলের দিকে ঝুঁকছিলেন ৷ অবশেষে সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দেন ৷ তারপরও অবশ্য অনেকদিন তিনি দাবি করেন, কংগ্রেসেই রয়েছেন ৷ বিধায়ক পদও ছাড়েননি ৷ শেষপর্যন্ত 2017 সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়ার পর কংগ্রেস বিধায়ক হিসেবে পদত্যাগ করেন ৷

Politics
তৃণমূলে যোগ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভুঁইঞার

2017

তৃণমূলের একসময়ের সেকেন্ড ইন কমান্ডের দলবদল ৷ 3 নভেম্বর BJP-তে যোগ দিলেন মুকুল রায় ৷ অবশ্য তার অনেক আগে থেকে তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল ৷ সারদা এবং নারদকাণ্ডে তাঁর নাম জড়ানোর পর থেকেই তৃণমূলে মুকুল ক্রমশ গুরুত্ব হারাচ্ছিলেন ৷

Politics
BJP-তে যোগ দিলেন মুকুল রায়

2018

পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধীরা ৷ পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে জেলা পরিষদে 792টি আসন পায় তৃণমূল ৷ বামেরা জেলা পরিষদে মাত্র একটি আসন পায় ৷ BJP পায় 23টি আসন ৷

অধীরের জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন সোমেন মিত্র ৷ 22 সেপ্টেম্বর দায়িত্ব নেন তিনি ৷

Politics
প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন সোমেন মিত্র

2019

লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের সঙ্গে জোর টক্কর BJP-র ৷ 42টি আসনের মধ্যে তৃণমূল পেল 22টি আসন ৷ আর BJP পায় 18টি আসন ৷ বাকি দুটি আসন জেতে কংগ্রেস ৷

Politics
BJP-তে যোগ দিলেন মমতার একসময়ের বিশ্বস্ত সৈনিক শোভন চট্টোপাধ্যায়

BJP-তে যোগ দিলেন মমতার একসময়ের বিশ্বস্ত সৈনিক শোভন চট্টোপাধ্যায় ৷ 14 অগাস্ট দিল্লিতে BJP-র সদর দপ্তরে তিনি ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় BJP-তে যোগ দেন ৷ তবে নতুন দলের সঙ্গে ইতিমধ্যেই তাঁর মনোমালিন্য প্রকাশ্যে এসেছে ৷

New Delhi, Dec 31 (ANI): Responding to Priyanka Gandhi's 'saffron' remark on Uttar Pradesh Chief Minister Yogi Adityanath, BJP leader Sadhvi Niranjan Jyoti said that Priyanka needs to understand what 'Bhagwa' is. She said, "She first needs to understand what a 'bhagwa' is. It is condemnable when people make such statements about 'bhagwa'. I want to ask Priyanka if she has any association with those who burnt buses." Further attacking Congress leader, Sadhvi Niranjan Jyoti said, "Priyanka is not Gandhi. She should remove Gandhi from her name. There is a huge difference in the belief of Mahatma Gandhi and her. She should write Feroz Priyanka instead." While expressing concern of Yogi Adityanath's 'revenge' remark, Priyanka Gandhi on December 30 said that CM Yogi wears saffron but it is not his personal colour.
Last Updated : Jan 1, 2020, 1:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.