কলকাতা, 16 মার্চ : রাজ্যের গরিব মানুষদের জন্য বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা এবং প্রতিবন্ধী ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ বিভাগের মন্ত্রী শশী পাঁজার কাছে প্রশ্ন রেখেছিলেন কংগ্রেস বিধায়ক মিলটন রশিদ । আর তার জেরেই বিতর্কের সূত্রপাত বিধানসভায় । মন্ত্রীর উত্তরে অসন্তোষ প্রকাশও করেন কংগ্রেস বিধায়ক ।
সরকারের কাছে রাজ্যের গরিব মানুষদের মধ্যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা এবং প্রতিবন্ধী ভাতা দেওয়ার কোনও পরিকল্পনা আছে কি না তা নিয়ে নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ বিভাগের মন্ত্রী শশী পাঁজার কাছে প্রশ্ন করেছিলেন কংগ্রেস বিধায়ক মিলটন রশিদ । বীরভূমের হাসনের বিধায়কের প্রশ্ন ছিল, অর্থনৈতিক দিক থেকে সবথেকে পিছিয়ে পড়া মানুষরা কীভাবে ভাতা পাবেন? বিধবারা কাঁদছে ভাতা না পেয়ে । বার্ধক্য ভাতা বন্ধ হওয়ায় সমস্যায় রয়েছেন প্রত্যন্ত এলাকার মানুষ । প্রতিবন্ধীরা ভাতা পাচ্ছেন না । তাদের জন্য রাজ্য সরকারের পরিকল্পনা কী ? অভিযোগ, বিধায়কের প্রশ্নের উত্তর দিতে পারেননি মন্ত্রী । বিধায়ক মিলটন রশিদের কথায়, এখনও পর্যন্ত প্রচুর মানুষ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পাওয়ার যোগ্য হলেও রাজ্য সরকার তাঁদেরকে বঞ্চিত করছে ।
মন্ত্রীর কাছে প্রশ্ন করার পরেও কোনও সদুত্তর পাওয়া যায়নি । এমনকী, বিষয়টি নিয়ে পরে মন্ত্রী শশী পাঁজার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও জবাব পাওয়া যায়নি ।