ETV Bharat / state

Illegal Car Parking: 'অফিসার-কাউন্সিলরদের মাঝে স্যান্ডউইচ হয়ে যাই', বেআইনি গাড়ি পার্কিং প্রসঙ্গে মন্তব্য দেবাশিস কুমারের

বেআইনি পার্কিং-য়ে গাড়ি ধরলে ফোন করবেন না লিখে দিন কাউন্সিলরদের উদ্দেশ্যে বললেন দেবাশিস কুমার ৷

Etv Bharat
বেআইনি গাড়ি পার্কিং
author img

By

Published : May 21, 2023, 1:08 PM IST

কলকাতা, 21 মে: বেআইনি পার্কিং-এর জন্য ধরলে গাড়ি ছাড়ানোর জন্য ফোন করবেন না, লিখিত দিন ৷ কাউন্সিলরদের উদ্দেশে এমনটাই বললেন কলকতার পার্কিং বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার ৷ শনিবার ছিল পার্কিং নিয়ে পৌরসভার মাসিক অধিবেশন ৷ সেই অধিবেশনেই নাইট পার্কিং নিয়ে প্রস্তাব তোলেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী ৷

এদিন 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী পার্কিং সংক্রান্ত প্রস্তাব তোলেন ৷ এই অধিবেশনে তিনি উল্লেখ করেন, কলকাতা শহরে রাস্তার পরিমাণ কম, তার উপর রাত হলেই অধিকাংশ রাস্তা জুড়ে অবৈধ ভাবে গাড়ি পার্কিং হয় । অনেক ক্ষেত্রে দমকল কিংবা অ্যাম্বুলেন্সের গাড়ি যেতে গেলেও সমস্যা হয় । নগরবাসীর কথা ভেবে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী প্রস্তাব দেন, ওয়ার্ড ভিত্তিক রুট ম্যাপ করে নাইট পার্কিংয়ের জন্য রাস্তা নির্দিষ্ট করে স্বল্প মূল্যে মানুষকে নাইট পার্কিং পরিষেবা দেওয়া গেলে যারা গাড়ি রাখেন তাদেরও সুবিধা হবে ৷ তাছাড়া অঞ্চলের অধিবাসীদের নাইট পার্কিং জোন সম্পর্কে জানা থাকলে সাধারণ মানুষও উপকৃত হবেন ।

এই প্রস্তাবের পরেই কলকাতার পার্কিং বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, এই প্রস্তাবটি ভালো । ইতিমধ্যে নাইট পার্কিং চালু করা হয়েছে । কলোনি এলাকাতেও উন্নতি হয়েছে ৷ তারা গাড়ি নিয়েছেন । তবে বাড়ির নীচে গ্যারেজ নেই । তাই পৌরনিগমের পক্ষ থেকে ওই সমস্ত এলাকার গাড়ির উপর স্টিকার দিয়ে গাড়ি মালিকদের জানানো হচ্ছে তাঁরা যেন মাসিক বা বার্ষিক পার্কিং-এর অনুমতি নেন ৷ শীঘ্রই নির্দিষ্ট সময় অন্তর অন্তর পৌরসভার পক্ষ থেকে পার্কিং নিয়ে অভিযান চালানো হবে ৷ পাশাপাশি এদিন কাউন্সিলরদের উদ্দেশে বলেন, "বেআইনি পার্কিংয়ে গাড়ি ধরলে ছড়ানোর জন্য ফোন করা করবেন না আমাকে এটা লিখে দিন । তাহলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে । কারণ কাউন্সিলররা ছাড়তে বলেন আর অফিসাররা বলেন ছাড়ব না । এই দু'য়ের মাঝে পড়ে স্যান্ডউইচ হয়ে যাই ।"

আরও পড়ুন: নাইট পার্কিংয়ের অনুমতি না-থাকলে, রাস্তা থেকে গাড়ি তুলে নিয়ে যাবে কর্পোরেশন

কলকাতা, 21 মে: বেআইনি পার্কিং-এর জন্য ধরলে গাড়ি ছাড়ানোর জন্য ফোন করবেন না, লিখিত দিন ৷ কাউন্সিলরদের উদ্দেশে এমনটাই বললেন কলকতার পার্কিং বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার ৷ শনিবার ছিল পার্কিং নিয়ে পৌরসভার মাসিক অধিবেশন ৷ সেই অধিবেশনেই নাইট পার্কিং নিয়ে প্রস্তাব তোলেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী ৷

এদিন 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী পার্কিং সংক্রান্ত প্রস্তাব তোলেন ৷ এই অধিবেশনে তিনি উল্লেখ করেন, কলকাতা শহরে রাস্তার পরিমাণ কম, তার উপর রাত হলেই অধিকাংশ রাস্তা জুড়ে অবৈধ ভাবে গাড়ি পার্কিং হয় । অনেক ক্ষেত্রে দমকল কিংবা অ্যাম্বুলেন্সের গাড়ি যেতে গেলেও সমস্যা হয় । নগরবাসীর কথা ভেবে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী প্রস্তাব দেন, ওয়ার্ড ভিত্তিক রুট ম্যাপ করে নাইট পার্কিংয়ের জন্য রাস্তা নির্দিষ্ট করে স্বল্প মূল্যে মানুষকে নাইট পার্কিং পরিষেবা দেওয়া গেলে যারা গাড়ি রাখেন তাদেরও সুবিধা হবে ৷ তাছাড়া অঞ্চলের অধিবাসীদের নাইট পার্কিং জোন সম্পর্কে জানা থাকলে সাধারণ মানুষও উপকৃত হবেন ।

এই প্রস্তাবের পরেই কলকাতার পার্কিং বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, এই প্রস্তাবটি ভালো । ইতিমধ্যে নাইট পার্কিং চালু করা হয়েছে । কলোনি এলাকাতেও উন্নতি হয়েছে ৷ তারা গাড়ি নিয়েছেন । তবে বাড়ির নীচে গ্যারেজ নেই । তাই পৌরনিগমের পক্ষ থেকে ওই সমস্ত এলাকার গাড়ির উপর স্টিকার দিয়ে গাড়ি মালিকদের জানানো হচ্ছে তাঁরা যেন মাসিক বা বার্ষিক পার্কিং-এর অনুমতি নেন ৷ শীঘ্রই নির্দিষ্ট সময় অন্তর অন্তর পৌরসভার পক্ষ থেকে পার্কিং নিয়ে অভিযান চালানো হবে ৷ পাশাপাশি এদিন কাউন্সিলরদের উদ্দেশে বলেন, "বেআইনি পার্কিংয়ে গাড়ি ধরলে ছড়ানোর জন্য ফোন করা করবেন না আমাকে এটা লিখে দিন । তাহলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে । কারণ কাউন্সিলররা ছাড়তে বলেন আর অফিসাররা বলেন ছাড়ব না । এই দু'য়ের মাঝে পড়ে স্যান্ডউইচ হয়ে যাই ।"

আরও পড়ুন: নাইট পার্কিংয়ের অনুমতি না-থাকলে, রাস্তা থেকে গাড়ি তুলে নিয়ে যাবে কর্পোরেশন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.