ETV Bharat / state

যোধপুর পার্কের অতিথিশালায় বিদেশিনীর দেহ উদ্ধার, বাড়ছে রহস্য - যোধপুর পার্ক

ভারত ভ্রমণে এসেছিলেন । সেইসূত্রেই কলকাতায় আসা । আজ মুম্বইয়ের জন্য রওনা দেওয়ার কথা ছিল । তার আগেই গেস্ট হাউজ়ের ঘর থেকে উদ্ধার হল বিদেশিনীর দেহ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 19, 2019, 10:39 PM IST

কলকাতা, 19 অক্টোবর : এসেছিলেন ভারত ভ্রমণ করতে । সেই সূত্রেই কলকাতায় আসা । আজ মুম্বইয়ে যাওয়ার কথা ছিল । কিন্তু তার আগেই যোধপুর পার্কের অতিথিশালা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল ব্রিটিশ মহিলাকে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । নাম হেলেন মারিয়া (69) । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলা হেলেন ব্রিটিশ হলেও কয়েক বছর ধরে স্পেনের ফ্লোরান্টাইলসে থাকছিলেন । চলতি মাসের 6 তারিখ ছ'জন বন্ধু মিলে ভারত ভ্রমণে আসেন । এঁদের মধ্যে তিন জন ব্রিটিশ নাগরিক । আর বাকি তিন জন স্পেনের নাগরিক । পিটার জর্জ রবার্টের তত্ত্বাবধানে তাঁরা প্রথমে দিল্লি যান । উত্তর ভারত ঘুরে 17 অক্টোবর তাঁরা কলকাতায় আসেন । যোধপুর পার্কের একটি অতিথিনিবাসে ওঠেন ।

অতিথিশালা সূত্রে খবর, আজ শনিবার পর্যন্ত তাঁদের বুকিং ছিল । দুপুরে হেলেনকে ডাকাডাকি করেন সঙ্গীরা । কিন্তু ঘরের দরজা না খোলায় অতিথিশালার তরফে লেক থানায় খবর দেওয়া হয় । পুলিশ এসে দরজা ভাঙে । অচৈতন্য অবস্থায় ঘরের ভিতর থেকে হেলেনকে উদ্ধার করা হয় । পাঠানো হয় এম আর বাঙ্গুর হাসপাতালে । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

ঘটনার তদন্তে ইতিমধ্যেই অতিথিনিবাসে এসেছে সায়েন্টিফিক উইং । মৃতের সঙ্গীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । হেলেনার সঙ্গীরা জেরায় জানিয়েছেন, গত রাতে সকলে মদ্যপান করেছিলেন । তবে কি অতিরিক্ত মদ্যপানের কারণেই মৃত্যু হল মহিলার ? না কি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ । আগামী কাল মৃতের ময়নাদতন্ত করার পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ । ততক্ষণ পর্যন্ত মৃতের সঙ্গীদের শহর ছাড়তে নিষেধ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

কলকাতা, 19 অক্টোবর : এসেছিলেন ভারত ভ্রমণ করতে । সেই সূত্রেই কলকাতায় আসা । আজ মুম্বইয়ে যাওয়ার কথা ছিল । কিন্তু তার আগেই যোধপুর পার্কের অতিথিশালা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল ব্রিটিশ মহিলাকে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । নাম হেলেন মারিয়া (69) । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলা হেলেন ব্রিটিশ হলেও কয়েক বছর ধরে স্পেনের ফ্লোরান্টাইলসে থাকছিলেন । চলতি মাসের 6 তারিখ ছ'জন বন্ধু মিলে ভারত ভ্রমণে আসেন । এঁদের মধ্যে তিন জন ব্রিটিশ নাগরিক । আর বাকি তিন জন স্পেনের নাগরিক । পিটার জর্জ রবার্টের তত্ত্বাবধানে তাঁরা প্রথমে দিল্লি যান । উত্তর ভারত ঘুরে 17 অক্টোবর তাঁরা কলকাতায় আসেন । যোধপুর পার্কের একটি অতিথিনিবাসে ওঠেন ।

অতিথিশালা সূত্রে খবর, আজ শনিবার পর্যন্ত তাঁদের বুকিং ছিল । দুপুরে হেলেনকে ডাকাডাকি করেন সঙ্গীরা । কিন্তু ঘরের দরজা না খোলায় অতিথিশালার তরফে লেক থানায় খবর দেওয়া হয় । পুলিশ এসে দরজা ভাঙে । অচৈতন্য অবস্থায় ঘরের ভিতর থেকে হেলেনকে উদ্ধার করা হয় । পাঠানো হয় এম আর বাঙ্গুর হাসপাতালে । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

ঘটনার তদন্তে ইতিমধ্যেই অতিথিনিবাসে এসেছে সায়েন্টিফিক উইং । মৃতের সঙ্গীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । হেলেনার সঙ্গীরা জেরায় জানিয়েছেন, গত রাতে সকলে মদ্যপান করেছিলেন । তবে কি অতিরিক্ত মদ্যপানের কারণেই মৃত্যু হল মহিলার ? না কি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ । আগামী কাল মৃতের ময়নাদতন্ত করার পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ । ততক্ষণ পর্যন্ত মৃতের সঙ্গীদের শহর ছাড়তে নিষেধ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

Intro:কলকাতা, ১৯ অক্টোবর: এসেছিলেন ভারত ভ্রমণ করতে। সেই সূত্রেই কলকাতায় আসা। ছয় জনের দলটি কলকাতায় আসে গত 17 অক্টোবর। আজ যাওয়ার কথা ছিল মুম্বই। কিন্তু যাওয়া হলো না। যোধপুর পার্কের গেস্ট হাউসে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হলো ব্রিটিশ মহিলাকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।
Body:পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম হেলেন মারিয়া। বয়স ৬৯। আদতে ব্রিটিশ হলেও তিনি কয়েক বছর ধরে থাকছিলেন স্পেনে। ঠিকানা Florantiles, Campsite CV 95 03186 Torrevieta Alicante, Spain। এ মাসে তারিখ ৬ ছয় বন্ধু মিলে ভারত ভ্রমণে আসেন। তাদের তিনজন ব্রিটিশ নাগরিক। বাকি তিনজন স্পেনের। দলটির নেতৃত্বে পিটার জর্জ রবার্ট । সূত্র জানাচ্ছে, তিনি প্রথমে যান দিল্লি। উত্তর ভারত ঘুরে তাঁরা আসেন কলকাতায়। যোধপুর পার্কের গেস্ট হাউসে ওঠে সেই দলটি। গেস্ট হাউজের সুত্রে খবর, আজ পর্যন্ত তাদের বুকিং ছিল। রেজিস্ট্রারে ডেস্টিনেশনে লেখা হয়েছিল মুম্বই। দুপুরে অনেক ডাকাডাকির পরেও তার ঘরের দরজা খুলে ছিলেন না হেলেন। তখনই গেস্টহাউস কর্তৃপক্ষ লেক থানায় খবর দেয়। পুলিশ এসে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। পাঠানো হয় এম আর বাঙ্গুর হাসপাতাল। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। Conclusion:ঘটনার তদন্তে ইতিমধ্যেই গেস্টহাউসে এসেছে সাইন্টিফিক উইং। ওই মহিলার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশি জেরায় তার সঙ্গীরা জানিয়েছেন গত রাত্রে সকলে মিলে মদ্যপান করেছিলেন। অতিরিক্ত মদ্যপানের কারণেই কি মৃত্যু হল মহিলার? নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? আগামীকাল তার দেহের পোস্টমর্টেম করা হবে। তার পরেই জানা যাবে মৃত্যুর কারণ। হেলেনের সঙ্গীদের শহর ছাড়তে নিষেধ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।



ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.