ETV Bharat / state

Coal Smuggling Case: কয়লা পাচার কাণ্ডে কলকাতা পুলিশের ডিসি সাউথকে তলব ইডির - Coal Smuggling Case

কয়লা পাচার কাণ্ডে এবার কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়া-কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা (DC South of Kolkata Police has been summoned by ED)।

Coal Smuggling Case
কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়া
author img

By

Published : Sep 26, 2022, 9:50 AM IST

Updated : Sep 26, 2022, 10:53 AM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: কয়লা পাচার কাণ্ডে এবার কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়া (Akash Magharia)-কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা (DC South of Kolkata Police has been summoned by ED) । আকাশ মাঘারিয়া পুরুলিয়ার পুলিশ সুপার ছিলেন । এই পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার বাড়িও পুরুলিয়ায় । সেক্ষেত্রে তিনি কোনওভাবে অনুপকে সাহায্য করেছিলেন কি না সেটাই জানতে চায় ইডি (Enforcement Directorate) ।

যদিও ওই বিষয়ে কলকাতা পুলিশের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এছাড়াও ওই একই ঘটনায় 28 সেপ্টেম্বর দিল্লির ইডি অফিসে ফের একবার জ্ঞানবান সিং-কে তলক করা হয়েছে বলে জানা গিয়েছে । সম্প্রতি গরু পাচার এবং কয়লা পাচার কাণ্ডে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি । কয়লা পাচার কাণ্ডে একাধিক আইপিএস-কে ইতিমধ্যেই দিল্লিতে ইডি সদর দফতরে ডেকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা এবং তাদের বয়ান পর্যন্ত রেকর্ড করা হয়েছে বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: দুর্নীতির তদন্তে একাধিক পুলিশ আধিকারিকের সম্পত্তির হিসেব খতিয়ে দেখছে ইডি

এছাড়াও একাধিকবার তলবের মুখে পড়তে হয়েছে খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও । কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে আজ সকাল 11টার মধ্যে দিল্লির সদর দফতরে ডেকে পাঠিয়েছে ইডি । কয়েকটি কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।

প্রসঙ্গত, বেআইনি কয়লা কারবারে (Coal Smuggling Case) মদত দেওয়ার অভিযোগে সিবিআই গ্রেফতার করেছিল ইসিএলের 8 জন প্রাক্তন ও বর্তমান আধিকারিককে । তাঁরা হলেন প্রাক্তন জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিক, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, তন্ময় দাস, সুভাষ মুখোপাধ্যায়, বর্তমান জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র মৈত্র, মুকেশ কুমার, নিরাপত্তা আধিকারিক দেবাশীষ মুখোপাধ্যায় ও রিঙ্কু বেহারা । এমনকী কয়লা পাচার কাণ্ডে (Coal Scam Case) এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি (ED to Interrogate Rujira Banerjee)।

কলকাতা, 26 সেপ্টেম্বর: কয়লা পাচার কাণ্ডে এবার কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়া (Akash Magharia)-কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা (DC South of Kolkata Police has been summoned by ED) । আকাশ মাঘারিয়া পুরুলিয়ার পুলিশ সুপার ছিলেন । এই পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার বাড়িও পুরুলিয়ায় । সেক্ষেত্রে তিনি কোনওভাবে অনুপকে সাহায্য করেছিলেন কি না সেটাই জানতে চায় ইডি (Enforcement Directorate) ।

যদিও ওই বিষয়ে কলকাতা পুলিশের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এছাড়াও ওই একই ঘটনায় 28 সেপ্টেম্বর দিল্লির ইডি অফিসে ফের একবার জ্ঞানবান সিং-কে তলক করা হয়েছে বলে জানা গিয়েছে । সম্প্রতি গরু পাচার এবং কয়লা পাচার কাণ্ডে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি । কয়লা পাচার কাণ্ডে একাধিক আইপিএস-কে ইতিমধ্যেই দিল্লিতে ইডি সদর দফতরে ডেকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা এবং তাদের বয়ান পর্যন্ত রেকর্ড করা হয়েছে বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: দুর্নীতির তদন্তে একাধিক পুলিশ আধিকারিকের সম্পত্তির হিসেব খতিয়ে দেখছে ইডি

এছাড়াও একাধিকবার তলবের মুখে পড়তে হয়েছে খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও । কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে আজ সকাল 11টার মধ্যে দিল্লির সদর দফতরে ডেকে পাঠিয়েছে ইডি । কয়েকটি কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।

প্রসঙ্গত, বেআইনি কয়লা কারবারে (Coal Smuggling Case) মদত দেওয়ার অভিযোগে সিবিআই গ্রেফতার করেছিল ইসিএলের 8 জন প্রাক্তন ও বর্তমান আধিকারিককে । তাঁরা হলেন প্রাক্তন জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিক, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, তন্ময় দাস, সুভাষ মুখোপাধ্যায়, বর্তমান জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র মৈত্র, মুকেশ কুমার, নিরাপত্তা আধিকারিক দেবাশীষ মুখোপাধ্যায় ও রিঙ্কু বেহারা । এমনকী কয়লা পাচার কাণ্ডে (Coal Scam Case) এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি (ED to Interrogate Rujira Banerjee)।

Last Updated : Sep 26, 2022, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.