কলকাতা, 16 মে : আজ রাজ্যে বেশ খানিকটা কমল দৈনিক সংক্রমণের সংখ্যা ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা রইল 19 হাজারের মধ্যই ৷ সুস্থ হয়েছেন 19 হাজার 113 জন ৷ এছাড়া রাজ্যে বাড়ছে সুস্থতার হারও ৷
শেষ 24 ঘণ্টায় রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 19 হাজার 117 জন ৷ গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 19 হাজার 511 জন ৷ অর্থাৎ শেষ 24 ঘণ্টায় রাজ্যে প্রায় 400 জন কম আক্রান্ত হয়েছেন ৷ এছাড়া রাজ্যে বেড়েছে সুস্থতার হারও ৷ গতকাল রাজ্যে সুস্থতার হার ছিল 86.98 শতাংশ ৷ আজ তা বেড়ে হয়েছে 87.20 শতাংশ ৷ তবে গতকালের থেকে আজ বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ গতকাল মৃত্যুর সংখ্যা ছিল 144 জন ৷ আজ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 147 জনের ৷ একদিনের হিসেবে যা এখনও পর্যন্ত রাজ্যে সর্বোচ্চ ৷ আজ পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা হল 13 হাজার 284 জন ৷
রাজ্যে মোট অ্যাকটিভ কেস কমে দাঁড়াল 1 লাখ 31 হাজার 805 জন ৷ আজ রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের নিরিখে সবার উপরে উত্তর 24 পরগনা ৷ এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন 4 হাজার 116 জন ৷ দ্বিতীয় স্থানে আছে শহর কলকাতা ৷ আজ কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন 3 হাজার 811 জন ৷
আরও পড়ুন : টিকাপ্রাপ্ত কোভিড আক্রান্তদের মাত্র 0.06 শতাংশকে ভর্তি করতে হয় হাসপাতালে : রিপোর্ট
করোনা পরিস্থিতি মোকাবিলায়, রাজ্যে আজ থেকে বিধিনিষেধ আরও শক্ত করা হয়েছে ৷ আজ থেকে রাজ্য জরুরি পরিষেবা ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ আছে ৷ তবে খোলা আছে ই-কমার্স ও হোম ডেলিভারি ৷