ETV Bharat / state

সন্ত্রাস ও দুর্নীতি দমনে রাজ্যকে পারস্পরিক সমঝোতার বার্তা দিলেন রাজ্যপাল

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 1:50 PM IST

Updated : Nov 21, 2023, 3:05 PM IST

CV Ananada Bose: রাজ্যের প্রধান দুটি সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি ৷ এই সমস্যা সমাধানে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে পারস্পরিক সমঝোতা প্রয়োজন ৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

CV Ananada Bose
রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী

কলকাতা, 21 নভেম্বর: সন্ত্রাস না-হলেই হল । কিন্তু সংঘাত চলতেই পারে সমাজে । রাজ্য এবং রাজ্যপালের মধ্যে কোনও সংঘাত নেই । মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । একই সঙ্গে সন্ত্রাস ও দুর্নীতি দমনে রাজ্যকে সমঝোতার বার্তা দিলেন তিনি ।

রাজ্যপাল বলেন, "রাজ্যের প্রধান দুটি সমস্যা হল সন্ত্রাস এবং দুর্নীতি । এই অবস্থায় রাজ্য সরকারের দায়িত্ব, সকলকে নিয়ে সেইগুলিকে রুখে দেওয়া । সন্ত্রাস ও দুর্নীতি দুটোই আছে । আমি দেখেছি । রাজভবনে দুর্নীতি দমনের ব্যবস্থা আছে । অ্যান্টি কোরাপশন সেল গঠন করা হয়েছে । কিন্তু দুর্নীতি দমনে রাজ্য সরকারের ভূমিকা প্রশংসনীয় নয় । সংবিধান ও আইনকে রক্ষা করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে ।"

আগামী 23 নভেম্বর রাজ্যপাল পদে বর্ষপূর্তি হচ্ছে সিভি আনন্দ বোসের । এই কারণেই নানা কর্মসূচি নেওয়া হয়েছে রাজভবনের তরফে । তারই অংশ হিসাবে আজ সাংবাদিক সম্মেলন করেন রাজ্যপাল ।

তিনি বিল আটকে রাখার বিষয়ে বলেন, "কোনও বিল আটকে রাখা হয়নি । রাজ্যপাল সব বিল ছেড়ে দিয়েছে । কিছু ক্ল্যারিফিকেশন দরকার, সেগুলি রাজভবনে এসে পৌঁছয়নি । তবে, রাজ্য ও কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক রক্ষার জন্য রাজ্যপাল সেতুর কাজ করে । নির্দিষ্ট দায়েরার মধ্যে থেকে রাজ্যপালকে কাজ করতে হয় । আমি সংঘাত পছন্দ করি না । রাজ্যপালের একটি দায়িত্ব হল মানুষের জন্য কাজ করা । মিউচুয়াল সমঝোতা দরকার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে । বাংলার মানুষ ও সংবাদমাধ্যমের কাছে আমি কৃতজ্ঞ যে, মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে তাঁদের পাশে পেয়েছি । রাজভবন যে কোনও মূল্যে মানুষের পাশে থেকেছে । কন্ট্রোল রুম, পিস রুম, নির্বাচন - সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । মাদকমুক্ত বাংলা তৈরির লক্ষ্যে রাজভবন সতর্কতা তৈরি করেছে ।"

এ রাজ্য তথা রাজ্যপাল পদে তাঁর বর্ষপূর্তির বিষয়ে সিভি আনন্দ বোস বলেন, "বাংলায় সুন্দর অভিজ্ঞতা । আন্তরিকতা পেয়েছি বাংলায় । বাংলাকে আমি ভালোবাসি । রাজ্যপাল হিসেবে আমার উপর ভরসা রাখা উচিত । আমি সবরকম ভাবে রাজ্যকে পরিচালনায় সহায়তা করেছি । মানুষের জন্য সংবিধান, মানুষের কাজ করতে হবে । মানুষ রাজ্যপাল কাজ করতে চায় । মানুষের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছি । বাংলার মাটি, জল, বায়ু, পুণ্য হোক, গুরুদেব বলেছেন ৷ সেটাই আমার কাছে অনুপ্রেরণা । মানুষ আমাকে উদ্বুদ্ধ করে ভালো কাজ করার জন্য । মানুষের জন্য কাজ করার জন্য ।"

আরও পড়ুন:

  1. সিভি আনন্দ বোসের 'রাজ্যপাল' পদের বর্ষপূর্তি, আড়াই লাখে 5টি বই ছাপছে রাজভবন
  2. রাজ্যপালের কাছে কোনও বিল পড়ে নেই, তথ্য দিয়ে রাজ্য সরকারকে জানাল রাজভবন

কলকাতা, 21 নভেম্বর: সন্ত্রাস না-হলেই হল । কিন্তু সংঘাত চলতেই পারে সমাজে । রাজ্য এবং রাজ্যপালের মধ্যে কোনও সংঘাত নেই । মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । একই সঙ্গে সন্ত্রাস ও দুর্নীতি দমনে রাজ্যকে সমঝোতার বার্তা দিলেন তিনি ।

রাজ্যপাল বলেন, "রাজ্যের প্রধান দুটি সমস্যা হল সন্ত্রাস এবং দুর্নীতি । এই অবস্থায় রাজ্য সরকারের দায়িত্ব, সকলকে নিয়ে সেইগুলিকে রুখে দেওয়া । সন্ত্রাস ও দুর্নীতি দুটোই আছে । আমি দেখেছি । রাজভবনে দুর্নীতি দমনের ব্যবস্থা আছে । অ্যান্টি কোরাপশন সেল গঠন করা হয়েছে । কিন্তু দুর্নীতি দমনে রাজ্য সরকারের ভূমিকা প্রশংসনীয় নয় । সংবিধান ও আইনকে রক্ষা করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে ।"

আগামী 23 নভেম্বর রাজ্যপাল পদে বর্ষপূর্তি হচ্ছে সিভি আনন্দ বোসের । এই কারণেই নানা কর্মসূচি নেওয়া হয়েছে রাজভবনের তরফে । তারই অংশ হিসাবে আজ সাংবাদিক সম্মেলন করেন রাজ্যপাল ।

তিনি বিল আটকে রাখার বিষয়ে বলেন, "কোনও বিল আটকে রাখা হয়নি । রাজ্যপাল সব বিল ছেড়ে দিয়েছে । কিছু ক্ল্যারিফিকেশন দরকার, সেগুলি রাজভবনে এসে পৌঁছয়নি । তবে, রাজ্য ও কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক রক্ষার জন্য রাজ্যপাল সেতুর কাজ করে । নির্দিষ্ট দায়েরার মধ্যে থেকে রাজ্যপালকে কাজ করতে হয় । আমি সংঘাত পছন্দ করি না । রাজ্যপালের একটি দায়িত্ব হল মানুষের জন্য কাজ করা । মিউচুয়াল সমঝোতা দরকার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে । বাংলার মানুষ ও সংবাদমাধ্যমের কাছে আমি কৃতজ্ঞ যে, মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে তাঁদের পাশে পেয়েছি । রাজভবন যে কোনও মূল্যে মানুষের পাশে থেকেছে । কন্ট্রোল রুম, পিস রুম, নির্বাচন - সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । মাদকমুক্ত বাংলা তৈরির লক্ষ্যে রাজভবন সতর্কতা তৈরি করেছে ।"

এ রাজ্য তথা রাজ্যপাল পদে তাঁর বর্ষপূর্তির বিষয়ে সিভি আনন্দ বোস বলেন, "বাংলায় সুন্দর অভিজ্ঞতা । আন্তরিকতা পেয়েছি বাংলায় । বাংলাকে আমি ভালোবাসি । রাজ্যপাল হিসেবে আমার উপর ভরসা রাখা উচিত । আমি সবরকম ভাবে রাজ্যকে পরিচালনায় সহায়তা করেছি । মানুষের জন্য সংবিধান, মানুষের কাজ করতে হবে । মানুষ রাজ্যপাল কাজ করতে চায় । মানুষের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছি । বাংলার মাটি, জল, বায়ু, পুণ্য হোক, গুরুদেব বলেছেন ৷ সেটাই আমার কাছে অনুপ্রেরণা । মানুষ আমাকে উদ্বুদ্ধ করে ভালো কাজ করার জন্য । মানুষের জন্য কাজ করার জন্য ।"

আরও পড়ুন:

  1. সিভি আনন্দ বোসের 'রাজ্যপাল' পদের বর্ষপূর্তি, আড়াই লাখে 5টি বই ছাপছে রাজভবন
  2. রাজ্যপালের কাছে কোনও বিল পড়ে নেই, তথ্য দিয়ে রাজ্য সরকারকে জানাল রাজভবন
Last Updated : Nov 21, 2023, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.