ETV Bharat / state

CAA ও NRC-র আঁচ কলকাতা বইমেলায়, রাহুলের সামনেই বিক্ষোভ-ধস্তাধস্তি

BJP নেতা রাহুল সিনহার উপস্থিতিতে জনবার্তা স্টলের বাইরে বিক্ষোভ দেখায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ BJP কর্মী ও পুলিশ কর্মীদের সঙ্গে হাতাহাতি পর্যন্ত হয় পড়ুয়াদের৷

rahul_students_clash
বইমেলায় রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ
author img

By

Published : Feb 8, 2020, 7:38 PM IST

Updated : Feb 8, 2020, 7:54 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি : CAA ও NRC-র আঁচ এবার কলকাতা বইমেলাতেও ৷ BJP নেতা রাহুল সিনহার উপস্থিতিতে জনবার্তা স্টলের বাইরে বিক্ষোভ দেখায় কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI সমর্থকরা । বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বইমেলা চত্বরেই BJP কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে SFI সমর্থকরা।

ঘটনাস্থানে পুলিশ এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি হয় পড়ুয়াদের ৷ বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ পরে বিক্ষোভকারীদের মধ্যে ২০ জনকে আটক করে বিধাননগর থানার পুলিশ।

চলতি বছর বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড বইমেলায় যে কোনও ধরনের জমায়েত বা বিক্ষোভ প্রদর্শন নিষেধ করেছে। তা সত্ত্বেও কীভাবে নিরাপত্তা বলয় পেরিয়ে পড়ুয়ারা বিক্ষোভে শামিল হল তা নিয়ে প্রশ্ন উঠছে।

বইমেলায় রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ

রাহুল সিনহা বলেন, "বাংলার মানুষ এদের আস্তাকুঁড়ে ফেলে দিয়েছে ৷ এখন এদের কোনও অস্তিত্ব নেই ৷ এরা এখন এসব করে লাইম-লাইটে আসতে চাইছে ৷ আমরা অতো বোকা নই যে এদের লাইম-লাইটে আসতে দেব ৷ আমাদের লড়াই তৃণমূলের সঙ্গে ৷ এরা তো কিছুই না ৷ এরা এখন তৃণমূলের স্তাবক ৷''

কলকাতা, 8 ফেব্রুয়ারি : CAA ও NRC-র আঁচ এবার কলকাতা বইমেলাতেও ৷ BJP নেতা রাহুল সিনহার উপস্থিতিতে জনবার্তা স্টলের বাইরে বিক্ষোভ দেখায় কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI সমর্থকরা । বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বইমেলা চত্বরেই BJP কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে SFI সমর্থকরা।

ঘটনাস্থানে পুলিশ এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি হয় পড়ুয়াদের ৷ বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ পরে বিক্ষোভকারীদের মধ্যে ২০ জনকে আটক করে বিধাননগর থানার পুলিশ।

চলতি বছর বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড বইমেলায় যে কোনও ধরনের জমায়েত বা বিক্ষোভ প্রদর্শন নিষেধ করেছে। তা সত্ত্বেও কীভাবে নিরাপত্তা বলয় পেরিয়ে পড়ুয়ারা বিক্ষোভে শামিল হল তা নিয়ে প্রশ্ন উঠছে।

বইমেলায় রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ

রাহুল সিনহা বলেন, "বাংলার মানুষ এদের আস্তাকুঁড়ে ফেলে দিয়েছে ৷ এখন এদের কোনও অস্তিত্ব নেই ৷ এরা এখন এসব করে লাইম-লাইটে আসতে চাইছে ৷ আমরা অতো বোকা নই যে এদের লাইম-লাইটে আসতে দেব ৷ আমাদের লড়াই তৃণমূলের সঙ্গে ৷ এরা তো কিছুই না ৷ এরা এখন তৃণমূলের স্তাবক ৷''

Intro:রাহুল সিনহার উপস্থিতিতে জনবার্তা স্টলের বাইরে সি এ এ ও এন আর সি বিরোধিতা করে পোস্টার নিয়ে স্লোগান দেয় cu এর স্টুডেন্টরা।।কিছু খনের মধ্যে শুরু হয়ে যায় দুপক্ষের হাতাহাতি।।পুলিশ এলে তাদের সাথেও মারামারি ও ধস্তাধস্তি হয় ।।।Body:পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুই পক্ষকে দুদিকে সরিয়ে দেওয়া হয় প্রসঙ্গত চলতি বছর বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড বইমেলায় কোন ধরনের জমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে তা সত্ত্বেও পুলিশের নিরাপত্তা বলয় কিভাবে এত সংখ্যক ছাত্র-ছাত্রী বিক্ষোভে সামিল হল প্রশ্ন উঠেছেConclusion:
Last Updated : Feb 8, 2020, 7:54 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.