কলকাতা, 8 ফেব্রুয়ারি : CAA ও NRC-র আঁচ এবার কলকাতা বইমেলাতেও ৷ BJP নেতা রাহুল সিনহার উপস্থিতিতে জনবার্তা স্টলের বাইরে বিক্ষোভ দেখায় কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের SFI সমর্থকরা । বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বইমেলা চত্বরেই BJP কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে SFI সমর্থকরা।
ঘটনাস্থানে পুলিশ এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি হয় পড়ুয়াদের ৷ বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ পরে বিক্ষোভকারীদের মধ্যে ২০ জনকে আটক করে বিধাননগর থানার পুলিশ।
চলতি বছর বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড বইমেলায় যে কোনও ধরনের জমায়েত বা বিক্ষোভ প্রদর্শন নিষেধ করেছে। তা সত্ত্বেও কীভাবে নিরাপত্তা বলয় পেরিয়ে পড়ুয়ারা বিক্ষোভে শামিল হল তা নিয়ে প্রশ্ন উঠছে।
রাহুল সিনহা বলেন, "বাংলার মানুষ এদের আস্তাকুঁড়ে ফেলে দিয়েছে ৷ এখন এদের কোনও অস্তিত্ব নেই ৷ এরা এখন এসব করে লাইম-লাইটে আসতে চাইছে ৷ আমরা অতো বোকা নই যে এদের লাইম-লাইটে আসতে দেব ৷ আমাদের লড়াই তৃণমূলের সঙ্গে ৷ এরা তো কিছুই না ৷ এরা এখন তৃণমূলের স্তাবক ৷''