ETV Bharat / state

ব্যবসাকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রীদের দ্বারস্থ CREDAI - Lockdown

লকডাউনের জেরে কার্যত থমকে গেছে গোটা শহর । রিয়েল এস্টেট ব্যবসায়ীরা মনে করছেন, এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও ফ্ল্যাটবাড়ি ও আবাসন বিক্রি কমবে অনেকটাই ।

CREDAI
CREDAI
author img

By

Published : Apr 26, 2020, 11:53 PM IST

কলকাতা, 26 এপ্রিল: লকডাউনের ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে রিয়েল এস্টেট ব্যবসা । তাই লকডাউনের পর ফ্ল্যাট ও আবাসন বিক্রির বাজারকে চাঙ্গা করতে রাজ্যের বিভিন্ন মন্ত্রকে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রয়োজনীয় সাহায্যের আর্জি জানিয়ে চিঠি দিল কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (CREDAI) ।

লকডাউনের জেরে কার্যত থমকে গেছে গোটা শহর । রিয়েল এস্টেট ব্যবসায়ীরা মনে করছেন, এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও ফ্ল্যাটবাড়ি ও আবাসন বিক্রি কমবে অনেকটাই । মানুষের হাতে টাকা থাকবে সীমিত । তাই নতুন বাড়ি কেনার কথা কেউ আর চিন্তা করবেন না হয়তো ।
CREDAI-এর পশ্চিম বঙ্গ শাখার প্রেসিডেন্ট সুশীল মোহতা বলেন যে, "কোরোনার কারণে রিয়েল এস্টেট ব্যবসার চূড়ান্ত ক্ষতি হয়েছে । এই সেক্টরের সঙ্গে কয়েক লাখ মানুষের জীবন-জীবিকা জড়িয়ে রয়েছে । তাই এই শিল্পকে চাঙ্গা করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে ক্রেতা ও বিক্রেতাদের বেশ কিছু ছাড় দেওয়ার আবেদন জানানো হয়েছে । প্রায় 300-র বেশি ব্যবসা নির্ভর করছে কনস্ট্রাকশন ও রিয়েল এস্টেট ব্যবসার উপর । রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য ছোট-বড় ব্যবসায়ীরাও । তারাও বিরাট ক্ষতির মুখে পড়েছে । সবার উপরেই আর্থিক ক্ষতির একটা দীর্ঘস্থায়ী ছাপ পড়বে । তবে সব থেকে বেশি খারাপ পরিস্থতি এই শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা শ্রমিকদের । এদের অবস্থা খুবই শোচনীয় ।"

CREDAI এর তরফে অর্থমন্ত্রী অমিত মিত্র, মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যসচিব রাজীব সিনহা, চন্দ্রিমা ভট্টাচার্য, বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে চিঠি পাঠানো হয়েছে ।

সুশীল মোহতা বলেন, "কোরোনা ও লকডাউন পরিস্থিতির পর স্বাভাবিকভাবেই মানুষের হাতে সীমিত অর্থ থাকবে । তাই কেউ আর আবাসন, ফ্ল্যাট বা বাড়ির কেনার দিকে ঝুঁকবে না । বাড়ি কেনা যাতে মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেই থাকে তাই বেশ কিছু ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে । হোম লোনের উপর EMI-তে কিস্তির উপর ছাড় দেওয়ার কথাও জানানো হয়েছে । পাশাপাশি আয় করের উপর ছাড় দিতেও অনুরোধ করা হয়েছে ।" এই ধরনের আরও বেশ কয়েকটি সাহায্যের অনুরোধ জানিয়েছে CREDAI ।

কলকাতা, 26 এপ্রিল: লকডাউনের ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে রিয়েল এস্টেট ব্যবসা । তাই লকডাউনের পর ফ্ল্যাট ও আবাসন বিক্রির বাজারকে চাঙ্গা করতে রাজ্যের বিভিন্ন মন্ত্রকে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রয়োজনীয় সাহায্যের আর্জি জানিয়ে চিঠি দিল কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (CREDAI) ।

লকডাউনের জেরে কার্যত থমকে গেছে গোটা শহর । রিয়েল এস্টেট ব্যবসায়ীরা মনে করছেন, এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও ফ্ল্যাটবাড়ি ও আবাসন বিক্রি কমবে অনেকটাই । মানুষের হাতে টাকা থাকবে সীমিত । তাই নতুন বাড়ি কেনার কথা কেউ আর চিন্তা করবেন না হয়তো ।
CREDAI-এর পশ্চিম বঙ্গ শাখার প্রেসিডেন্ট সুশীল মোহতা বলেন যে, "কোরোনার কারণে রিয়েল এস্টেট ব্যবসার চূড়ান্ত ক্ষতি হয়েছে । এই সেক্টরের সঙ্গে কয়েক লাখ মানুষের জীবন-জীবিকা জড়িয়ে রয়েছে । তাই এই শিল্পকে চাঙ্গা করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে ক্রেতা ও বিক্রেতাদের বেশ কিছু ছাড় দেওয়ার আবেদন জানানো হয়েছে । প্রায় 300-র বেশি ব্যবসা নির্ভর করছে কনস্ট্রাকশন ও রিয়েল এস্টেট ব্যবসার উপর । রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য ছোট-বড় ব্যবসায়ীরাও । তারাও বিরাট ক্ষতির মুখে পড়েছে । সবার উপরেই আর্থিক ক্ষতির একটা দীর্ঘস্থায়ী ছাপ পড়বে । তবে সব থেকে বেশি খারাপ পরিস্থতি এই শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা শ্রমিকদের । এদের অবস্থা খুবই শোচনীয় ।"

CREDAI এর তরফে অর্থমন্ত্রী অমিত মিত্র, মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যসচিব রাজীব সিনহা, চন্দ্রিমা ভট্টাচার্য, বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে চিঠি পাঠানো হয়েছে ।

সুশীল মোহতা বলেন, "কোরোনা ও লকডাউন পরিস্থিতির পর স্বাভাবিকভাবেই মানুষের হাতে সীমিত অর্থ থাকবে । তাই কেউ আর আবাসন, ফ্ল্যাট বা বাড়ির কেনার দিকে ঝুঁকবে না । বাড়ি কেনা যাতে মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেই থাকে তাই বেশ কিছু ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে । হোম লোনের উপর EMI-তে কিস্তির উপর ছাড় দেওয়ার কথাও জানানো হয়েছে । পাশাপাশি আয় করের উপর ছাড় দিতেও অনুরোধ করা হয়েছে ।" এই ধরনের আরও বেশ কয়েকটি সাহায্যের অনুরোধ জানিয়েছে CREDAI ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.