কলকাতা, 28 মার্চ: মনরেগা বা একশো দিনের কাজের তদারকিতে পোর্টাল বা মোবাইল মনিটরিং অ্যাপ চালু করেছে কেন্দ্র ৷ যার ফলে বিপাকে পড়েছেন এই কাজে যুক্ত শ্রমিকরা। এমনটাই অভিযোগ করল সিপিআইএম পলিটব্যুরোর ৷ তারা দাবি তুলেছে, অবিলম্বে এই ব্যবস্থা বাতিল করতে হবে (Abolition of Mobile Monitoring on MGNREGA) ৷ তাদের অভিযোগ, মানরেগা বা 100 দিনের কাজের বন্দোবস্তকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ৷ অভিযোগ করা হয়েছে, কেন্দ্রের তরফে চালু করা অ্যাপে প্রযুক্তিগত ত্রুটি রয়েছে ৷ এর ফলে বহু মানুষ কাজ শেষে উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না ৷
একশো দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকেদের অধিকাংশ গ্রামীণ ভারতের মহিলারা ৷ কেন্দ্র এই অ্যাপটিকে শ্রমিকদের জন্য বাধ্যতামূলক করে দেওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা ৷ বাধ্য় হয়ে স্মার্টফোন কিনছেন অনেকে ৷ এর জন্য তাঁদের ঋণ নিতে হচ্ছে ৷ এতে 100 দিনের কাজের সঙ্গে যুক্ত অধিকাংশ শ্রমিক বিপাকে পড়ছেন ৷ সিপিআইএম পলিটব্যুরোর বৈঠকে অভিযোগ করা হয়েছে, একশো দিনের কাজের বকেয়া টাকা না পেয়ে সমস্যায় পড়ছেন শ্রমিকরা ৷ এই পরিস্থিতিতে 2023-24 অর্থবর্ষে মানরেগা প্রকল্পে বরাদ্দও কমিয়ে দিয়েছে কেন্দ্র ৷ যা দীর্ঘদিন ধরে চলে আসা কেন্দ্রীয় প্রকল্পের ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ৷
উল্লেখ্য, গত 25 ও 26 মার্চ দিল্লিতে সিপিআইএম পলিটব্যুরোর বার্ষিকসভা আয়োজিত হয় ৷ সেখানেই এই ইস্যু নিয়ে সরব হয় কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সেখানে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করা নিয়েও বিজেপির সমালোচনা করা হয়েছে ৷ অভিযোগ করা হয়, রাহুলের সাংসদ পদ যে দ্রুততার সঙ্গে খারিজ করা হয়েছে, তা আসলে বিজেপির স্বৈরাচারী মনোভাবকে ফুটিয়ে তোলে ৷ এমনকি কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিজেপি বিরোধী সব দলের নেতাদের দমনের চেষ্টা চলছে ৷ আর এই প্রসঙ্গে, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারির কথা তুলে ধরেছে সিপিআইএম নেতৃত্ব ৷
আরও পড়ুন: সর্বত্র একটাই মুখ, মৃত্যু হলেও ওঁর ছবি থাকুক, মোদিকে তোপ মমতার
এমনকি, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব এবং তাঁর পরিবারের বিরুদ্ধে সিবিআই-কে ব্যবহার করার অভিযোগ করেছে সিপিআইএম পলিটব্যুরো ৷ এই ইস্যুতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধেও সরব হয়েছে সিপিআইএম ৷ সেখানে অভিযোগ করা হয়েছে, বিজেপি সরকার আদানি গোষ্ঠীর দুর্নীতিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে ৷ এমনকি, আদানিদের মূলধন বৃদ্ধি করতেও মোদি সরকার সবরকম সাহায্য করে গিয়েছে বলে অভিযোগ তুলেছে সিপিআইএম এর পলিটব্যুরো ৷