ETV Bharat / state

মুখ্যমন্ত্রী বাসমালিক পক্ষের লোক : তন্ময় ভট্টাচার্য

author img

By

Published : May 16, 2020, 12:05 PM IST

লকডাউনের মধ্যেই রাজ্যে চালু হয়েছে সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা । বাসমালিকদের পক্ষ থেকে সরকারি অনুমতি নিয়ে একলাফে বাড়ানো হয়েছে বাসের ভাড়াও। এই নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য।

ছবি
ছবি

কলকাতা, 16 মে : বাসের ভাড়া বাড়ানো নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য । তিনি বলেন, "যেভাবে রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি করা হল, তা দেখে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর শ্রমিকদের জন্য কথা বলবেন না । তিনি মালিকপক্ষের লোক ।" এর পাশাপাশি তাঁর বিস্ফোরক মন্তব্য, "প্রাক্তন পরিবহনমন্ত্রী সুভাষ চক্রবর্তীর মৃত্যুর জন্য সেদিন দায়ি ছিলেন তৃণমূল কংগ্রেস আশ্রিত বাস মালিকরা ।"

লকডাউনের মধ্যেই রাজ্যে চালু হয়েছে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা । তবে জমায়েত না করে, সামাজিক দূরত্ব বাজায় রেখে বাস চালাতে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে । অন্যদিকে, বাসমালিকদের পক্ষ থেকে সরকারি অনুমতি নিয়ে বাড়ানো হয়েছে বাসের ভাড়া । এনিয়ে CPI(M) বিধায়ক বলেন, " দেখা যাচ্ছে রাজ্যের একটি সরকারি বাস 60 জন যাত্রী নিয়ে চলল গন্তব্যে । কোথায় দৈহিক দূরত্ব ! ঘণ্টায় একটিমাত্র বাস দিল পরে, দৈহিক দূরত্ব বজায় রেখে কি বাসযাত্রীদের বাসে ওঠা সম্ভব ? "

প্রাক্তন পরিবহনমন্ত্রী সুভাষ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে এনে তন্ময় ভট্টাচার্য জানান, " সেদিন বাস ভাড়া এক টাকা বাড়াতে চেয়েছিলেন মালিকরা । সুভাষ চক্রবর্তী মালিকদের সেই দাবি মানতে চাননি । সেদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে মালিকদের সঙ্গে সুভাষ চক্রবর্তী বৈঠক করেছিলেন । সুভাষ চক্রবর্তীকে আক্রমণ করেছিলেন বাস মালিকরা । তাঁকে শারীরিকভাবে হেনস্থাও করা হয়েছিল । পরে দেখা গেল তৃণমূল কংগ্রেস আশ্রিত বাস মালিকরা সুভাষ চক্রবর্তীকে শারীরিকভাবে হেনস্থা করেছেন । এমনিতেই ক্যানসারে আক্রান্ত ছিলেন সুভাষ চক্রবর্তী । তার উপর শারীরিক হেনস্থায় ক্রমশ অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি । তাঁকে সেদিন পরোক্ষে খুন করেছিলেন তৃণমূল আশ্রিত বাস মালিকরা ।"


তন্ময় ভট্টাচার্য বলেন, " বেসরকারি বাসের ভাড়া 4 কিলোমিটারে 25 টাকা করা হয়েছে । পর্যায়ক্রমে সেই ভাড়া 5,7,10 টাকা করে বাড়বে । গরিব মানুষ ভয়ঙ্কর সমস্যায় পড়বেন । সমস্যায় পড়বেন মধ্যবিত্ত মানুষও । মুখ্যমন্ত্রী বলেছেন, বাস ভাড়া বাড়ার পর যার পোষাবে সে চড়বে, যার পোসাবে না সে চড়বে না । শুধু মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একবার বলুন, কৃষকের ফসলের দাম ঠিক করবেন কৃষক । যার পোষাবে সে কিনবে, যার পোষাবে না সে কিনবে না । অসংগঠিত শ্রমিকদের শ্রমের মূল্য ঠিক করবেন শ্রমিকরাই। রাজ্যের বিভিন্ন পৌরসভার অস্থায়ী কর্মীরা নিজেদের শ্রমের মূল্য নিজেরাই ঠিক করবেন । আসলে মুখ্যমন্ত্রী মালিকদের জন্য ভাবেন । শ্রমিকদের জন্য ভাবেন না। মালিকপক্ষের লোক মমতা। " বিধায়কের আশঙ্কা, খাদ্যসচিব, পৌরসচিব, স্বাস্থ্যসচিবের পর এবার পরিবহন সচিবও বদলি হতে পারেন।

কলকাতা, 16 মে : বাসের ভাড়া বাড়ানো নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য । তিনি বলেন, "যেভাবে রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি করা হল, তা দেখে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর শ্রমিকদের জন্য কথা বলবেন না । তিনি মালিকপক্ষের লোক ।" এর পাশাপাশি তাঁর বিস্ফোরক মন্তব্য, "প্রাক্তন পরিবহনমন্ত্রী সুভাষ চক্রবর্তীর মৃত্যুর জন্য সেদিন দায়ি ছিলেন তৃণমূল কংগ্রেস আশ্রিত বাস মালিকরা ।"

লকডাউনের মধ্যেই রাজ্যে চালু হয়েছে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা । তবে জমায়েত না করে, সামাজিক দূরত্ব বাজায় রেখে বাস চালাতে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে । অন্যদিকে, বাসমালিকদের পক্ষ থেকে সরকারি অনুমতি নিয়ে বাড়ানো হয়েছে বাসের ভাড়া । এনিয়ে CPI(M) বিধায়ক বলেন, " দেখা যাচ্ছে রাজ্যের একটি সরকারি বাস 60 জন যাত্রী নিয়ে চলল গন্তব্যে । কোথায় দৈহিক দূরত্ব ! ঘণ্টায় একটিমাত্র বাস দিল পরে, দৈহিক দূরত্ব বজায় রেখে কি বাসযাত্রীদের বাসে ওঠা সম্ভব ? "

প্রাক্তন পরিবহনমন্ত্রী সুভাষ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে এনে তন্ময় ভট্টাচার্য জানান, " সেদিন বাস ভাড়া এক টাকা বাড়াতে চেয়েছিলেন মালিকরা । সুভাষ চক্রবর্তী মালিকদের সেই দাবি মানতে চাননি । সেদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে মালিকদের সঙ্গে সুভাষ চক্রবর্তী বৈঠক করেছিলেন । সুভাষ চক্রবর্তীকে আক্রমণ করেছিলেন বাস মালিকরা । তাঁকে শারীরিকভাবে হেনস্থাও করা হয়েছিল । পরে দেখা গেল তৃণমূল কংগ্রেস আশ্রিত বাস মালিকরা সুভাষ চক্রবর্তীকে শারীরিকভাবে হেনস্থা করেছেন । এমনিতেই ক্যানসারে আক্রান্ত ছিলেন সুভাষ চক্রবর্তী । তার উপর শারীরিক হেনস্থায় ক্রমশ অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি । তাঁকে সেদিন পরোক্ষে খুন করেছিলেন তৃণমূল আশ্রিত বাস মালিকরা ।"


তন্ময় ভট্টাচার্য বলেন, " বেসরকারি বাসের ভাড়া 4 কিলোমিটারে 25 টাকা করা হয়েছে । পর্যায়ক্রমে সেই ভাড়া 5,7,10 টাকা করে বাড়বে । গরিব মানুষ ভয়ঙ্কর সমস্যায় পড়বেন । সমস্যায় পড়বেন মধ্যবিত্ত মানুষও । মুখ্যমন্ত্রী বলেছেন, বাস ভাড়া বাড়ার পর যার পোষাবে সে চড়বে, যার পোসাবে না সে চড়বে না । শুধু মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একবার বলুন, কৃষকের ফসলের দাম ঠিক করবেন কৃষক । যার পোষাবে সে কিনবে, যার পোষাবে না সে কিনবে না । অসংগঠিত শ্রমিকদের শ্রমের মূল্য ঠিক করবেন শ্রমিকরাই। রাজ্যের বিভিন্ন পৌরসভার অস্থায়ী কর্মীরা নিজেদের শ্রমের মূল্য নিজেরাই ঠিক করবেন । আসলে মুখ্যমন্ত্রী মালিকদের জন্য ভাবেন । শ্রমিকদের জন্য ভাবেন না। মালিকপক্ষের লোক মমতা। " বিধায়কের আশঙ্কা, খাদ্যসচিব, পৌরসচিব, স্বাস্থ্যসচিবের পর এবার পরিবহন সচিবও বদলি হতে পারেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.