ETV Bharat / state

Sujan Chakraborty : জনগণের টাকায় দলনেত্রীকে অভিনন্দন জানানোর অধিবেশন কেন ? প্রশ্ন সুজনের

বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে দলনেত্রীকে অভিনন্দন জানানো থেকে শুরু করে স্কুল খোলা, দল প্রসঙ্গে ফিরহাদ হাকিমের মন্তব্য, এই সব প্রসঙ্গে শাসকের সমালেচনায় সরব হলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷

sujan chakraborty
sujan chakraborty
author img

By

Published : Oct 26, 2021, 7:32 AM IST

Updated : Oct 26, 2021, 9:03 AM IST

কলকাতা, 26 অক্টোবর : বিধানসভার অর্থ খরচ করে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য বিশেষ অধিবেশন ডাকায় শাসকদলের সমালোচনা করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । সোমবার সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বলেন, "1 নভেম্বর থেকে বিশেষ অধিবেশন বসবে । শীতকালীন অধিবেশন হওয়ার সময় নয় এটা । কারণ তা আরও পরে হয় । তাহলে এই বিশেষ অধিবেশন কেন ? তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক ।"

এদিন তিনি আরও বলেন, "অধিবেশন ডাকার যে নিয়ম বা পদ্ধতি তা হল 15 দিনের নোটিস দেওয়া ৷ কিন্তু তা দেওয়া হয়নি । বিধানসভায় শাসকদলের বিধায়করা নিজেদের দলনেত্রীকে অভিনন্দন জানাবেন তা ভাল কথা, জানাতেই পারেন, তাতে কোনও অসুবিধা নেই । কিন্তু তার জন্য বিশেষ অধিবেশন কেন ? বিধানসভার টাকায় সরকারি খরচে দলনেত্রীকে অভিনন্দন কেন ? এর পিছনে বিশেষ কারণটি কী ? যিনি নির্দেশ দিয়েছেন এসব করার, তিনি হয়তো কারণটি বলতে পারবেন ৷ শুনলাম রাজ্যপাল নাকি এই অভিনন্দন জানানোর অধিবেশনে থাকবেন । এখন প্রশ্ন হল, জনগণের ট্যাক্সের টাকায় এসব কেন হবে ?"

একাধিক ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী

আরও পড়ুন : Sujan Chakraborty: দুয়ারে রেশন নয়, দুয়ারে এখন বন্যা আর দুর্গতি : সুজন চক্রবর্তী

স্কুল-কলেজ খোলা নিয়েও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হন সুজন ৷ তাঁর কথায়, "16 নভেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । আগে আমাদের রাজ্যের ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা এই বিষয়টি নিয়ে বারবার বলেছিলেন । তাহলে এতদিন কেন খোলা হয়নি ? কোভিডের সংক্রমণ যখন একটু কমল তখনও কেন খোলা হল না ? শিক্ষাঙ্গন ছাড়া অফিস, বাজার, ব্যবসা, উৎসব, সব খুলে গেল, বন্ধ রইল শুধু স্কুল ৷ এখন না খুললে তো উপায় ছিল না । সারা দেশে স্কুল-কলেজ খুলে গিয়েছে । স্কুল খুলবে তাও জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ কেন শিক্ষামন্ত্রক বলে কি এ রাজ্যে কিছু নেই ? অনলাইনে যে লেখাপড়া ভাল হয় না, তা না বোঝার কিছু নেই‌ । সকলে বুঝতে পারছেন । শিক্ষাঙ্গন শেষমেশ খুললেও কোনও মডালিটি ঠিক করা হল না । অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে মডালিটি ঠিক করা প্রয়োজন । এই প্রায় দু'বছর ধরে অনলাইন পড়াশোনার মাধ্যমে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা কীভাবে মেটানো যায়, তার পথ বের করা জরুরি ।"

আরও পড়ুন : CPI(M) : বাংলাদেশের ঘটনার নিন্দা, হাসিনা সরকারকে কড়া ব্যবস্থার আর্জি সিপিআইএমের

কলকাতা, 26 অক্টোবর : বিধানসভার অর্থ খরচ করে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য বিশেষ অধিবেশন ডাকায় শাসকদলের সমালোচনা করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । সোমবার সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বলেন, "1 নভেম্বর থেকে বিশেষ অধিবেশন বসবে । শীতকালীন অধিবেশন হওয়ার সময় নয় এটা । কারণ তা আরও পরে হয় । তাহলে এই বিশেষ অধিবেশন কেন ? তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক ।"

এদিন তিনি আরও বলেন, "অধিবেশন ডাকার যে নিয়ম বা পদ্ধতি তা হল 15 দিনের নোটিস দেওয়া ৷ কিন্তু তা দেওয়া হয়নি । বিধানসভায় শাসকদলের বিধায়করা নিজেদের দলনেত্রীকে অভিনন্দন জানাবেন তা ভাল কথা, জানাতেই পারেন, তাতে কোনও অসুবিধা নেই । কিন্তু তার জন্য বিশেষ অধিবেশন কেন ? বিধানসভার টাকায় সরকারি খরচে দলনেত্রীকে অভিনন্দন কেন ? এর পিছনে বিশেষ কারণটি কী ? যিনি নির্দেশ দিয়েছেন এসব করার, তিনি হয়তো কারণটি বলতে পারবেন ৷ শুনলাম রাজ্যপাল নাকি এই অভিনন্দন জানানোর অধিবেশনে থাকবেন । এখন প্রশ্ন হল, জনগণের ট্যাক্সের টাকায় এসব কেন হবে ?"

একাধিক ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী

আরও পড়ুন : Sujan Chakraborty: দুয়ারে রেশন নয়, দুয়ারে এখন বন্যা আর দুর্গতি : সুজন চক্রবর্তী

স্কুল-কলেজ খোলা নিয়েও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হন সুজন ৷ তাঁর কথায়, "16 নভেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । আগে আমাদের রাজ্যের ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা এই বিষয়টি নিয়ে বারবার বলেছিলেন । তাহলে এতদিন কেন খোলা হয়নি ? কোভিডের সংক্রমণ যখন একটু কমল তখনও কেন খোলা হল না ? শিক্ষাঙ্গন ছাড়া অফিস, বাজার, ব্যবসা, উৎসব, সব খুলে গেল, বন্ধ রইল শুধু স্কুল ৷ এখন না খুললে তো উপায় ছিল না । সারা দেশে স্কুল-কলেজ খুলে গিয়েছে । স্কুল খুলবে তাও জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ কেন শিক্ষামন্ত্রক বলে কি এ রাজ্যে কিছু নেই ? অনলাইনে যে লেখাপড়া ভাল হয় না, তা না বোঝার কিছু নেই‌ । সকলে বুঝতে পারছেন । শিক্ষাঙ্গন শেষমেশ খুললেও কোনও মডালিটি ঠিক করা হল না । অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে মডালিটি ঠিক করা প্রয়োজন । এই প্রায় দু'বছর ধরে অনলাইন পড়াশোনার মাধ্যমে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা কীভাবে মেটানো যায়, তার পথ বের করা জরুরি ।"

আরও পড়ুন : CPI(M) : বাংলাদেশের ঘটনার নিন্দা, হাসিনা সরকারকে কড়া ব্যবস্থার আর্জি সিপিআইএমের

Last Updated : Oct 26, 2021, 9:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.