ETV Bharat / state

CPIM: বাংলা-ত্রিপুরায় সংগঠনের হাল ফেরাতে আলোচনা সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে - বিজেপি

গত তিনদিন দিল্লিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছে (CPIM Central Committee) । সেখানে বাংলা ও ত্রিপুরার সংগঠনের হাল ফেরানো নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে ৷

cpim-discuss-about-west-bengal-and-tripura-organisational-strength-on-central-committee-meeting
CPIM: বাংলা-ত্রিপুরায় সংগঠনের হাল ফেরাতে আলোচনা সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে
author img

By

Published : Nov 1, 2022, 8:20 PM IST

কলকাতা, 1 নভেম্বর: আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে দিল্লিতে দেশের সমস্ত কৃষক ও শ্রমিকদের নিয়ে বড় কর্মসূচির পরিকল্পনা নিল সিপিএম (CPIM) । গত তিনদিন দিল্লিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির (CPIM Central Committee) বৈঠক হয় । সেই বৈঠকেই আগামীর পরিকল্পনা-সহ পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মতো রাজ্যে কীভাবে সিপিএমের হাল ফেরানো যায়, তার প্রাথমিক পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে । ক্ষমতাচ্যূত দুই রাজ্যের সিপিএম তথা বামেদের বর্তমান অবস্থান কী রয়েছে, তারও তথ্য তুলে ধরা হয় । তিনদিনের দীর্ঘ আলোচনায় একাধিক খামতি ও খামতি পূরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । ঠিক তেমনই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরোয়া না করে কেন্দ্রীয় সরকার নানারকম কাজ করে চলেছে বলেও অভিযোগ তোলা হয় ।

সূত্রের খবর, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) বলেছেন, ‘‘আরএসএস (RSS) - বিজেপির (BJP) মনোভাব দেশের গণতন্ত্র সংবিধান ধর্মনিরপেক্ষতা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী । তাই কেন্দ্রের বিজেপি সরকারকে অপসারণ করাই এখন একমাত্র লক্ষ্য সেক্ষেত্রে সমস্ত বিজেপি বিরোধী ঐক্যকে এক ছাতার তলায় নিয়ে এসে ঐক্যবদ্ধভাবে দীর্ঘ লড়াই আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা উচিত ৷ সেই লক্ষ্যেই সিপিএম তথা বামপন্থীরা এগিয়ে আসবে ৷’’ সেই ঐক্য গঠনে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করবেন ইয়েচুরি নিজেই ।

এদিকে বাংলা এবং ত্রিপুরায় ক্ষমতাচ্যুত হওয়ার পর গত কয়েক বছরে নির্বাচনী বিপর্যয়ের কারণে কর্মীদের মনোবলে ধাক্কা লেগেছে । কিন্তু তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে দুই রাজ্যের শীর্ষ নেতৃত্ব রিপোর্ট পেশ করে জানিয়েছে যে বাংলায় নিয়োগ দুর্নীতি এবং ত্রিপুরায় বিজেপির অপশনের ফের সাধারণ মানুষ থেকে কর্মীরাও সিপিএমের নানা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন ।

এই রিপোর্টের ভিত্তিতে বাংলা ত্রিপুরায় জমি উদ্ধারের চর্চা শুরু হয়েছে সিপিএমের অন্দরে । প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে কর্মী সমর্থকদের আবার দলে আন্দোলনে অংশগ্রহণ করানোর পাশাপাশি আসন্ন নির্বাচনগুলিতে কীভাবে তাদের কাজে লাগানো যায় এবং ধারাবাহিক আন্দোলনকে আরও তীব্রতর করে বুথস্তরে সংগঠন সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেই খবর ।

আরও পড়ুন: চাকরির দাবিতে সংসদ অভিযান বাম ছাত্র যুবদের, প্রধান বক্তা ইয়েচুরি

কলকাতা, 1 নভেম্বর: আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে দিল্লিতে দেশের সমস্ত কৃষক ও শ্রমিকদের নিয়ে বড় কর্মসূচির পরিকল্পনা নিল সিপিএম (CPIM) । গত তিনদিন দিল্লিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির (CPIM Central Committee) বৈঠক হয় । সেই বৈঠকেই আগামীর পরিকল্পনা-সহ পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মতো রাজ্যে কীভাবে সিপিএমের হাল ফেরানো যায়, তার প্রাথমিক পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে । ক্ষমতাচ্যূত দুই রাজ্যের সিপিএম তথা বামেদের বর্তমান অবস্থান কী রয়েছে, তারও তথ্য তুলে ধরা হয় । তিনদিনের দীর্ঘ আলোচনায় একাধিক খামতি ও খামতি পূরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । ঠিক তেমনই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরোয়া না করে কেন্দ্রীয় সরকার নানারকম কাজ করে চলেছে বলেও অভিযোগ তোলা হয় ।

সূত্রের খবর, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) বলেছেন, ‘‘আরএসএস (RSS) - বিজেপির (BJP) মনোভাব দেশের গণতন্ত্র সংবিধান ধর্মনিরপেক্ষতা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী । তাই কেন্দ্রের বিজেপি সরকারকে অপসারণ করাই এখন একমাত্র লক্ষ্য সেক্ষেত্রে সমস্ত বিজেপি বিরোধী ঐক্যকে এক ছাতার তলায় নিয়ে এসে ঐক্যবদ্ধভাবে দীর্ঘ লড়াই আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা উচিত ৷ সেই লক্ষ্যেই সিপিএম তথা বামপন্থীরা এগিয়ে আসবে ৷’’ সেই ঐক্য গঠনে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করবেন ইয়েচুরি নিজেই ।

এদিকে বাংলা এবং ত্রিপুরায় ক্ষমতাচ্যুত হওয়ার পর গত কয়েক বছরে নির্বাচনী বিপর্যয়ের কারণে কর্মীদের মনোবলে ধাক্কা লেগেছে । কিন্তু তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে দুই রাজ্যের শীর্ষ নেতৃত্ব রিপোর্ট পেশ করে জানিয়েছে যে বাংলায় নিয়োগ দুর্নীতি এবং ত্রিপুরায় বিজেপির অপশনের ফের সাধারণ মানুষ থেকে কর্মীরাও সিপিএমের নানা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন ।

এই রিপোর্টের ভিত্তিতে বাংলা ত্রিপুরায় জমি উদ্ধারের চর্চা শুরু হয়েছে সিপিএমের অন্দরে । প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে কর্মী সমর্থকদের আবার দলে আন্দোলনে অংশগ্রহণ করানোর পাশাপাশি আসন্ন নির্বাচনগুলিতে কীভাবে তাদের কাজে লাগানো যায় এবং ধারাবাহিক আন্দোলনকে আরও তীব্রতর করে বুথস্তরে সংগঠন সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেই খবর ।

আরও পড়ুন: চাকরির দাবিতে সংসদ অভিযান বাম ছাত্র যুবদের, প্রধান বক্তা ইয়েচুরি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.