ETV Bharat / state

ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদন জানিয়ে চিঠি বাম-কংগ্রেসের

বর্তমানে সঠিকভাবে কোরোনা পরীক্ষা হচ্ছে না রাজ্যে । অভিযোগ বিরোধীদের । মুখ্যমন্ত্রীর সঙ্গে কোরোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে চান বিরোধী দলের নেতারা । আবেদন জানিয়ে চিঠি দেওয়া হল মুখ্য়মন্ত্রীকে ।

author img

By

Published : Apr 15, 2020, 3:27 PM IST

opponent
বিরোধী

কলকাতা, 15 এপ্রিল : রাজ্যে কোরোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়ে ফের চিঠি দেওয়া হল বাম ও কংগ্রেসের পক্ষ থেকে । এই মুহূর্তে রাজ্য সরকার আসল তথ্য গোপন করছে, এই অভিযোগ একাধিকবার করেছেন বাম ও কংগ্রেস নেতৃত্ব । এর আগে একবার মুখ্যমন্ত্রী বিরোধীদের সঙ্গে কোরোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন । এবার আরও একবার বৈঠক করতে চেয়ে আবেদন করা হয়েছে । বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ও কংগ্রেস নেতা আবদুল মান্নান মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন ।

প্রথম থেকেই বিরোধীদের অভিযোগ, পশ্চিমবঙ্গে কোরোনা সংক্রান্ত পরীক্ষা সঠিকভাবে হচ্ছে না । গরমিল হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে । দেশের বিভিন্ন রাজ্য অতি সক্রিয়তার সঙ্গে কোরোনার পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করলেও, পশ্চিমবঙ্গে তা হচ্ছে না । এছাড়াও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত সরঞ্জাম দেওয়ার দাবি আগে থেকেই ছিল । অনেক সময় কোরোনা আক্রান্তের সংখ্যা গোপন করা হচ্ছে বলেও অভিযোগ । এখনও পর্যন্ত রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা কত এবং মৃত্যুর প্রকৃত সংখ্যা কত সেই বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে বৈঠকে জানতে চাইবে রাজ্যের দুই বিরোধী দল ।

আবদুল মান্নান জানিয়েছেন, রাজ্যে COVID-19-এ তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজ্যের কংগ্রেস পরিষদীয় দল এবং বাম পরিষদীয় দল মুখ্যমন্ত্রীর জরুরি ভিত্তিতে সাক্ষাৎ চায় । যৌথ পরিষদীয় দলের অনধিক ছয়জন প্রতিনিধি উপস্থিত থাকবেন । বিরোধীদের সঙ্গে বৈঠকের গুরুত্ব নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বিবেচনা করবেন বলে তাঁদের আশা । মুখ্যমন্ত্রীর সুবিধামতো, যত দ্রুত সম্ভব বিরোধীরা সময় চাইছেন তাঁর সঙ্গে সাক্ষাৎ করার ।

সুজন চক্রবর্তীর বক্তব্য, "কোরোনা ভাইরাস টেস্ট এই রাজ্যে সঠিকভাবে হচ্ছে না । উপযুক্ত পরীক্ষায় দেখা যেত মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য এবং বাস্তবে আক্রান্তের সংখ্যায় কতটা হেরফের । রাজ্যে প্রচুর মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন । সময় যত যাবে ততই প্রকাশ পাবে কত লোক আক্রান্ত হয়েছেন ।" মুখ্যমন্ত্রী এখন থেকে উপযুক্ত ব্যবস্থা নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে বলে মত তাঁর । তবে অনেক দেরি হয়ে গেছে বলে মনে করছেন আবদুল মান্নান । তাঁর অভিযোগ, সরকারি গাফিলতিতে ক্রমশ ছড়াচ্ছে কোরোনা সংক্রমণ । এখনও লকডাউন মানা হচ্ছে না বেশ কিছু এলাকায় । পুলিশ সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা নিচ্ছে। সেই সঙ্গে ঘরবন্দী মানুষের কাছে পৌঁছাচ্ছে না উপযুক্ত ত্রাণ ।

ত্রাণ বণ্টন নিয়ে দলবাজির অভিযোগ তুলেছে রাজ্যের বিরোধী দলগুলি ।

কলকাতা, 15 এপ্রিল : রাজ্যে কোরোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়ে ফের চিঠি দেওয়া হল বাম ও কংগ্রেসের পক্ষ থেকে । এই মুহূর্তে রাজ্য সরকার আসল তথ্য গোপন করছে, এই অভিযোগ একাধিকবার করেছেন বাম ও কংগ্রেস নেতৃত্ব । এর আগে একবার মুখ্যমন্ত্রী বিরোধীদের সঙ্গে কোরোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন । এবার আরও একবার বৈঠক করতে চেয়ে আবেদন করা হয়েছে । বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ও কংগ্রেস নেতা আবদুল মান্নান মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন ।

প্রথম থেকেই বিরোধীদের অভিযোগ, পশ্চিমবঙ্গে কোরোনা সংক্রান্ত পরীক্ষা সঠিকভাবে হচ্ছে না । গরমিল হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে । দেশের বিভিন্ন রাজ্য অতি সক্রিয়তার সঙ্গে কোরোনার পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করলেও, পশ্চিমবঙ্গে তা হচ্ছে না । এছাড়াও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত সরঞ্জাম দেওয়ার দাবি আগে থেকেই ছিল । অনেক সময় কোরোনা আক্রান্তের সংখ্যা গোপন করা হচ্ছে বলেও অভিযোগ । এখনও পর্যন্ত রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা কত এবং মৃত্যুর প্রকৃত সংখ্যা কত সেই বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে বৈঠকে জানতে চাইবে রাজ্যের দুই বিরোধী দল ।

আবদুল মান্নান জানিয়েছেন, রাজ্যে COVID-19-এ তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজ্যের কংগ্রেস পরিষদীয় দল এবং বাম পরিষদীয় দল মুখ্যমন্ত্রীর জরুরি ভিত্তিতে সাক্ষাৎ চায় । যৌথ পরিষদীয় দলের অনধিক ছয়জন প্রতিনিধি উপস্থিত থাকবেন । বিরোধীদের সঙ্গে বৈঠকের গুরুত্ব নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বিবেচনা করবেন বলে তাঁদের আশা । মুখ্যমন্ত্রীর সুবিধামতো, যত দ্রুত সম্ভব বিরোধীরা সময় চাইছেন তাঁর সঙ্গে সাক্ষাৎ করার ।

সুজন চক্রবর্তীর বক্তব্য, "কোরোনা ভাইরাস টেস্ট এই রাজ্যে সঠিকভাবে হচ্ছে না । উপযুক্ত পরীক্ষায় দেখা যেত মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য এবং বাস্তবে আক্রান্তের সংখ্যায় কতটা হেরফের । রাজ্যে প্রচুর মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন । সময় যত যাবে ততই প্রকাশ পাবে কত লোক আক্রান্ত হয়েছেন ।" মুখ্যমন্ত্রী এখন থেকে উপযুক্ত ব্যবস্থা নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে বলে মত তাঁর । তবে অনেক দেরি হয়ে গেছে বলে মনে করছেন আবদুল মান্নান । তাঁর অভিযোগ, সরকারি গাফিলতিতে ক্রমশ ছড়াচ্ছে কোরোনা সংক্রমণ । এখনও লকডাউন মানা হচ্ছে না বেশ কিছু এলাকায় । পুলিশ সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা নিচ্ছে। সেই সঙ্গে ঘরবন্দী মানুষের কাছে পৌঁছাচ্ছে না উপযুক্ত ত্রাণ ।

ত্রাণ বণ্টন নিয়ে দলবাজির অভিযোগ তুলেছে রাজ্যের বিরোধী দলগুলি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.