কলকাতা, 28 নভেম্বর : সংবিধান দিবসে বিধানসভার বিশেষ অধিবেশনে রাজ্যপালকে কটাক্ষ করতে একটি হিন্দি গানের কলি উল্লেখ করেন মমতা বন্দ্য়োপাধ্যায় । যার জেরে বিতর্ক শুরু হয় রাজ্য রাজনীতিতে । প্রশ্ন উঠতে শুরু করে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে । এবার সেই প্রসঙ্গেই মমতাকে আক্রমণ করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন, "বিধানসভাকে সার্কাস পার্টিতে পরিণত করছে ।"
পদের দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত শুরু । সেই সংঘাত নজরে আসে সংবিধান দিবসের বিশেষ অধিবেশনেও । মঙ্গলবাস সংবিধান দিবস উপলক্ষ্যে আয়োজিত বিধানসভার বিশেষ অধিবেশনে রাজ্যপালকে কটাক্ষ করতে হিন্দি গানের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, ' তু চিজ় বড়ি হ্য়ায় মস্ত' । এরপর থেকেই মুখ্য়মন্ত্রীর সমালোচনা করতে দেখা যায় বিরোধী নেতৃত্বদের । যদিও বিধানসভার কার্যবিবরণী থেকে সেটি বাদ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের কারণে তাঁর সমালোচনা করলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী । গতকাল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "সংবিধান দিবসে হিন্দি চটুল গানের কলি তুলে মুখ্যমন্ত্রী বক্তৃতা দেবে, এটা গোটা রাজ্যের সম্মান নষ্ট করে । এটা বিধানসভা না সার্কাস পার্টি । আগে বিধানসভা ভেঙেছেন । এখন সার্কাস পার্টিতে পরিণত করতে চাইছেন ।"