ETV Bharat / state

সংক্রমণের পাশাপাশি রাজ্যে ফের কোভিড-19-এ মৃত্যু বৃদ্ধির আশঙ্কা - করোনা ভাইরাস

রাজ্যের চিকিৎসকদের বিভিন্ন অংশের তরফে জানানো হয়েছে, যেভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ।

covid deaths increasing in bengal
কোভিড-19-এ মৃত্যু বৃদ্ধিরও আশঙ্কা
author img

By

Published : Apr 8, 2021, 7:06 AM IST

কলকাতা, 8 এপ্রিল : এ রাজ্যে একদিকে যেমন পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, তেমন বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ চিকিৎসকদের বিভিন্ন অংশের আশঙ্কা, মানুষের মধ্যে যদি সচেতনতা বাড়ে তা হলে করোনায় মৃত্যুর হার কমানো সম্ভব হতে পারে ।

বুধবার, গত 24 ঘণ্টায় রাজ্যে কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন দু'হাজার 390 জন ‌। 8 জনের মৃত্যু হয়েছে । স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত এ রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.73 শতাংশ । সুস্থতার হার 96.13 শতাংশ ।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত 6 এপ্রিল এরাজ্যে করোনায় 7 জনের মৃত্যু হয়েছে । গতকাল এ রাজ্যে কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন দু'হাজার 58 জন । গত 1 এপ্রিল এ রাজ্যে কোভিড-19-এ দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 2 জন । গত 2 এপ্রিল এই মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছিল 4 জন। গত 3 এপ্রিল এ রাজ্যে কোভিড-19-এ দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে 5 হলেও, গত 4 এবং 5 এপ্রিল এ রাজ্যে কোভিড-19-এ দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল চার ।

এ রাজ্যের চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, "এইভাবে কোভিড-19-এ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে, কোভিড-19-এ মৃত্যুর সংখ্যাও বাড়বে, সেটাই স্বাভাবিক । দেশে গত এক মাসে কোভিড-19 রোগীর সংখ্যা বেড়েছে 345 শতাংশ আর কোভিড-19-এ মৃত্যুর সংখ্যা বেড়েছে 343 শতাংশ ।"

সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "কোভিড-19-এ আক্রান্তের সংখ্যা বাড়লে মৃত্যুর সংখ্যাও বাড়বে । তবে, মৃত্যুর হার কী হবে, সেটা দেখার বিষয় ।"

আরও পড়ুন : নির্বাচনী প্রচারে শিকেয় স্বাস্থ্যবিধি, উত্তরবঙ্গে বাড়ছে সংক্রমণ

তিনি বলেন, "তবে, আগের তুলনায় এবার কোভিড-19-এ সেভাবে সিভিয়ার অ্যাটাক হতে দেখা যাচ্ছে না । এর ফলে সংক্রমণ বাড়লেও এবার মৃত্যুর হার কম হওয়ার কথা । কিন্তু কোভিড-19-এ আক্রান্তের সংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে সেই জন্য মৃত্যুর সংখ্যা বেশি হবে ।" এর পাশাপাশি চিকিৎসক সজল বিশ্বাস বলেন,"মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে । আক্রান্ত হওয়ার পরে দ্রুত চিকিৎসা শুরু হলে মৃত্যুর সংখ্যা কমানো যেতে পারে ।"

কলকাতা, 8 এপ্রিল : এ রাজ্যে একদিকে যেমন পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, তেমন বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ চিকিৎসকদের বিভিন্ন অংশের আশঙ্কা, মানুষের মধ্যে যদি সচেতনতা বাড়ে তা হলে করোনায় মৃত্যুর হার কমানো সম্ভব হতে পারে ।

বুধবার, গত 24 ঘণ্টায় রাজ্যে কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন দু'হাজার 390 জন ‌। 8 জনের মৃত্যু হয়েছে । স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত এ রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.73 শতাংশ । সুস্থতার হার 96.13 শতাংশ ।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত 6 এপ্রিল এরাজ্যে করোনায় 7 জনের মৃত্যু হয়েছে । গতকাল এ রাজ্যে কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন দু'হাজার 58 জন । গত 1 এপ্রিল এ রাজ্যে কোভিড-19-এ দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 2 জন । গত 2 এপ্রিল এই মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছিল 4 জন। গত 3 এপ্রিল এ রাজ্যে কোভিড-19-এ দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে 5 হলেও, গত 4 এবং 5 এপ্রিল এ রাজ্যে কোভিড-19-এ দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল চার ।

এ রাজ্যের চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, "এইভাবে কোভিড-19-এ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে, কোভিড-19-এ মৃত্যুর সংখ্যাও বাড়বে, সেটাই স্বাভাবিক । দেশে গত এক মাসে কোভিড-19 রোগীর সংখ্যা বেড়েছে 345 শতাংশ আর কোভিড-19-এ মৃত্যুর সংখ্যা বেড়েছে 343 শতাংশ ।"

সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "কোভিড-19-এ আক্রান্তের সংখ্যা বাড়লে মৃত্যুর সংখ্যাও বাড়বে । তবে, মৃত্যুর হার কী হবে, সেটা দেখার বিষয় ।"

আরও পড়ুন : নির্বাচনী প্রচারে শিকেয় স্বাস্থ্যবিধি, উত্তরবঙ্গে বাড়ছে সংক্রমণ

তিনি বলেন, "তবে, আগের তুলনায় এবার কোভিড-19-এ সেভাবে সিভিয়ার অ্যাটাক হতে দেখা যাচ্ছে না । এর ফলে সংক্রমণ বাড়লেও এবার মৃত্যুর হার কম হওয়ার কথা । কিন্তু কোভিড-19-এ আক্রান্তের সংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে সেই জন্য মৃত্যুর সংখ্যা বেশি হবে ।" এর পাশাপাশি চিকিৎসক সজল বিশ্বাস বলেন,"মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে । আক্রান্ত হওয়ার পরে দ্রুত চিকিৎসা শুরু হলে মৃত্যুর সংখ্যা কমানো যেতে পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.