ETV Bharat / state

উত্তর 24 পরগনায় দৈনিক সংক্রমণ 4 হাজার ছুঁই ছুঁই, রাজ্যে আজও 19 হাজারের বেশি - Coronavirus death in North 24 Parganas

শেষ 24 ঘণ্টায় কলকাতায় 3 হাজার 966 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 24 জনের ৷ উত্তর 24 পরগনার পরিস্থিতি আরও ভয়াবহ ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় 3 হাজার 997 জন করোনায় আক্রান্ত এবং মৃত্যু হয়েছে 34 জনের ৷

COVID 19 West Bengal
ছবি
author img

By

Published : May 9, 2021, 8:15 PM IST

কলকাতা, 9 মে : ক্রমেই ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ ৷ শেষ 24 ঘণ্টার রাজ্যে 19 হাজার 441 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী দৈনিক মৃত্যু আজ 124 ৷ রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 1 লাখ 26 হাজার 27 ৷

জেলাগুলির মধ্যে সবথেকে বেশি সংক্রমণ দুই জেলায় ৷ কলকাতা ও উত্তর 24 পরগনা ৷ এই দুই জেলাতে যেভাবে করোনার সংক্রমণ বেলাগামভাবে বাড়ছে, তা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের ৷

শেষ 24 ঘণ্টায় কলকাতায় 3 হাজার 966 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 24 জনের ৷ উত্তর 24 পরগনার পরিস্থিতি আরও ভয়াবহ ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় 3 হাজার 997 জন করোনায় আক্রান্ত এবং মৃত্যু হয়েছে 34 জনের ৷

রাজ্যে এখনও পর্যন্ত 8 লাখ 54 হাজার 805 জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৷ শেষ 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 18 হাজার 454 জন ৷

কলকাতা, 9 মে : ক্রমেই ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ ৷ শেষ 24 ঘণ্টার রাজ্যে 19 হাজার 441 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী দৈনিক মৃত্যু আজ 124 ৷ রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 1 লাখ 26 হাজার 27 ৷

জেলাগুলির মধ্যে সবথেকে বেশি সংক্রমণ দুই জেলায় ৷ কলকাতা ও উত্তর 24 পরগনা ৷ এই দুই জেলাতে যেভাবে করোনার সংক্রমণ বেলাগামভাবে বাড়ছে, তা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের ৷

শেষ 24 ঘণ্টায় কলকাতায় 3 হাজার 966 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 24 জনের ৷ উত্তর 24 পরগনার পরিস্থিতি আরও ভয়াবহ ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় 3 হাজার 997 জন করোনায় আক্রান্ত এবং মৃত্যু হয়েছে 34 জনের ৷

রাজ্যে এখনও পর্যন্ত 8 লাখ 54 হাজার 805 জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৷ শেষ 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 18 হাজার 454 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.