ETV Bharat / state

ফ্ল্যাট প্রতারণা-কাণ্ডে আদালতে হাজিরার নির্দেশ নুসরত জাহানকে

Nusrat Jahan: ফ্ল্যাট প্রতারণা-কাণ্ডে অভিযুক্ত বসিরহাটের সাংসদ নুসরত জাহান ৷ সেই সংক্রান্ত তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে আলিপুর জজ কোর্ট ৷ মঙ্গলবার আদালত এই নির্দেশ দিয়েছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 3:04 PM IST

Nusrat Jahan
Nusrat Jahan

কলকাতা, 16 জানুয়ারি: ফ্ল্যাট প্রতারণা-কাণ্ডে আদালতে ধাক্কা খেলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান ৷ মঙ্গলবার আলিপুর জজ কোর্ট এই সংক্রান্ত মামলায় তাঁকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ বসিরহাটের সাংসদকে আদালতে হাজিরা দেওয়ার জন্য আগেই নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত ৷ তার পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে জজ কোর্টে আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেসের এই জনপ্রতিনিধি ৷

কিন্তু জজ কোর্ট মঙ্গলবার তাঁর আবেদন খারিজ করে দিল ৷ বিচারক জানিয়েছেন, নিম্ন আদালতের নির্দেশে কোনও ভুল নেই । তাই আদালতে হাজিরা দিতেই হবে নুসরতকে ৷ এই মামলায় যাঁরা নিজেদের প্রতারিত বলে দাবি করেছেন, তাঁদের পক্ষে মঙ্গলবার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, জজ কোর্টের এই নির্দেশ বহাল রাখার বিষয়টি আলিপুর আদালতে উত্থাপন করা হবে ।

উল্লেখ্য, 2014-15 সালে 400 জনের বেশি প্রবীণ নাগরিকের থেকে সাড়ে পাঁচ লক্ষ করে টাকা নিয়েছিল একটি সংস্থা । কিন্তু ওই প্রবীণ নাগরিকদের ফ্ল্যাট দেওয়া হয়নি ৷ এমনকী টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন নুসরত ৷ তিনি যখন ডিরেক্টর ছিলেন, সেই সময়ই এই ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ ফলে পুরো প্রতারণা-কাণ্ডে নাম জড়িয়ে যায় এই অভিনেত্রীর ৷

এই নিয়ে ওই প্রবীণ নাগরিকদের তরফে সরাসরি অভিযোগ জানানো হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে ৷ এই বিষয়ে ওই প্রবীণ নাগরিকদের সাহায্য করেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ৷ ফলে পুরো বিষয়টি রাজনৈতিক হয়ে যায় ৷ বিজেপির তরফে তোপ দাগা হয় নুসরত ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷

সেই পরিস্থিতিতে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করেন নুসরত ৷ তাঁকে সেদিন একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় ৷ ওই সংস্থা থেকে কয়েক কোটি ঋণ নিয়েছিলেন বলে দাবি করেন নুসরত ৷ পরে তিনি তা শোধ করে দেন বলেও জানান ৷ কিন্তু তাঁকে প্রশ্ন করা হয় যে ব্যাংক থাকতে তিনি কেন এমন একটি সংস্থার কাছ থেকে ঋণ নিলেন ? সেই প্রশ্নের সদুত্তর তিনি দিতে পারেননি ৷ বরং মাঝপথে সাংবাদিক বৈঠক ছেড়েই চলে যান ৷

এর পর এই প্রতারণা-কাণ্ড নিয়ে নড়েচড়ে বসে কলকাতা পুলিশ । গড়িয়াহাট থানায় একটি অভিযোগ দায়ের হয় ৷ পুলিশও এই নিয়ে তদন্ত শুরু করে ৷

আরও পড়ুন:

  1. কোনও প্রতারণার সঙ্গে জড়িত নই, ফ্ল্যাট দুর্নীতি প্রসঙ্গে সাফাই নুসরতের
  2. কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি! সল্টলেকে ইডি দফতরে পৌঁছলেন সাংসদ নুসরত জাহান
  3. ফ্ল্যাট দেওয়ার নাম করে 28 কোটি আত্মসাৎ, প্রতারণার অভিযোগে নয়া বিতর্কে নুসরত

কলকাতা, 16 জানুয়ারি: ফ্ল্যাট প্রতারণা-কাণ্ডে আদালতে ধাক্কা খেলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান ৷ মঙ্গলবার আলিপুর জজ কোর্ট এই সংক্রান্ত মামলায় তাঁকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ বসিরহাটের সাংসদকে আদালতে হাজিরা দেওয়ার জন্য আগেই নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত ৷ তার পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে জজ কোর্টে আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেসের এই জনপ্রতিনিধি ৷

কিন্তু জজ কোর্ট মঙ্গলবার তাঁর আবেদন খারিজ করে দিল ৷ বিচারক জানিয়েছেন, নিম্ন আদালতের নির্দেশে কোনও ভুল নেই । তাই আদালতে হাজিরা দিতেই হবে নুসরতকে ৷ এই মামলায় যাঁরা নিজেদের প্রতারিত বলে দাবি করেছেন, তাঁদের পক্ষে মঙ্গলবার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, জজ কোর্টের এই নির্দেশ বহাল রাখার বিষয়টি আলিপুর আদালতে উত্থাপন করা হবে ।

উল্লেখ্য, 2014-15 সালে 400 জনের বেশি প্রবীণ নাগরিকের থেকে সাড়ে পাঁচ লক্ষ করে টাকা নিয়েছিল একটি সংস্থা । কিন্তু ওই প্রবীণ নাগরিকদের ফ্ল্যাট দেওয়া হয়নি ৷ এমনকী টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন নুসরত ৷ তিনি যখন ডিরেক্টর ছিলেন, সেই সময়ই এই ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ ফলে পুরো প্রতারণা-কাণ্ডে নাম জড়িয়ে যায় এই অভিনেত্রীর ৷

এই নিয়ে ওই প্রবীণ নাগরিকদের তরফে সরাসরি অভিযোগ জানানো হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে ৷ এই বিষয়ে ওই প্রবীণ নাগরিকদের সাহায্য করেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ৷ ফলে পুরো বিষয়টি রাজনৈতিক হয়ে যায় ৷ বিজেপির তরফে তোপ দাগা হয় নুসরত ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷

সেই পরিস্থিতিতে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করেন নুসরত ৷ তাঁকে সেদিন একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় ৷ ওই সংস্থা থেকে কয়েক কোটি ঋণ নিয়েছিলেন বলে দাবি করেন নুসরত ৷ পরে তিনি তা শোধ করে দেন বলেও জানান ৷ কিন্তু তাঁকে প্রশ্ন করা হয় যে ব্যাংক থাকতে তিনি কেন এমন একটি সংস্থার কাছ থেকে ঋণ নিলেন ? সেই প্রশ্নের সদুত্তর তিনি দিতে পারেননি ৷ বরং মাঝপথে সাংবাদিক বৈঠক ছেড়েই চলে যান ৷

এর পর এই প্রতারণা-কাণ্ড নিয়ে নড়েচড়ে বসে কলকাতা পুলিশ । গড়িয়াহাট থানায় একটি অভিযোগ দায়ের হয় ৷ পুলিশও এই নিয়ে তদন্ত শুরু করে ৷

আরও পড়ুন:

  1. কোনও প্রতারণার সঙ্গে জড়িত নই, ফ্ল্যাট দুর্নীতি প্রসঙ্গে সাফাই নুসরতের
  2. কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি! সল্টলেকে ইডি দফতরে পৌঁছলেন সাংসদ নুসরত জাহান
  3. ফ্ল্যাট দেওয়ার নাম করে 28 কোটি আত্মসাৎ, প্রতারণার অভিযোগে নয়া বিতর্কে নুসরত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.