ETV Bharat / state

কোরোনার জেরে 15 এপ্রিল পর্যন্ত স্থগিত উচ্চমাধ্যমিক - hs postponed due to corona transmission

ছবি
ছবি
author img

By

Published : Mar 21, 2020, 1:47 PM IST

Updated : Mar 21, 2020, 2:45 PM IST

13:42 March 21

12 মার্চ শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা । পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল 27 মার্চ । কিন্তু আপাতত স্থগিত ২৩, ২৫ ও ২৭ তারিখের পরীক্ষা ।

কলকাতা, 21 মার্চ :  কোরোনার জেরে 15 এপ্রিল পর্যন্ত স্থগিত উচ্চমাধ্যমিক পরীক্ষা । আজ একথা জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । আপাতত বাতিল করা হয়েছে ২৩, ২৫ ও ২৭ তারিখের পরীক্ষা । 15 এপ্রিলের পর আবার নতুন সূচি তৈরি করে বাকি পরীক্ষাগুলির তারিখ জানিয়ে দেওয়া হবে, খবর সংসদ সূত্রে ।

ইতিমধ্যেই কোরোনা সংক্রমণের সচেতনতায় 15 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । রাজ্যের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শুধু সূচি অনুযায়ী চলবে বোর্ডের পরীক্ষাগুলি । কিন্তু ইতিমধ্যেই রাজ্যে তিনজন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে । যার মধ্যে আজ সকালেই হাবড়ার এক বাসিন্দার শরীরে COVID 19 -এর সন্ধান মিলেছে । বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।

12 মার্চ শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা । পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল 27 মার্চ । কিন্তু আপাতত স্থগিত ২৩, ২৫ ও ২৭ তারিখের পরীক্ষা । ২৩ মার্চ পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা ছিল । ২৫ মার্চ  রসায়ন, অর্থনীতি, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন ও ভাষা (সংস্কৃত, পার্সি, আরবি এবং ফরাসি) বিষয়ে পরীক্ষা ছিল । 27 মার্চ স্ট্যাটিসটিকস, ভূগোল,হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা হওয়ার কথা ছিল । আপাতত স্থগিত সমস্ত পরীক্ষা ।

উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে চলছিল একাদশ শ্রেণির পরীক্ষাও । শোনা যাচ্ছে, স্থগিত হতে পারে সেই পরীক্ষাও । 

13:42 March 21

12 মার্চ শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা । পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল 27 মার্চ । কিন্তু আপাতত স্থগিত ২৩, ২৫ ও ২৭ তারিখের পরীক্ষা ।

কলকাতা, 21 মার্চ :  কোরোনার জেরে 15 এপ্রিল পর্যন্ত স্থগিত উচ্চমাধ্যমিক পরীক্ষা । আজ একথা জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । আপাতত বাতিল করা হয়েছে ২৩, ২৫ ও ২৭ তারিখের পরীক্ষা । 15 এপ্রিলের পর আবার নতুন সূচি তৈরি করে বাকি পরীক্ষাগুলির তারিখ জানিয়ে দেওয়া হবে, খবর সংসদ সূত্রে ।

ইতিমধ্যেই কোরোনা সংক্রমণের সচেতনতায় 15 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । রাজ্যের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শুধু সূচি অনুযায়ী চলবে বোর্ডের পরীক্ষাগুলি । কিন্তু ইতিমধ্যেই রাজ্যে তিনজন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে । যার মধ্যে আজ সকালেই হাবড়ার এক বাসিন্দার শরীরে COVID 19 -এর সন্ধান মিলেছে । বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।

12 মার্চ শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা । পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল 27 মার্চ । কিন্তু আপাতত স্থগিত ২৩, ২৫ ও ২৭ তারিখের পরীক্ষা । ২৩ মার্চ পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা ছিল । ২৫ মার্চ  রসায়ন, অর্থনীতি, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন ও ভাষা (সংস্কৃত, পার্সি, আরবি এবং ফরাসি) বিষয়ে পরীক্ষা ছিল । 27 মার্চ স্ট্যাটিসটিকস, ভূগোল,হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা হওয়ার কথা ছিল । আপাতত স্থগিত সমস্ত পরীক্ষা ।

উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে চলছিল একাদশ শ্রেণির পরীক্ষাও । শোনা যাচ্ছে, স্থগিত হতে পারে সেই পরীক্ষাও । 

Last Updated : Mar 21, 2020, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.