ETV Bharat / state

আরও 2 কোরোনা আক্রান্তকে আনা হচ্ছে কলকাতায় - Kolkata

এগরা থেকে দুই কোরোনা আক্রান্তকে কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ৷ শুক্রবার সন্ধ্যার পর এরাজ‍্যে পাঁচজনের শরীরে COVID-19 পজ়িটিভ পাওয়া যায় । নদিয়ার তেহট্ট সাব ডিভিশন হাসপাতালে এই পাঁচজন ভরতি ছিলেন । গতকাল তাঁদের নিয়ে আসা হয় ID&BG হাসপাতালে ।

আরও 2 কোরোনা আক্রান্তকে আনা হচ্ছে কলকাতায়
আরও 2 কোরোনা আক্রান্তকে আনা হচ্ছে কলকাতায়
author img

By

Published : Mar 29, 2020, 4:04 PM IST

কলকাতা, 29 মার্চ : তেহট্টের পর এবার এগরা ৷ ফের জেলা হাসপাতাল থেকে কোরোনা আক্রান্তদের নিয়ে আসা হচ্ছে কলকাতায় ৷ আজ এগরা থেকে দুই কোরোনা আক্রান্তকে কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ৷

গতকাল এই দু'জনের রিপোর্টে জানা যায়, তাঁরা কোরোনা আক্রান্ত ৷ তাঁদের একজনের বয়স 76 বছর ও অন্যজনের বয়স 56 ৷ দক্ষিণ কলকাতার 66 বছর বয়সি এক ব্যক্তি COVID-19-এ আক্রান্ত হয়েছেন । এই ব্যক্তির চিকিৎসা চলছে পঞ্চসায়রে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে । গতকাল 56 এবং 76 বছ‍র বয়সি যে দু'জনের খোঁজ পাওয়া গিয়েছে, তাঁদের একজন দক্ষিণ কলকাতার আক্রান্ত ওই ব্যক্তির স্ত্রী এবং অন্যজন পিসি ।

পরিবারের সদস্যদের সঙ্গে ওই ব্যক্তি 12 মার্চ এগরায় আত্মীয়র বাড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন । তারপর নয় দিনের জ্বর নিয়ে 23 মার্চ কলকাতার বেসরকারি ওই হাসপাতালে ভরতি হন । 25 মার্চ রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায়, তিনি COVID-19-এ আক্রান্ত । গতকাল যে দুই মহিলার শরীরে COVID-19 পজ়িটিভ ধরা পড়ে, তাঁদের আজ ID&BG হাসপাতালে নিয়ে আসা হয় । ওই ব্যক্তির সংক্রমণ ধরা পড়ার পরই এই দু'জনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করানো হয়েছিল ।

শুক্রবার সন্ধ্যার পর এ রাজ‍্যে পাঁচজনের শরীরে COVID-19 পজ়িটিভ পাওয়া যায় । এই পাঁচজনের মধ্যে রয়েছে নয় মাসের এক শিশুকন্যা, ছয় বছরের এক শিশুকন্যা, 11 বছরের এক নাবালক, 27 বছরের এক যুবতি এবং 45 বছরের এক মহিলা । এই পাঁচ জন দিল্লির এক COVID-19 আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন । দিল্লির ওই আক্রান্ত 16 মার্চ লন্ডন থেকে ফিরেছিলেন বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । নদিয়ার তেহট্ট সাব ডিভিশন হাসপাতালে এই পাঁচজন ভরতি ছিলেন । গতকাল তাঁদের নিয়ে আসা হয় ID&BG হাসপাতালে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, নয় মাস এবং ছয় বছর বয়সি এই দুই শিশুকন্যার মা ওই 27 বছর বয়সি যুবতি । অন্যদিকে, 10 বছর বয়সি এই বালকের মা 47 বছর বয়সি কোরোনা আক্রান্ত মহিলা ৷

কলকাতা, 29 মার্চ : তেহট্টের পর এবার এগরা ৷ ফের জেলা হাসপাতাল থেকে কোরোনা আক্রান্তদের নিয়ে আসা হচ্ছে কলকাতায় ৷ আজ এগরা থেকে দুই কোরোনা আক্রান্তকে কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ৷

গতকাল এই দু'জনের রিপোর্টে জানা যায়, তাঁরা কোরোনা আক্রান্ত ৷ তাঁদের একজনের বয়স 76 বছর ও অন্যজনের বয়স 56 ৷ দক্ষিণ কলকাতার 66 বছর বয়সি এক ব্যক্তি COVID-19-এ আক্রান্ত হয়েছেন । এই ব্যক্তির চিকিৎসা চলছে পঞ্চসায়রে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে । গতকাল 56 এবং 76 বছ‍র বয়সি যে দু'জনের খোঁজ পাওয়া গিয়েছে, তাঁদের একজন দক্ষিণ কলকাতার আক্রান্ত ওই ব্যক্তির স্ত্রী এবং অন্যজন পিসি ।

পরিবারের সদস্যদের সঙ্গে ওই ব্যক্তি 12 মার্চ এগরায় আত্মীয়র বাড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন । তারপর নয় দিনের জ্বর নিয়ে 23 মার্চ কলকাতার বেসরকারি ওই হাসপাতালে ভরতি হন । 25 মার্চ রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায়, তিনি COVID-19-এ আক্রান্ত । গতকাল যে দুই মহিলার শরীরে COVID-19 পজ়িটিভ ধরা পড়ে, তাঁদের আজ ID&BG হাসপাতালে নিয়ে আসা হয় । ওই ব্যক্তির সংক্রমণ ধরা পড়ার পরই এই দু'জনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করানো হয়েছিল ।

শুক্রবার সন্ধ্যার পর এ রাজ‍্যে পাঁচজনের শরীরে COVID-19 পজ়িটিভ পাওয়া যায় । এই পাঁচজনের মধ্যে রয়েছে নয় মাসের এক শিশুকন্যা, ছয় বছরের এক শিশুকন্যা, 11 বছরের এক নাবালক, 27 বছরের এক যুবতি এবং 45 বছরের এক মহিলা । এই পাঁচ জন দিল্লির এক COVID-19 আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন । দিল্লির ওই আক্রান্ত 16 মার্চ লন্ডন থেকে ফিরেছিলেন বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । নদিয়ার তেহট্ট সাব ডিভিশন হাসপাতালে এই পাঁচজন ভরতি ছিলেন । গতকাল তাঁদের নিয়ে আসা হয় ID&BG হাসপাতালে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, নয় মাস এবং ছয় বছর বয়সি এই দুই শিশুকন্যার মা ওই 27 বছর বয়সি যুবতি । অন্যদিকে, 10 বছর বয়সি এই বালকের মা 47 বছর বয়সি কোরোনা আক্রান্ত মহিলা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.