ETV Bharat / state

রাজ্যে বাড়ছে কোরোনা সংক্রমণ, কলকাতা মেডিকেলে প্রস্তুত আরও বেড

রাজ্যে দিন দিন বাড়ছে কোরোনার সংক্রমণ৷ এই পরিস্থিতিতে COVID-19 আক্রান্তদের চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও 75টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

kmch
কলকাতা
author img

By

Published : Jun 3, 2020, 2:12 AM IST

কলকাতা, 3 জুন : গত 24 ঘণ্টায় প্রায় 400 জন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গেছে রাজ্যে। এখনও পর্যন্ত এটাই একদিনে এরাজ‍্যে সর্বাধিক COVID-19 সংক্রমণের রেকর্ড। এদিকে পরিস্থিতির সামাল দিতে COVID-19 আক্রান্তদের জন্য কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও 75টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি আরও 80টি বেড প্রস্তুত করার ভাবনা-চিন্তা চলছে। এই 80টি বেডে মহিলা COVID-19 আক্রান্তদের চিকিৎসা হবে।

COVID-19-এর সংক্রমণ বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা আগে থেকে বার বার বলছেন, এদেশে COVID-19 সংক্রমণের এখন পিক টাইম‌। যার জেরে, এই রাজ্যেও বেড়ে চলেছে সংক্রমণ। COVID-19 সংক্রান্ত স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে মঙ্গলবার জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় এরাজ্যে আরও 396 জন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এদিকে, একদিনে প্রায় 400 COVID-19 আক্রান্তের খোঁজ এরাজ্যে এই প্রথম পাওয়া গেল। ফলে, এরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 6,168। গত 24 ঘণ্টায় এরাজ্যে COVID-19-এ আরও 10 জনের মৃত্যু হয়েছে। এনিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 263। যদিও, COVID-19-এ আক্রান্ত অন্য আরও 72 জনের মৃত্যু হয়েছে এরাজ্যে‌। তবে, এই 72 জনের মৃত্যুর কারণ COVID-19 নয় বলে রাজ্য সরকার জানিয়েছে।

এরাজ্যে সব থেকে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কলকাতায়। গত 24 ঘণ্টায় কলকাতায় 116 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। যার জেরে, কলকাতায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,295। গত 24 ঘণ্টায় কলকাতায় কোরোনায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে কলকাতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 170। অন্যদিকে, COVID-19-এ আক্রান্ত এ রাজ‍্যের মৃত ওই 72 জনের মধ্যে 52 জন কলকাতার। COVID-19-এ আক্রান্তের নিরিখে কলকাতার পড়ে রয়েছে হাওড়া, উত্তর 24 পরগনা এবং হুগলি। COVID-19 রোগীদের চিকিৎসার জন্য এরাজ্যের বিভিন্ন প্রান্তের 69টি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 16টি সরকারি হাসপাতাল। এই হাসপাতালগুলির মধ্যে সর্বোচ্চ স্তর অর্থাৎ টারশিয়ারি লেভেলের হাসপাতাল হিসাবে রয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এখানকার সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে COVID-19 রোগীদের চিকিৎসা চলছে। এই বিল্ডিংয়ে 240টি বেড রয়েছে। এই হাসপাতালে COVID-19-এ আক্রান্ত প্রসূতিদের চিকিৎসা চলছে এখানকার গাইনি বিভাগে। টারশিয়ারি হাসপাতাল হওয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতালে COVID-19 রোগীদের চাপও বাড়ছে‌। যার জেরে আরও বেডের প্রয়োজন দেখা দিচ্ছে। যদিও, এই মেডিকেল কলেজ ও হাসপাতালে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজন অনুযায়ী বেডের ব্যবস্থা করা হবে বলে আগেই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

এই পরিস্থিতির মধ্যে COVID-19 এর জন্য আরও বেড প্রস্তুত রাখলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এই বিষয়ে এখানকার মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) ইন্দ্রনীল বিশ্বাস বলেন, "COVID-19 রোগীদের চিকিৎসার জন্য আমাদের CB বিল্ডিংয়ে আরও 75টি বেড প্রস্তুত রাখা হয়েছে। গাইনি বিভাগে যাতে আরও 80টি বেডের ব্যবস্থা করা যায়, তার জন্য ভাবনা চলছে।" ইডেন বিল্ডিংয়ে অবস্থিত এই মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগে 130টির মতো বেড রয়েছে। এর মধ‍্যে 50টি বেড প্রসূতিদের জন্য থাকবে। বাকি 80টি বেডে যাতে মহিলা COVID-19 রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা যায়, তার জন্য চেষ্টা চলছে বলে MSVP জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রতিদিন যেমন এই হাসপাতালে অনেক COVID-19 আক্রান্তকে ভরতি করানো হচ্ছে, তেমনই প্রতিদিন সুস্থ হয়ে ওঠা 20-22 জনকে হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হচ্ছে। সোমবারের পর মঙ্গলবারও সুস্থ হয়ে ওঠা 22 জনকে ছুটি দেওয়া হয়েছে।

কলকাতা, 3 জুন : গত 24 ঘণ্টায় প্রায় 400 জন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গেছে রাজ্যে। এখনও পর্যন্ত এটাই একদিনে এরাজ‍্যে সর্বাধিক COVID-19 সংক্রমণের রেকর্ড। এদিকে পরিস্থিতির সামাল দিতে COVID-19 আক্রান্তদের জন্য কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও 75টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি আরও 80টি বেড প্রস্তুত করার ভাবনা-চিন্তা চলছে। এই 80টি বেডে মহিলা COVID-19 আক্রান্তদের চিকিৎসা হবে।

COVID-19-এর সংক্রমণ বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা আগে থেকে বার বার বলছেন, এদেশে COVID-19 সংক্রমণের এখন পিক টাইম‌। যার জেরে, এই রাজ্যেও বেড়ে চলেছে সংক্রমণ। COVID-19 সংক্রান্ত স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে মঙ্গলবার জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় এরাজ্যে আরও 396 জন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এদিকে, একদিনে প্রায় 400 COVID-19 আক্রান্তের খোঁজ এরাজ্যে এই প্রথম পাওয়া গেল। ফলে, এরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 6,168। গত 24 ঘণ্টায় এরাজ্যে COVID-19-এ আরও 10 জনের মৃত্যু হয়েছে। এনিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 263। যদিও, COVID-19-এ আক্রান্ত অন্য আরও 72 জনের মৃত্যু হয়েছে এরাজ্যে‌। তবে, এই 72 জনের মৃত্যুর কারণ COVID-19 নয় বলে রাজ্য সরকার জানিয়েছে।

এরাজ্যে সব থেকে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কলকাতায়। গত 24 ঘণ্টায় কলকাতায় 116 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। যার জেরে, কলকাতায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,295। গত 24 ঘণ্টায় কলকাতায় কোরোনায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে কলকাতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 170। অন্যদিকে, COVID-19-এ আক্রান্ত এ রাজ‍্যের মৃত ওই 72 জনের মধ্যে 52 জন কলকাতার। COVID-19-এ আক্রান্তের নিরিখে কলকাতার পড়ে রয়েছে হাওড়া, উত্তর 24 পরগনা এবং হুগলি। COVID-19 রোগীদের চিকিৎসার জন্য এরাজ্যের বিভিন্ন প্রান্তের 69টি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 16টি সরকারি হাসপাতাল। এই হাসপাতালগুলির মধ্যে সর্বোচ্চ স্তর অর্থাৎ টারশিয়ারি লেভেলের হাসপাতাল হিসাবে রয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এখানকার সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে COVID-19 রোগীদের চিকিৎসা চলছে। এই বিল্ডিংয়ে 240টি বেড রয়েছে। এই হাসপাতালে COVID-19-এ আক্রান্ত প্রসূতিদের চিকিৎসা চলছে এখানকার গাইনি বিভাগে। টারশিয়ারি হাসপাতাল হওয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতালে COVID-19 রোগীদের চাপও বাড়ছে‌। যার জেরে আরও বেডের প্রয়োজন দেখা দিচ্ছে। যদিও, এই মেডিকেল কলেজ ও হাসপাতালে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজন অনুযায়ী বেডের ব্যবস্থা করা হবে বলে আগেই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

এই পরিস্থিতির মধ্যে COVID-19 এর জন্য আরও বেড প্রস্তুত রাখলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এই বিষয়ে এখানকার মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) ইন্দ্রনীল বিশ্বাস বলেন, "COVID-19 রোগীদের চিকিৎসার জন্য আমাদের CB বিল্ডিংয়ে আরও 75টি বেড প্রস্তুত রাখা হয়েছে। গাইনি বিভাগে যাতে আরও 80টি বেডের ব্যবস্থা করা যায়, তার জন্য ভাবনা চলছে।" ইডেন বিল্ডিংয়ে অবস্থিত এই মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগে 130টির মতো বেড রয়েছে। এর মধ‍্যে 50টি বেড প্রসূতিদের জন্য থাকবে। বাকি 80টি বেডে যাতে মহিলা COVID-19 রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা যায়, তার জন্য চেষ্টা চলছে বলে MSVP জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রতিদিন যেমন এই হাসপাতালে অনেক COVID-19 আক্রান্তকে ভরতি করানো হচ্ছে, তেমনই প্রতিদিন সুস্থ হয়ে ওঠা 20-22 জনকে হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হচ্ছে। সোমবারের পর মঙ্গলবারও সুস্থ হয়ে ওঠা 22 জনকে ছুটি দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.