কলকাতা, 13 সেপ্টেম্বর : কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোরোনা আক্রান্ত প্রসূতির মৃত্যু । অভিযোগ, গর্ভস্থ সন্তানের মৃত্যুর পরেও অস্ত্রোপচার না করে ওই যুবতিকে অন্য হাসপাতালে রেফার করে দেয় আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল । এদিকে, রেফার হওয়ার তিন দিন পরে শনিবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে অস্ত্রোপচার করে যুবতির মৃত সন্তান প্রসব করানো হয় । রবিবার সকালে যুবতির মৃত্যু হয় ।
মৃত যুবতি দমদম অঞ্চলের বাসিন্দা । গত 5 সেপ্টেম্বর 21 বছর বয়সি ওই যুবতিকে ভরতি করানো হয়েছিল আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে । হাসপাতালে ভরতি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । গত 8 সেপ্টেম্বর ওই যুবতির কোরোনা টেস্ট পজিটিভ আসে । এরপরই ওই যুবতিকে অন্য হাসপাতালে রেফার করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । কারণ আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল COVID হাসপাতাল নয় । মৃত যুবতির পরিজনদের অভিযোগ, তাঁরা জানতে পারে যুবতির গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে । এই কারণে অস্ত্রোপচারের পর রেফার করার আর্জি জানায় তারা । যদিও আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁদের এই অনুরোধ রাখা হয়নি ।
যুবতিকে গত 8 সেপ্টেম্বর রেফার করে দেওয়া হয় । শনিবার অস্ত্রোপচার করে মৃত সন্তান প্রসব করানো হয় । রবিবার যুবতির মৃত্যু হয় । জানা গিয়েছে, আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে COVID-19 পজিটিভ ধরা পড়ার পরে কোনও অন্তঃসত্ত্বার ক্ষেত্রে যদি জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয়, তা হলে সেক্ষেত্রে এই হাসপাতালের লেবার রুমের আইসোলেট অপারেশন থিয়েটারে ওই রোগীর অস্ত্রোপচার করা হয় । প্রয়োজন না হলে, রোগীকে কোনও COVID হাসপাতালে রেফার করা হয় ।
রেফার হওয়ার পরে এই যুবতির শারীরিক অবস্থার অবনতি হয় । যে কারণে, তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে । এই বিষয়ে বক্তব্য জানতে চেয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) ইন্দ্রনীল বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে, তাঁর বক্তব্যও পাওয়া যায়নি।