ETV Bharat / state

কোরোনা-আতঙ্ক : ভিড় কমাতে পৌরনিগমে শুরু ড্রপ বক্স ব্যবস্থা - Drop box system

কলকাতা পৌরনিগমে ভিড় কমাতে জন্ম ও মৃত্যু বিভাগে চালু করা হল ড্রপ বক্স ব্যবস্থা ৷ কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে সদর দপ্তরে ভিড় কমানোর সিদ্ধান্ত নিল পৌরনিগম ৷

ড্রপ বক্স ব্যবস্থা
ড্রপ বক্স ব্যবস্থা
author img

By

Published : Mar 20, 2020, 4:17 PM IST

কলকাতা, 20 মার্চ : কলকাতা পৌরনিগমে শুরু হল ড্রপ বক্স ব্যবস্থা ৷ বিভিন্ন কারণে বহু মানুষ প্রতিদিন পৌরনিগমের সদর দপ্তরে আসেন ৷ বিশেষ করে জন্ম-মৃত্যুর বিভাগে মানুষের আনাগোনা বেশি থাকে ৷ শংসাপত্র নিতে বহু মানুষ দূর-দূরান্ত থেকে সদর দপ্তরে এসে অপেক্ষা করেন ৷ কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে সদর দপ্তরে ভিড় কমানোর সিদ্ধান্ত নিল পৌরনিগম ৷ মেয়র ফিরহাদ হাকিম জানান, শংসাপত্র সংগ্রহ করার জন্য এত মানুষের ভিড় করা যাবে না ৷

জমায়েত কমাতে পৌরনিগমে বসানো হয়েছে ড্রপ বক্স ৷ আজ সকাল থেকেই সাধারণ মানুষ সমস্ত আবেদনপত্র এই বক্সে জমা দিয়ে যাচ্ছেন ৷ আবেদনপত্রের নিচে ফোন নম্বর লিখে দিতে বলা হয়েছে সকলকে ৷ সেই নম্বরে SMS-র মাধ্যমে শংসাপত্র সংগ্রহের যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে ৷

পৌরনিগমের এই পদক্ষেপে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ ৷ কেউ কেউ জানান, ভালো হয়েছে ৷ এর ফলে সংক্রমণের আশঙ্কা থাকছে না ৷ আবার কারও মতে, কবে শংসাপত্র পাবেন, কবে ডাকা হবে তা নিয়ে সংশয় রয়েছে ৷ সদর দপ্তরে ভিড় কমাতে চার নম্বর মির্জা গালিব স্ট্রিটেও জন্ম-মৃত্যু সংশয় পত্রের আরও একটি দপ্তর খোলা হয়েছে ৷

কলকাতা, 20 মার্চ : কলকাতা পৌরনিগমে শুরু হল ড্রপ বক্স ব্যবস্থা ৷ বিভিন্ন কারণে বহু মানুষ প্রতিদিন পৌরনিগমের সদর দপ্তরে আসেন ৷ বিশেষ করে জন্ম-মৃত্যুর বিভাগে মানুষের আনাগোনা বেশি থাকে ৷ শংসাপত্র নিতে বহু মানুষ দূর-দূরান্ত থেকে সদর দপ্তরে এসে অপেক্ষা করেন ৷ কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে সদর দপ্তরে ভিড় কমানোর সিদ্ধান্ত নিল পৌরনিগম ৷ মেয়র ফিরহাদ হাকিম জানান, শংসাপত্র সংগ্রহ করার জন্য এত মানুষের ভিড় করা যাবে না ৷

জমায়েত কমাতে পৌরনিগমে বসানো হয়েছে ড্রপ বক্স ৷ আজ সকাল থেকেই সাধারণ মানুষ সমস্ত আবেদনপত্র এই বক্সে জমা দিয়ে যাচ্ছেন ৷ আবেদনপত্রের নিচে ফোন নম্বর লিখে দিতে বলা হয়েছে সকলকে ৷ সেই নম্বরে SMS-র মাধ্যমে শংসাপত্র সংগ্রহের যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে ৷

পৌরনিগমের এই পদক্ষেপে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ ৷ কেউ কেউ জানান, ভালো হয়েছে ৷ এর ফলে সংক্রমণের আশঙ্কা থাকছে না ৷ আবার কারও মতে, কবে শংসাপত্র পাবেন, কবে ডাকা হবে তা নিয়ে সংশয় রয়েছে ৷ সদর দপ্তরে ভিড় কমাতে চার নম্বর মির্জা গালিব স্ট্রিটেও জন্ম-মৃত্যু সংশয় পত্রের আরও একটি দপ্তর খোলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.