কলকাতা, 7 এপ্রিল : আগেই তিন হাজার বন্দিকে ছাড়ার সুপারিশ করা হয়েছিল । তাদের মধ্যে এখনও পর্যন্ত জামিনে 1226 জন ও প্যারোলে 252 জন ছাড়া পেয়েছেন। এবার দ্বিতীয় দফায় রাজ্যের প্রায় 850 জন বন্দিকে ছেড়ে দেওয়ার সুপারিশ করল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি।
এই 850 জনের মধ্যে প্যারোলে 790 জন ও জামিনে 40 জনকে মুক্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে। জামিনে এমন 13 জন মহিলাকে ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে যাঁদের সকলেরই বয়স 60 বছরের বেশি। বর্তমানে তাঁরা আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি।
কোরোনা সংক্রমণ রুখতে জেলাগুলিতে বিচারাধীন বন্দি যাতে কমানো যায়, সেজন্য বহু বিচারাধীন বন্দির জামিন ও সাজাপ্রাপ্তদের প্যারোলে ছাড়ার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। এরপরই রাজ্যের সংশোধনাগারগুলির বর্তমান পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও স্টেট লিগাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান ও কারা বিভাগের মুখ্য সচিবকে রাজ্যের সংশোধনাগারগুলির পরিস্থিতি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়। কোন কোন বিচারাধীন বন্দি জামিন পেতে পারে এবং কোন কোন সাজাপ্রাপ্ত বন্দিরা 10 বছরের বেশি সময় জেলে রয়েছে, যাকে প্যারোলে ছাড়া যেতে পারে তাদেরকে চিহ্নিত করতে এই কমিটিকে রিপোর্ট দিতে নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
সেই মতো আজ দ্বিতীয় দফায় প্রায় 850 জনকে মুক্তির সুপারিশ করা হয় ।