ETV Bharat / state

অকারণে বাইরে বেরোলে "বারোটা" বাজিয়ে দেবে কলকাতা পুলিশ ? - kolkata police teaser on corona awareness

লকডাউনে অকারণে বাড়ির বাইরে যাতে কেউ না বের হন, তার জন্য প্রচার শুরু করেছে কলকাতা পুলিশ । যার মধ্যে দেয়া নেয়া সিনেমার অভিজিৎ চৌধুরি আর তাঁর বাবার ডায়ালগ দিয়ে একটি টিজ়ার এখন জনপ্রিয় ।

kolkata
"দেয়া নেয়া"-র সংলাপের প্যারোডি
author img

By

Published : Apr 15, 2020, 2:01 PM IST

Updated : Apr 15, 2020, 2:12 PM IST

কলকাতা, 15 জানুয়ারি : অভিজিৎ চৌধুরিকে মনে আছে ? যিনি রেডিয়োয় গেয়েছিলেন, "জীবন খাতার প্রতি পাতায় যতই লেখ হিসাব-নিকাশ, কিছুই রবে না... ।" গান পাগল সেই অভিজিৎ চৌধুরি(উত্তম কুমার) আর তাঁর বাবার(কমল মিত্র) ডায়ালগ এবার কলকাতা পুলিশের টিজ়ারে । যেখানে দেখা যাচ্ছে, অভিজিৎ চৌধুরির চরিত্রে অভিনয় করা উত্তম কুমার প্রশ্ন করছেন, "তাহলে আপনি বলতে চান যে লকডাউনে জরুরি দরকার ছাড়া বাইরে বেরোলে কলকাতা পুলিশ আমার বারোটা বাজিয়ে দেবে ?" উত্তর আসে, "বলতে চান নয়... বলছি ।"

টিজ়ার দেখে অনেকেই বুঝতে পারছেন এটা "দেয়া নেয়া" ছবির ডায়ালগ নয় । হ্যাঁ, সেই ছবিতে উত্তম কুমার ও কমল মিত্রর মধ্যে বাবা- ছেলের সম্পর্কের টানাপোড়েনের ডায়ালগ বাঙালির স্মৃতিতে গেঁথে রয়েছে । আর এই ডায়ালগই কলকাতা পুলিশের সাম্প্রতিকতম টিজ়ার । যেখানে অভিজিৎ চৌধুরি বেশে উত্তম কুমার আছেন, আছেন কমল মিত্র । বাংলা ছায়াছবির অমর এই ক্লাসিককে লকডাউনের বাধ্যবাধকতা হিসেবে ব্যবহার করতে চেয়েছে কলকাতা পুলিশ । আর "দেয়া নেয়া" ছবির মতোই এই টিজ়ারও রীতিমতো হিট।

লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন অনেকে । যা নিয়ে এখন রীতিমতো কড়া মনোভাব নিয়েছে পুলিশ । স্বরাষ্ট্রমন্ত্রক কলকাতার বেশ কিছু জায়গায় লকডাউন মানা হচ্ছে না বলে চিঠি লেখার পর থেকে কলকাতাবাসীকে রীতিমতো বজ্র আঁটুনিতে বাঁধতে চাইছে লালবাজার । অপ্রয়োজনে বাইরে বেরোনো মানুষজনের "বারোটা" কতটা বাজানো হচ্ছে তা অবশ্য জানা নেই । তবে রোজই কয়েকশো মানুষ গ্রেপ্তার হচ্ছেন । তাঁদের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে নির্দিষ্ট ধারা । শুধুমাত্র অপ্রয়োজনে বাইরে বেরোনোর জন্য আইনি জটিলতায় জড়ানো আর বারোটা বাজানো কিছুটা একইরকম বলে মনে করছেন অনেকে । আর তা মাথায় রেখেই এই টিজ়ারটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কলকাতা পুলিশ ।

কলকাতা, 15 জানুয়ারি : অভিজিৎ চৌধুরিকে মনে আছে ? যিনি রেডিয়োয় গেয়েছিলেন, "জীবন খাতার প্রতি পাতায় যতই লেখ হিসাব-নিকাশ, কিছুই রবে না... ।" গান পাগল সেই অভিজিৎ চৌধুরি(উত্তম কুমার) আর তাঁর বাবার(কমল মিত্র) ডায়ালগ এবার কলকাতা পুলিশের টিজ়ারে । যেখানে দেখা যাচ্ছে, অভিজিৎ চৌধুরির চরিত্রে অভিনয় করা উত্তম কুমার প্রশ্ন করছেন, "তাহলে আপনি বলতে চান যে লকডাউনে জরুরি দরকার ছাড়া বাইরে বেরোলে কলকাতা পুলিশ আমার বারোটা বাজিয়ে দেবে ?" উত্তর আসে, "বলতে চান নয়... বলছি ।"

টিজ়ার দেখে অনেকেই বুঝতে পারছেন এটা "দেয়া নেয়া" ছবির ডায়ালগ নয় । হ্যাঁ, সেই ছবিতে উত্তম কুমার ও কমল মিত্রর মধ্যে বাবা- ছেলের সম্পর্কের টানাপোড়েনের ডায়ালগ বাঙালির স্মৃতিতে গেঁথে রয়েছে । আর এই ডায়ালগই কলকাতা পুলিশের সাম্প্রতিকতম টিজ়ার । যেখানে অভিজিৎ চৌধুরি বেশে উত্তম কুমার আছেন, আছেন কমল মিত্র । বাংলা ছায়াছবির অমর এই ক্লাসিককে লকডাউনের বাধ্যবাধকতা হিসেবে ব্যবহার করতে চেয়েছে কলকাতা পুলিশ । আর "দেয়া নেয়া" ছবির মতোই এই টিজ়ারও রীতিমতো হিট।

লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন অনেকে । যা নিয়ে এখন রীতিমতো কড়া মনোভাব নিয়েছে পুলিশ । স্বরাষ্ট্রমন্ত্রক কলকাতার বেশ কিছু জায়গায় লকডাউন মানা হচ্ছে না বলে চিঠি লেখার পর থেকে কলকাতাবাসীকে রীতিমতো বজ্র আঁটুনিতে বাঁধতে চাইছে লালবাজার । অপ্রয়োজনে বাইরে বেরোনো মানুষজনের "বারোটা" কতটা বাজানো হচ্ছে তা অবশ্য জানা নেই । তবে রোজই কয়েকশো মানুষ গ্রেপ্তার হচ্ছেন । তাঁদের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে নির্দিষ্ট ধারা । শুধুমাত্র অপ্রয়োজনে বাইরে বেরোনোর জন্য আইনি জটিলতায় জড়ানো আর বারোটা বাজানো কিছুটা একইরকম বলে মনে করছেন অনেকে । আর তা মাথায় রেখেই এই টিজ়ারটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কলকাতা পুলিশ ।

Last Updated : Apr 15, 2020, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.