ETV Bharat / state

পাশ-ফেল চালুর সমর্থন ও বিরোধিতায় শিক্ষক সংগঠনগুলি - Controversy over Govt decision to resume pass-fail

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, "আমরা পাশ- ফেল চালুর বিরোধিতা করছি । এর জেরে গরিব ঘরের ছেলে-মেয়েরা সমস্যায় পড়বে । স্কুল ছুটের সংখ্যা বাড়বে । বিভিন্ন রাজ্য যদি পাশ-ফেল নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয় তাহলে কেন্দ্রীয় সরকারের এক দেশ এক শিক্ষানীতির স্বপ্ন নষ্ট হবে ।"

pass
author img

By

Published : Oct 24, 2019, 11:42 PM IST

কলকাতা, 24 অক্টোবর: ক্লাস ফাইভ ও এইটে পাশ-ফেল চালুর সিদ্ধান্ত নিয়ে শুরু হল বিতর্ক । পাশ-ফেল চালু হলে গরীব ছাত্র-ছাত্রীরা শিক্ষাক্ষেত্রে বঞ্চিত হবে বলে মনে করছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি । অন্যদিকে, এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি ।

আগামী শিক্ষাবর্ষ থেকে ক্লাস ফাইভ ও এইটে পাশ-ফেল চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর । বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, "আমরা পাশ- ফেল চালুর বিরোধিতা করছি । এর জেরে গরিব ঘরের ছেলে-মেয়েরা সমস্যায় পড়বে । স্কুল ছুটের সংখ্যা বাড়বে । বিভিন্ন রাজ্য যদি পাশ-ফেল নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয় তাহলে কেন্দ্রীয় সরকারের এক দেশ এক শিক্ষানীতির স্বপ্ন নষ্ট হবে ।"

দেখুন ভিডিয়ো...

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র অবশ্য বলেন, "পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল ফিরিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি । দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলার শিক্ষাপ্রেমী ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পাশ-ফেল ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছিলেন । এই সিদ্ধান্ত সেই আন্দোলনের জয় । পাশ ফেল শুধু পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরিয়ে আনলেই হবে না, প্রথম শ্রেণী থেকে পাশ-ফেল ফিরিয়ে আনতে হবে ।"

কলকাতা, 24 অক্টোবর: ক্লাস ফাইভ ও এইটে পাশ-ফেল চালুর সিদ্ধান্ত নিয়ে শুরু হল বিতর্ক । পাশ-ফেল চালু হলে গরীব ছাত্র-ছাত্রীরা শিক্ষাক্ষেত্রে বঞ্চিত হবে বলে মনে করছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি । অন্যদিকে, এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি ।

আগামী শিক্ষাবর্ষ থেকে ক্লাস ফাইভ ও এইটে পাশ-ফেল চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর । বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, "আমরা পাশ- ফেল চালুর বিরোধিতা করছি । এর জেরে গরিব ঘরের ছেলে-মেয়েরা সমস্যায় পড়বে । স্কুল ছুটের সংখ্যা বাড়বে । বিভিন্ন রাজ্য যদি পাশ-ফেল নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয় তাহলে কেন্দ্রীয় সরকারের এক দেশ এক শিক্ষানীতির স্বপ্ন নষ্ট হবে ।"

দেখুন ভিডিয়ো...

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র অবশ্য বলেন, "পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল ফিরিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি । দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলার শিক্ষাপ্রেমী ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পাশ-ফেল ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছিলেন । এই সিদ্ধান্ত সেই আন্দোলনের জয় । পাশ ফেল শুধু পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরিয়ে আনলেই হবে না, প্রথম শ্রেণী থেকে পাশ-ফেল ফিরিয়ে আনতে হবে ।"

Intro:
রাজ্যে পাশ ফেল চালু নিয়ে বিতর্ক : মত - বিরুদ্ধ মতে শিক্ষক সংগঠনগুলো

কলকাতা, ২৪ অক্টোবর: রাজ্যে পাশ ফেল চালু করার সিদ্ধান্ত নিয়েও শুরু বিতর্ক । পাশ ফেল প্রথা চালু হলে গরীব ছাত্র-ছাত্রীরা শিক্ষাক্ষেত্রে বঞ্চিত হবে বলে মনে করছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি। অন্যদিকে, রাজ্য সরকারের পাশ‌ ফেল চালুর সিদ্ধান্তকে স্বাগত জানালো মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।
Body:

দীর্ঘ টালবাহানার পর ২০২০ সালের জানুয়ারি মাস থেকে রাজ্যের পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ ফেল চালু করার সিদ্ধান্ত নিল রাজ্যের শিক্ষা দপ্তর। এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি। এই সংগঠনের সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, 'আমরা পাশ- ফেল প্রথা চালুর প্রকাশ্য বিরোধিতা করছি। এর ফলে গরীব ঘরের ছেলে-মেয়েরা সমস্যায় পড়বে। স্কুল ছুটের সংখ্যা বাড়বে। বিভিন্ন রাজ্য যদি পাশ ফেল নিয়ে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেয় তাহলে কেন্দ্রীয় সরকারের একদেশ এক শিক্ষানীতির স্বপ্ন নষ্ট হবে।' এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছে না
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি । এই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র এক বার্তায় বলেন 'আজ রাজ্য সরকার পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল ফিরিয়ে আনার যে সিদ্ধান্ত নিয়েছে তা আমরা স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার শিক্ষা প্রেমী ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পাশ-ফেল ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছিলেন,এই সিদ্ধান্ত সেই আন্দোলনেরই জয়। আমরা মনে করি, পাশ ফেল শুধু পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরিয়ে আনলেই হবে না, আমাদের দাবি, প্রথম শ্রেণী থেকে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনতে হবে।'Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.