কলকাতা, 24 অক্টোবর: ক্লাস ফাইভ ও এইটে পাশ-ফেল চালুর সিদ্ধান্ত নিয়ে শুরু হল বিতর্ক । পাশ-ফেল চালু হলে গরীব ছাত্র-ছাত্রীরা শিক্ষাক্ষেত্রে বঞ্চিত হবে বলে মনে করছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি । অন্যদিকে, এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি ।
আগামী শিক্ষাবর্ষ থেকে ক্লাস ফাইভ ও এইটে পাশ-ফেল চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর । বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, "আমরা পাশ- ফেল চালুর বিরোধিতা করছি । এর জেরে গরিব ঘরের ছেলে-মেয়েরা সমস্যায় পড়বে । স্কুল ছুটের সংখ্যা বাড়বে । বিভিন্ন রাজ্য যদি পাশ-ফেল নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয় তাহলে কেন্দ্রীয় সরকারের এক দেশ এক শিক্ষানীতির স্বপ্ন নষ্ট হবে ।"
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র অবশ্য বলেন, "পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল ফিরিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি । দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলার শিক্ষাপ্রেমী ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পাশ-ফেল ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছিলেন । এই সিদ্ধান্ত সেই আন্দোলনের জয় । পাশ ফেল শুধু পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরিয়ে আনলেই হবে না, প্রথম শ্রেণী থেকে পাশ-ফেল ফিরিয়ে আনতে হবে ।"