ETV Bharat / state

Cong-CPM on India Name Change: দেশের নাম বদল ইস্যুতে মমতার পাশে কংগ্রেস, মোদিকে নিশানা সিপিএমের - নরেন্দ্র মোদি

Congress-CPM on India Name Change: দেশের নাম বদল ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াল কংগ্রেস ৷ এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷

Congress supports Mamata
মমতার পাশে কংগ্রেস, মোদিকে নিশানা সিপিএমের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 7:41 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: জি-টোয়েন্টি বৈঠকের নৈশভোজের আমন্ত্রণপত্রে দেশের নামের জায়গায় ইন্ডিয়া-র বদলে 'ভারত' শব্দবন্ধ ব্যবহার নিয়ে তোলপাড় রাজনীতি । দেশের নাম বদলে ভারত রাখা নিয়ে ইতিমধ্যে শিক্ষক দিবসের মঞ্চ থেকে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কার্যত একই সুরে বিজেপিকে তথা মোদি সরকারকে আক্রমণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য । অন্যদিকে, সিপিএম পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তীও এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া ভাষায় সমালোচনা করেছেন । বিজেপি সরকার বেআইনি কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি ।

বুধবার প্রদীপ ভট্টাচার্য বলেন, "এটা ঘোরতর অন্যায় হয়েছে । কিন্তু কিছু ভুল নেই । কারণ ভারত নামটা আমরা সর্বদা সকলেই ব্যবহার করে থাকি । আমাদের কাব্য কবিতায় ভারত শব্দটি বারে বারে উঠে এসেছে । ভারত শব্দে কোনও ভুল নেই । কিন্তু সাধারণত আমন্ত্রণপত্রে আমরা ইংরেজি শব্দ ইন্ডিয়া ব্যবহার করে থাকি । এখন সেই নামটা বা শব্দটা ব্যবহার করায় আপত্তি উঠেছে বিজেপির মোদি সরকারের । কারণ, আইএনডিআইএ বা ইন্ডিয়া নামে একটা ছত্র তৈরি হয়েছে, একটা ছাতার মধ্যে অনেকেই একত্রিত হয়েছে । এ কারণেই সেই ইন্ডিয়া শব্দটি বাদ দিয়ে এখন ভারত ব্যবহার করা হয়েছে । মোদি সরকারের এই মানসিক দুর্বলতায় আমি খুব বিস্মিত ।"

আরও পড়ুন: মোদি সরকারের 'ইন্ডিয়া' অ্যালার্জি, দেশের নাম বদল নিয়ে সরব মমতা

সিপিএম নেতা সুজন চক্রবর্তী এ বিষয়ে একহাত নিয়েছেন কেন্দ্রীয় সরকারকে ৷ তিনি বলেন, "এটা কী করল বিজেপির সরকার ! দিল্লিতে বিদেশি অতিথিদের নৈশভোজে নিমন্ত্রণ করলেন 'প্রেসিডেন্ট অফ ভারত'-এর নামে ? এ তো বেআইনি । ইন্ডিয়া শুনলেই ভয়ে ভীত ? 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া' বলতে এত দ্বিধা কেন ? বোঝাই যাচ্ছে যে, ভারতীয় সংবিধানের মূলমন্ত্র মোদিজির হাতে নিরাপদ নয় ।"

কলকাতা, 5 সেপ্টেম্বর: জি-টোয়েন্টি বৈঠকের নৈশভোজের আমন্ত্রণপত্রে দেশের নামের জায়গায় ইন্ডিয়া-র বদলে 'ভারত' শব্দবন্ধ ব্যবহার নিয়ে তোলপাড় রাজনীতি । দেশের নাম বদলে ভারত রাখা নিয়ে ইতিমধ্যে শিক্ষক দিবসের মঞ্চ থেকে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কার্যত একই সুরে বিজেপিকে তথা মোদি সরকারকে আক্রমণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য । অন্যদিকে, সিপিএম পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তীও এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া ভাষায় সমালোচনা করেছেন । বিজেপি সরকার বেআইনি কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি ।

বুধবার প্রদীপ ভট্টাচার্য বলেন, "এটা ঘোরতর অন্যায় হয়েছে । কিন্তু কিছু ভুল নেই । কারণ ভারত নামটা আমরা সর্বদা সকলেই ব্যবহার করে থাকি । আমাদের কাব্য কবিতায় ভারত শব্দটি বারে বারে উঠে এসেছে । ভারত শব্দে কোনও ভুল নেই । কিন্তু সাধারণত আমন্ত্রণপত্রে আমরা ইংরেজি শব্দ ইন্ডিয়া ব্যবহার করে থাকি । এখন সেই নামটা বা শব্দটা ব্যবহার করায় আপত্তি উঠেছে বিজেপির মোদি সরকারের । কারণ, আইএনডিআইএ বা ইন্ডিয়া নামে একটা ছত্র তৈরি হয়েছে, একটা ছাতার মধ্যে অনেকেই একত্রিত হয়েছে । এ কারণেই সেই ইন্ডিয়া শব্দটি বাদ দিয়ে এখন ভারত ব্যবহার করা হয়েছে । মোদি সরকারের এই মানসিক দুর্বলতায় আমি খুব বিস্মিত ।"

আরও পড়ুন: মোদি সরকারের 'ইন্ডিয়া' অ্যালার্জি, দেশের নাম বদল নিয়ে সরব মমতা

সিপিএম নেতা সুজন চক্রবর্তী এ বিষয়ে একহাত নিয়েছেন কেন্দ্রীয় সরকারকে ৷ তিনি বলেন, "এটা কী করল বিজেপির সরকার ! দিল্লিতে বিদেশি অতিথিদের নৈশভোজে নিমন্ত্রণ করলেন 'প্রেসিডেন্ট অফ ভারত'-এর নামে ? এ তো বেআইনি । ইন্ডিয়া শুনলেই ভয়ে ভীত ? 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া' বলতে এত দ্বিধা কেন ? বোঝাই যাচ্ছে যে, ভারতীয় সংবিধানের মূলমন্ত্র মোদিজির হাতে নিরাপদ নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.