কলকাতা, 25 সেপ্টেম্বর: যদুবাবুর বাজারে ভরদুপুর মশারি টাঙিয়ে বিক্ষোভ দেখা শুরু করল দক্ষিণ কলকাতা কংগ্রেস নেতৃত্ব ৷ শহরে বাড়তে থাকা ডেঙ্গির প্রকোপ এবং তার জেরে মৃত্যুর ঘটনায় কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে এই প্রতিবাদ ছিল কংগ্রেসের ৷ তাদের অভিযোগ কলকাতা পৌরনিগম ডেঙ্গি সংক্রম প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে ৷ আর তার ফল স্বরূপ কলকাতার সাড়ে তিন হাজারের বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷ রাজ্যে যে সংখ্যাটা 40 হাজার ছাড়িয়ে গিয়েছে বলে অভিযোগ দক্ষিণ কলকাতা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদের ৷
কংগ্রেসের ওই নেতা অভিযোগ করেছেন, ‘‘রাজ্যে ডেঙ্গি মহামারির আকার ধারণ করেছে ৷ রাজ্যজুড়ে প্রায় 40 হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷ কিন্তু, একুশ শতকে এসেও ডেঙ্গি-ম্যালেরিয়াতে মানুষের মৃত্যু মানা যায় না ৷ এটা খুবই লজ্জার ব্যাপার ৷ সরকার চাইলে বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতকে বলে যথাযথ পদক্ষেপ নিতে পারত ৷ কিন্তু, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা করলেন ৷ এই ঘটনার প্রতিবাদ জানাতে আজকে আমরা মশারির টাঙিয়ে বিক্ষোভ দেখাচ্ছি ৷ আমাদের সামর্থ্য থাকলে গোটা রাজ্যের মানুষকে মশারির তলায় নিয়ে আসতাম ৷’’
আরও পড়ুন: ডেঙ্গির বাড়বাড়ন্তে রেলকে কাঠগড়ায় তুলল দক্ষিণ দমদম পৌরসভা
এ দিকে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে ফের পথে নামলেন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ ৷ সোমবার যাদবপুরের কাছে কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে যান কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে ৷ 102 নম্বর ওয়ার্ডে 12 বিঘা জমির উপর কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি ৷ দীর্ঘদিন ধরে বন্ধ কারখানায় আগাছা ও জঙ্গলে ভরে রয়েছে ৷ পাহাড়-প্রমাণ আবর্জনা জমেছে ৷ ফুটো ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ে কারখানা চত্বর মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ ৷ কারখানার ভিতরে ড্রোন উড়িয়ে মশার মারার কীটনাশক স্প্রে করা হয় ৷ পাশাপাশি, ড্রোনের মাধ্যমে জঞ্জাল, জমা জল ও লার্ভার খোঁজ চালান পৌর কর্মীরা ৷