দিল্লি ও কলকাতা, 25 মার্চ : লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 25টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এছাড়া মহারাষ্ট্রের একটি আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। মুম্বই নর্থ-ওয়েস্ট কেন্দ্রে প্রার্থী হয়েছেন সঞ্জয় নিরুপম।
প্রথম দফায় এরাজ্যের 11টি আসনে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। এবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হল।
কংগ্রেসের প্রার্থী তালিকা-
- কৃষ্ণনগর- ইনতাজ আলি শাহ
- রানাঘাট(সংরক্ষিত) - মিনতি বিশ্বাস
- বনগাঁ(সংরক্ষিত) - সৌরভ প্রসাদ
- ব্যারাকপুর - মহম্মদ আলম
- দমদম - সৌরভ সাহা
- বারাসত - সুব্রতা(রাশু) দত্ত
- বসিরহাট - কাজি আবদুর রহিম
- জয়নগর((সংরক্ষিত) - তপন মণ্ডল
- মথুরাপুর(সংরক্ষিত) - কৃত্তিবাস সর্দার
- ডায়মন্ডহারবার - সৌম্যআইচ রায়
- কলকাতা-দক্ষিণ - মিতা চক্রবর্তী
- হাওড়া - শুভ্রা ঘোষ
- উলুবেড়িয়া - সোমা রানিশ্রী রায়
- শ্রীরামপুর - দেবব্রত বিশ্বাস
- হুগলি - প্রতুল সাহা
- আরামবাগ(সংরক্ষিত) - জ্যোতি দাস
- কাঁথি - দীপককুমার দাস
- ঝাড়গ্রাম(সংরক্ষিত) - যজ্ঞেশ্বর হেমব্রম
- মেদিনীপুর - শম্ভুনাথ চ্যাটার্জি
- পুরুলিয়া - নেপাল মাহাত
- বিষ্ণুপুর(সংরক্ষিত) - নারায়ণ চন্দ্র খান
- বর্ধমান পূর্ব(সংরক্ষিত) - সিদ্ধার্থ মজুমদার
- বর্ধমান-দুর্গাপুর - রণজিৎ মুখার্জি
- বোলপুর(সংরক্ষিত) - অভিজিৎ সাহা
- বীরভূম- ইমাম হোসেন