ETV Bharat / state

দ্বিতীয় দফায় রাজ্যে 25টি আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের - congress

মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ নিয়ে মোট 26টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এরাজ্যের ২৫ জনের প্রার্থী তালিকা আজ প্রকাশিত হল।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 25, 2019, 8:49 PM IST

দিল্লি ও কলকাতা, 25 মার্চ : লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 25টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এছাড়া মহারাষ্ট্রের একটি আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। মুম্বই নর্থ-ওয়েস্ট কেন্দ্রে প্রার্থী হয়েছেন সঞ্জয় নিরুপম।

প্রথম দফায় এরাজ্যের 11টি আসনে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। এবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হল।

কংগ্রেসের প্রার্থী তালিকা-

  • কৃষ্ণনগর- ইনতাজ আলি শাহ
  • রানাঘাট(সংরক্ষিত) - মিনতি বিশ্বাস
  • বনগাঁ(সংরক্ষিত) - সৌরভ প্রসাদ
  • ব্যারাকপুর - মহম্মদ আলম
  • দমদম - সৌরভ সাহা
  • বারাসত - সুব্রতা(রাশু) দত্ত
  • বসিরহাট - কাজি আবদুর রহিম
  • জয়নগর((সংরক্ষিত) - তপন মণ্ডল
  • মথুরাপুর(সংরক্ষিত) - কৃত্তিবাস সর্দার
  • ডায়মন্ডহারবার - সৌম্যআইচ রায়
  • কলকাতা-দক্ষিণ - মিতা চক্রবর্তী
  • হাওড়া - শুভ্রা ঘোষ
  • উলুবেড়িয়া - সোমা রানিশ্রী রায়
  • শ্রীরামপুর - দেবব্রত বিশ্বাস
  • হুগলি - প্রতুল সাহা
  • আরামবাগ(সংরক্ষিত) - জ্যোতি দাস
  • কাঁথি - দীপককুমার দাস
  • ঝাড়গ্রাম(সংরক্ষিত) - যজ্ঞেশ্বর হেমব্রম
  • মেদিনীপুর - শম্ভুনাথ চ্যাটার্জি
  • পুরুলিয়া - নেপাল মাহাত
  • বিষ্ণুপুর(সংরক্ষিত) - নারায়ণ চন্দ্র খান
  • বর্ধমান পূর্ব(সংরক্ষিত) - সিদ্ধার্থ মজুমদার
  • বর্ধমান-দুর্গাপুর - রণজিৎ মুখার্জি
  • বোলপুর(সংরক্ষিত) - অভিজিৎ সাহা
  • বীরভূম- ইমাম হোসেন

দিল্লি ও কলকাতা, 25 মার্চ : লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 25টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এছাড়া মহারাষ্ট্রের একটি আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। মুম্বই নর্থ-ওয়েস্ট কেন্দ্রে প্রার্থী হয়েছেন সঞ্জয় নিরুপম।

প্রথম দফায় এরাজ্যের 11টি আসনে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। এবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হল।

কংগ্রেসের প্রার্থী তালিকা-

  • কৃষ্ণনগর- ইনতাজ আলি শাহ
  • রানাঘাট(সংরক্ষিত) - মিনতি বিশ্বাস
  • বনগাঁ(সংরক্ষিত) - সৌরভ প্রসাদ
  • ব্যারাকপুর - মহম্মদ আলম
  • দমদম - সৌরভ সাহা
  • বারাসত - সুব্রতা(রাশু) দত্ত
  • বসিরহাট - কাজি আবদুর রহিম
  • জয়নগর((সংরক্ষিত) - তপন মণ্ডল
  • মথুরাপুর(সংরক্ষিত) - কৃত্তিবাস সর্দার
  • ডায়মন্ডহারবার - সৌম্যআইচ রায়
  • কলকাতা-দক্ষিণ - মিতা চক্রবর্তী
  • হাওড়া - শুভ্রা ঘোষ
  • উলুবেড়িয়া - সোমা রানিশ্রী রায়
  • শ্রীরামপুর - দেবব্রত বিশ্বাস
  • হুগলি - প্রতুল সাহা
  • আরামবাগ(সংরক্ষিত) - জ্যোতি দাস
  • কাঁথি - দীপককুমার দাস
  • ঝাড়গ্রাম(সংরক্ষিত) - যজ্ঞেশ্বর হেমব্রম
  • মেদিনীপুর - শম্ভুনাথ চ্যাটার্জি
  • পুরুলিয়া - নেপাল মাহাত
  • বিষ্ণুপুর(সংরক্ষিত) - নারায়ণ চন্দ্র খান
  • বর্ধমান পূর্ব(সংরক্ষিত) - সিদ্ধার্থ মজুমদার
  • বর্ধমান-দুর্গাপুর - রণজিৎ মুখার্জি
  • বোলপুর(সংরক্ষিত) - অভিজিৎ সাহা
  • বীরভূম- ইমাম হোসেন

Bengaluru (Karnataka), Mar 21 (ANI): Paralympic high jumper Girish N Gowda has been appointed as Karnataka Lok Sabha Elections 2019 Ambassador. Speaking to ANI, Chief Electoral Officer (CEO) of Karnataka Sanjiv Kumar said, "This year till February 28 we mapped 4,03,907 Persons with Disabilities and are arranging whatever they require for assistance. We have arranged 35,739 wheelchairs, over 52,000 magnifying glasses, over 2213 sign language interpreters and over 31000 assistants." "Sturdy ramps are being arranged in all 58,180 booths and we are ensuring that they are all on ground floors. There will be special queue for Persons with Disabilities and assistance of all kinds will be provided," he added.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.