ETV Bharat / state

Congress in Kolkata: কর্ণাটকের জয়ে কলকাতায় আনন্দ-উল্লাসে মাতলেন কংগ্রেস নেতা-কর্মীরা

কর্ণাটকে কুরসি বদল, খুশির হওয়া বিধান ভবনে, রাজপথে ৷ মিষ্টি, ফুল, সবুজ আবীর, ঢাক-ঢোল নিয়ে আনন্দ-উল্লাসে মাতলেন কংগ্রেস নেতা-কর্মীরা ৷

Etv Bharat
মাতল কংগ্রেস নেতা-কর্মীরা
author img

By

Published : May 13, 2023, 8:43 PM IST

মাতল কংগ্রেস নেতা-কর্মীরা

কলকাতা, 13 মে: দক্ষিণের রাজ্যের জয়ের উচ্ছ্বাসে মাতল কলকাতাও ৷ কর্ণাটকের কুর্সি বদল হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের পতন ঘটিয়ে কর্ণাটকের মসনদে বসতে চলেছে জাতীয় কংগ্রেসের মুখ্যমন্ত্রী। আর শনিবার সকাল থেকে তারই সেলিব্রেশন চলছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে। মিষ্টি, ফুল, সবুজ আবীর, ঢাক-ঢোল নিয়ে আনন্দ-উল্লাসে মাতলেন কংগ্রেস নেতা-কর্মীরা ৷

সামনের বছর লোকসভা নির্বাচন ৷ তার আগে কর্ণাটকের বিধানসভা ভোট ঠিল কংগ্রেস এবং বিজেপি দুই দলের কাছেই অ্যাসিড টেস্টের সামিল ৷ কিন্তু ভারত জোড়ো যাত্রার কাছে হার মানল মোদি ম্যাজিক ৷ ভোটের ফলে 100 আসনের অনেক নীচেই থমকে গেল পদ্ম রথের চাকা ৷ অন্যদিকে, কংগ্রেসের বিপুল জয়ের রেশ এসে পৌঁছে গেল কলকাতাতেও ৷ পাশাপাশি চলল নাচ-গান ও দেদার আড্ডা । কর্ণাটকের জয়ের খবরে দক্ষিণ কলকাতায় কংগ্রেস সমর্থকদের উল্লাস ধরা পড়ল। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে জনগণের রায় মনে করছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, যারা বলেছিল কংগ্রেস সাইবোর্ড দল, তাদের মুখে কর্ণাটকের মানুষের এই রায় কার্যত ঝামা ঘষে দেওয়ার সমান ৷ পাশাপাশি কর্ণাটকের ভোটের ফল ধরেই এদিন অধীর চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাতেও কংগ্রেসের উপরেই মানুষ আস্থা রাখবে ৷

দক্ষিন কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, "দেশের রাজনীতির স্রোত কোন পথে বইতে চলেছে তার দিশা দেখিয়ে দিল দেশের সপ্তম বৃহত্তম রাজ্য । দেশের দূর্নীতি, মেহেঙ্গাই, বেরোজগারী ,কর্মসংস্থান, সাম্প্রদায়িকতা, স্বাস্থ্য, শিক্ষার ব্যর্থতা রায় প্রতিফলিত হয়েছে। অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তির উদয় হতে হয়েছে। কর্ণাটকের 80 শতাংশ মানুষ বিজেপি সরকারকে পরাজিত করে কংগ্রেসকে নির্বাচিত করেছে ৷" কর্ণাটকে কার্যত বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস ৷ আর সেই জয়ে আনন্দে মেতে উঠেছে কংগ্রেস সেবা দল। কলকাতা বউবাজার ও ব্যাঙ্ক অব ইন্ডিয়া মোড়ে, শহরের রাস্তায় এদিন প্রবল উৎসাহে উল্লাসে মেতে উঠতে দেখা যায় দলের সব স্তরের নেতা-কর্মীরা ৷ তাদের দাবি, বজরংবলি শোষিত মানুষের সর্বক্ষনের সঙ্গী। স্বয়ং বজরংবলি এসে কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। 'গরিব মারা' বিজেপি সরকারের পতন উদযাপন করতে।

এদিন বজরংবলির বেশে কংগ্রেসের মিছিলে পা মেলালেন দলেরই এক কর্মী ৷ একে বিশেষ উদ্যোগ বলে জানিয়েছন আইএনটিইউসি সেবাদল পশ্চিমবঙ্গ শাখার নেতা প্রমোদ পান্ডে। কর্নাটকে কংগ্রেসের জয়ের খবরে শুধুমাত্র কলকাতা নয়, এরা যে জেলায় জেলায় ও উল্লাসে মেতে উঠেছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর জেলা মুর্শিদাবাদের বহরমপুরেও মিছিল বেরোয় এদিন ৷ সঙ্গে চলে মিষ্টি বিনিময় ও আবীর খেলা। উত্তরবঙ্গে শিলিগুড়ি, মালদা-সহ একাধিক জেলাতেও কংগ্রেসের ছাত্র যুব সংগঠনও আনন্দ উল্লাসে মেতে উঠেছে।

আরও পড়ুন: 'কর্ণাটকে পুঁজিবাদের বিরুদ্ধে গরিবের শক্তির জয়', বিজেপি 'সাফ' করে প্রতিক্রিয়া রাহুলের

মাতল কংগ্রেস নেতা-কর্মীরা

কলকাতা, 13 মে: দক্ষিণের রাজ্যের জয়ের উচ্ছ্বাসে মাতল কলকাতাও ৷ কর্ণাটকের কুর্সি বদল হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের পতন ঘটিয়ে কর্ণাটকের মসনদে বসতে চলেছে জাতীয় কংগ্রেসের মুখ্যমন্ত্রী। আর শনিবার সকাল থেকে তারই সেলিব্রেশন চলছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে। মিষ্টি, ফুল, সবুজ আবীর, ঢাক-ঢোল নিয়ে আনন্দ-উল্লাসে মাতলেন কংগ্রেস নেতা-কর্মীরা ৷

সামনের বছর লোকসভা নির্বাচন ৷ তার আগে কর্ণাটকের বিধানসভা ভোট ঠিল কংগ্রেস এবং বিজেপি দুই দলের কাছেই অ্যাসিড টেস্টের সামিল ৷ কিন্তু ভারত জোড়ো যাত্রার কাছে হার মানল মোদি ম্যাজিক ৷ ভোটের ফলে 100 আসনের অনেক নীচেই থমকে গেল পদ্ম রথের চাকা ৷ অন্যদিকে, কংগ্রেসের বিপুল জয়ের রেশ এসে পৌঁছে গেল কলকাতাতেও ৷ পাশাপাশি চলল নাচ-গান ও দেদার আড্ডা । কর্ণাটকের জয়ের খবরে দক্ষিণ কলকাতায় কংগ্রেস সমর্থকদের উল্লাস ধরা পড়ল। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে জনগণের রায় মনে করছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, যারা বলেছিল কংগ্রেস সাইবোর্ড দল, তাদের মুখে কর্ণাটকের মানুষের এই রায় কার্যত ঝামা ঘষে দেওয়ার সমান ৷ পাশাপাশি কর্ণাটকের ভোটের ফল ধরেই এদিন অধীর চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাতেও কংগ্রেসের উপরেই মানুষ আস্থা রাখবে ৷

দক্ষিন কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, "দেশের রাজনীতির স্রোত কোন পথে বইতে চলেছে তার দিশা দেখিয়ে দিল দেশের সপ্তম বৃহত্তম রাজ্য । দেশের দূর্নীতি, মেহেঙ্গাই, বেরোজগারী ,কর্মসংস্থান, সাম্প্রদায়িকতা, স্বাস্থ্য, শিক্ষার ব্যর্থতা রায় প্রতিফলিত হয়েছে। অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তির উদয় হতে হয়েছে। কর্ণাটকের 80 শতাংশ মানুষ বিজেপি সরকারকে পরাজিত করে কংগ্রেসকে নির্বাচিত করেছে ৷" কর্ণাটকে কার্যত বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস ৷ আর সেই জয়ে আনন্দে মেতে উঠেছে কংগ্রেস সেবা দল। কলকাতা বউবাজার ও ব্যাঙ্ক অব ইন্ডিয়া মোড়ে, শহরের রাস্তায় এদিন প্রবল উৎসাহে উল্লাসে মেতে উঠতে দেখা যায় দলের সব স্তরের নেতা-কর্মীরা ৷ তাদের দাবি, বজরংবলি শোষিত মানুষের সর্বক্ষনের সঙ্গী। স্বয়ং বজরংবলি এসে কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। 'গরিব মারা' বিজেপি সরকারের পতন উদযাপন করতে।

এদিন বজরংবলির বেশে কংগ্রেসের মিছিলে পা মেলালেন দলেরই এক কর্মী ৷ একে বিশেষ উদ্যোগ বলে জানিয়েছন আইএনটিইউসি সেবাদল পশ্চিমবঙ্গ শাখার নেতা প্রমোদ পান্ডে। কর্নাটকে কংগ্রেসের জয়ের খবরে শুধুমাত্র কলকাতা নয়, এরা যে জেলায় জেলায় ও উল্লাসে মেতে উঠেছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর জেলা মুর্শিদাবাদের বহরমপুরেও মিছিল বেরোয় এদিন ৷ সঙ্গে চলে মিষ্টি বিনিময় ও আবীর খেলা। উত্তরবঙ্গে শিলিগুড়ি, মালদা-সহ একাধিক জেলাতেও কংগ্রেসের ছাত্র যুব সংগঠনও আনন্দ উল্লাসে মেতে উঠেছে।

আরও পড়ুন: 'কর্ণাটকে পুঁজিবাদের বিরুদ্ধে গরিবের শক্তির জয়', বিজেপি 'সাফ' করে প্রতিক্রিয়া রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.