ETV Bharat / state

Sagardighi Bypoll Result 2023: 'সাগরদিঘি মডেলের ভুল ব্যাখ্যা করছে তৃণমূল' ! দাবি কংগ্রেসের

সাগরদিঘিতে হেরে গিয়ে (Sagardighi Bypoll Result 2023) ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ! তাই তারা সাগরদিঘি মডেলের ভুল ব্যাখ্যা করছে ! কংগ্রেসের হয়ে এমনই অভিযোগ করলেন দলের প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury slams TMC) ৷

Congress claims TMC Explaining Sagardighi Model in a wrong way
ফাইল ছবি
author img

By

Published : Mar 12, 2023, 3:17 PM IST

অধীরের বিশ্লেষণ

কলকাতা, 12 মার্চ: উপনির্বাচনে পরাজয়ের ভুল ব্যাখ্যা দিচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC Explaining Sagardighi Model in a wrong way) ! সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল (Sagardighi Bypoll Result 2023) বিশ্লেষণ করতে গিয়ে এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury slams TMC) ৷ কলকাতায় আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে নিজের বক্তব্য়ের স্বপক্ষে রীতিমতো তথ্যভাণ্ডার তুলে ধরেন তিনি ৷ সেই তথ্যাবলীর রাজনৈতিক বিশ্লেষণ ও ব্যাখ্য়াও করেন ৷

অধীরের বক্তব্য, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয়ের প্রধান কারণ হল, এই লড়াইয়ে বামেদের সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস ৷ ফলে কংগ্রেস এবং বামফ্রন্টের স্থায়ী ভোটাররা জোটপ্রার্থীকেই ভোট দিয়েছেন ৷ অন্যদিকে, তৃণমূল ও বিজেপির ভোটে বিপুল ধস নেমেছে ৷ যে কোনও কারণেই হোক, তৃণমূল ও বিজেপির ভোটারদের একাংশের মনে হয়েছে, ওই আসনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীই তাঁদের সেরা পছন্দ ৷ সেই কারণেই 2 বছরেরও কম সময়ের ব্যবধানে সাগরদিঘি আসনে 3 থেকে 1 নম্বরে উঠে এসেছে কংগ্রেস ৷ জয়ী হয়েছেন তাঁদের দলের প্রতিনিধি বাইরন বিশ্বাস ৷

অধীর মনে করেন, 2021 সালে সাগরিদিঘি আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল মেরুকরণের তাস খেলে ৷ সেই সময় সবথেকে চর্চিত ইস্যু ছিল এনআরসি এবং সিএএ ৷ বিজেপি হুঁশিয়ারি দিয়েছিল, দেশজুড়ে এনআরসি ও সিএএ কার্যকর করা হবেই ৷ আর তাতেই সংখ্য়ালঘু এবং বাংলাদেশ থেকে এদেশে আসা মানুষদের একটা বড় অংশ ভয় পেয়েছিল ৷ তার জেরে কংগ্রেসের সংখ্যালঘু ভোট ভাগ হয়ে চলে যায় তৃণমূলে ৷ অন্যদিক, সংখ্যাগুরুদের ভোট যায় বিজেপির পক্ষে ৷ কিন্তু, গত প্রায় দু'বছরে পরিস্থিতি অনেকটা বদলে গিয়েছে ৷ তৃণমূলকে নিয়ে রাজ্যবাসীর একাংশ তিতিবিরক্ত বলে মনে করছে কংগ্রেস ৷ অন্যদিকে, বিজেপিকে নিয়েও মোহভঙ্গ হচ্ছে ৷ এই অবস্থায় সাগরদিঘিতে বামেদের সঙ্গে জোট করে লাভ হয়েছে কংগ্রেসের ৷

আরও পড়ুন: সাগরদিঘির ফল পর্যালোচনায় কমিটি মমতার, ভাঙড়ে নিতে পারেন কঠোর সিদ্ধান্ত

অধীরের দাবি, কংগ্রেসের এই জয় দেখে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ! তাই আমজনতাকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে ৷ সেই 'ভুল' ভাঙাতেই আসরে নামেন অধীর ৷ 2021 সালে তৃণমূল, বিজেপি ও কংগ্রেস সাগরদিঘিতে কত ভোট পেয়েছিল, এবং 2023 সালের উপনির্বাচনে সেই ভোটপ্রাপ্তি কতটা বদলে যায়, তা পরিসংখ্য়ান-সহ তুলে ধরেন তিনি ৷ বুঝিয়ে দেন, সাগরিদিঘিতে অন্তত তৃণমূলের জনপ্রিয়তা ব্যাপক হারে কমেছে ৷ ধস নেমেছে গেরুয়া শিবিরের সমর্থনেও ৷

অধীরের বিশ্লেষণ

কলকাতা, 12 মার্চ: উপনির্বাচনে পরাজয়ের ভুল ব্যাখ্যা দিচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC Explaining Sagardighi Model in a wrong way) ! সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল (Sagardighi Bypoll Result 2023) বিশ্লেষণ করতে গিয়ে এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury slams TMC) ৷ কলকাতায় আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে নিজের বক্তব্য়ের স্বপক্ষে রীতিমতো তথ্যভাণ্ডার তুলে ধরেন তিনি ৷ সেই তথ্যাবলীর রাজনৈতিক বিশ্লেষণ ও ব্যাখ্য়াও করেন ৷

অধীরের বক্তব্য, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয়ের প্রধান কারণ হল, এই লড়াইয়ে বামেদের সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস ৷ ফলে কংগ্রেস এবং বামফ্রন্টের স্থায়ী ভোটাররা জোটপ্রার্থীকেই ভোট দিয়েছেন ৷ অন্যদিকে, তৃণমূল ও বিজেপির ভোটে বিপুল ধস নেমেছে ৷ যে কোনও কারণেই হোক, তৃণমূল ও বিজেপির ভোটারদের একাংশের মনে হয়েছে, ওই আসনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীই তাঁদের সেরা পছন্দ ৷ সেই কারণেই 2 বছরেরও কম সময়ের ব্যবধানে সাগরদিঘি আসনে 3 থেকে 1 নম্বরে উঠে এসেছে কংগ্রেস ৷ জয়ী হয়েছেন তাঁদের দলের প্রতিনিধি বাইরন বিশ্বাস ৷

অধীর মনে করেন, 2021 সালে সাগরিদিঘি আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল মেরুকরণের তাস খেলে ৷ সেই সময় সবথেকে চর্চিত ইস্যু ছিল এনআরসি এবং সিএএ ৷ বিজেপি হুঁশিয়ারি দিয়েছিল, দেশজুড়ে এনআরসি ও সিএএ কার্যকর করা হবেই ৷ আর তাতেই সংখ্য়ালঘু এবং বাংলাদেশ থেকে এদেশে আসা মানুষদের একটা বড় অংশ ভয় পেয়েছিল ৷ তার জেরে কংগ্রেসের সংখ্যালঘু ভোট ভাগ হয়ে চলে যায় তৃণমূলে ৷ অন্যদিক, সংখ্যাগুরুদের ভোট যায় বিজেপির পক্ষে ৷ কিন্তু, গত প্রায় দু'বছরে পরিস্থিতি অনেকটা বদলে গিয়েছে ৷ তৃণমূলকে নিয়ে রাজ্যবাসীর একাংশ তিতিবিরক্ত বলে মনে করছে কংগ্রেস ৷ অন্যদিকে, বিজেপিকে নিয়েও মোহভঙ্গ হচ্ছে ৷ এই অবস্থায় সাগরদিঘিতে বামেদের সঙ্গে জোট করে লাভ হয়েছে কংগ্রেসের ৷

আরও পড়ুন: সাগরদিঘির ফল পর্যালোচনায় কমিটি মমতার, ভাঙড়ে নিতে পারেন কঠোর সিদ্ধান্ত

অধীরের দাবি, কংগ্রেসের এই জয় দেখে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ! তাই আমজনতাকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে ৷ সেই 'ভুল' ভাঙাতেই আসরে নামেন অধীর ৷ 2021 সালে তৃণমূল, বিজেপি ও কংগ্রেস সাগরদিঘিতে কত ভোট পেয়েছিল, এবং 2023 সালের উপনির্বাচনে সেই ভোটপ্রাপ্তি কতটা বদলে যায়, তা পরিসংখ্য়ান-সহ তুলে ধরেন তিনি ৷ বুঝিয়ে দেন, সাগরিদিঘিতে অন্তত তৃণমূলের জনপ্রিয়তা ব্যাপক হারে কমেছে ৷ ধস নেমেছে গেরুয়া শিবিরের সমর্থনেও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.