কলকাতা, 22 জুন : একুশের বিধানসভা নির্বাচন প্রদেশ কংগ্রেসের অস্তিত্ব রাজ্য বিধানসভার চৌহদ্দি থেকে মুছে দিয়েছে । এই বছর কংগ্রেস এবং বাম শূন্য বিধানসভা গঠিত হয়েছে । অথচ কংগ্রেস আছে কংগ্রেসেই । পুরনো প্রথা অনুসারে অন্তর্কলহপূর্ণ ।
শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জানিয়েছিলেন, আসন্ন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে চায় না কংগ্রেস । সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েও দেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ । অথচ তাঁর উল্টো পথে হেঁটে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার পক্ষে তিনি । আর এর থেকেই তৈরি হয়েছে নতুন বিতর্ক । তবে কি এই প্রার্থী দেওয়া নিয়েই প্রদেশ কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ল ?
এমনিতেই প্রদেশ কংগ্রেস একাধিক গোষ্ঠীতে বিভক্ত । ফলে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা সকলেরই জানা । এই অবস্থায় ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে বিতর্ক গোটা বিষয়টিতে বাড়তি মাত্রা যোগ করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
আরও পড়ুন : বিধায়ক পদে ইস্তফা শোভনদেবের, ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা
বিষয়টি নিয়ে প্রদীপ প্রসাদকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, "কংগ্রেসের যাবতীয় সাফল্য বা ব্যর্থতা... সবটাই নির্ভর করে নির্বাচনের উপর । এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের লক্ষ্য হওয়া উচিত কীভাবে যে ক'টি আসনে উপনির্বাচন রয়েছে, সেখানে যত সম্ভব আসন জিতে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া । এমতাবস্থায় কোনও আসন ছেড়ে দেওয়ার মতো বিলাসিতা করার জায়গা নেই ।"
তিনি আরও বলেন, "প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়ে বলছি, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী লড়াই করছেন বলে আসন ছেড়ে দেওয়ার কোনও সুযোগ নেই ।" তিনি এও জানিয়েছেন, অধীরবাবুকে তিনি বিষয়টি জানাবেন । এখন দেখার দক্ষিণ কলকাতার সভাপতির বক্তব্ কে গুরুত্ব দিয়ে অধীর চৌধুরী তাঁর পুরানো অবস্থান থেকে সরে আসেন কি না ।