কলকাতা, 2 ডিসেম্বর: ভুল করে দেহ অন্য পরিবারের হাতে চলে যাওয়া বা কোনও ত্রুটির জেরে অন্যের দেহ সৎকার করে ফেলার ঘটনা নিয়ে বিতর্ক বা গণ্ডগোলের ঘটনা আগেও অনেক ঘটেছে ৷ তবে কবর নিয়ে দেশের স্বনামধন্য দুই পরিবারের দ্বন্দ্ব যেন এযাবৎকালে নজিরবিহীন ঘটনা । তেমনটাই এবার প্রকাশ্যে এল । অবশ্য, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের আশ্বাস, জানুয়ারি মাসে সরেজমিনে খতিয়ে দেখে এই বিবাদের একটা বিহিত করা হবে আইনি পথেই।
3 নম্বর গোবরা কবরস্থানের, ব্লক 9, এক নম্বর রো । কবরের এই জায়গাটিকে ঘিরেই যত গণ্ডগোল দুই পরিবারের। একটি পরিবার দেশের প্রাক্তন প্রধান বিচারপতি আলতামাস কবীরের । অপর পরিবার দেশের প্রথম দন্ত চিকিৎসক ডাঃ রফিউদ্দিন আহমেদের । দু'পক্ষের তরফেই ওই কবরের অংশ তাদের বলে দাবি করা হয়েছে । কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রয়াত আলতামাস কবীরের স্ত্রী মীনা কবীরের আত্মীয় ছিলেন আনোয়ারা খাতুন । মৃত্যুর পর তাঁকে সমাধিস্থ করা হয় ওই কবরখানায়, তাঁর নমে ফলকও রয়েছে সেখানে । ফলক অনুযায়ী 1975 সালে মারা গিয়েছেন আনোয়ারা খাতুন ।
তবে আর আহমেদের নাতনি ডাঃ জারিনা আলিয়ার দাবি, ওইখানেই 1965 সালে কবর দেওয়া হয়েছিল ডাঃ রফিউদ্দিন আহমেদকে । ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ডাঃ রফিউদ্দিন আহমেদ । তার নামে আর আহমেদ ডেন্টাল কলেজ আছে কলকাতায় । ডাঃ জারিনা আলিয়ার বক্তব্য, ওই জমি যে আর আহমেদের পরিবারের সে সংক্রান্ত কাগজপত্র সমস্ত কিছু আছে । তিনি প্রশ্ন তোলেন, তাঁদের জমিতে কী করে অন্য কেউ কবর দিয়েছেন ?
পৌরনিগমের এক আধিকারিকদের কথায়,"অতীতে চেয়েছিলাম দুই পরিবারকে ওই জমি আড়াআড়ি ভাগ করে দিতে । কিন্তু কোনও পক্ষই সেটা মানতে নারাজ ।" শনিবার কলকাতা কর্পোরেশনে টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিমকে ফোন করেছিলেন আর আহমেদের নাতন জারিনা আলিয়া। তাঁর কথায়,"ওই জমি আমাদের । আনোয়ারা খাতুনের নামে ফলক সরিয়ে সেখানে আর আহমেদের ফলক বসানো হোক।" জবাবে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এভাবে সমস্যা সমাধান সম্ভব নয় । দুই পরিবারকে নিয়ে মুখোমুখি আলোচনায় বসা হবে ।
আরও পড়ুন:
- 'ঐতিহ্যবাহী' বাড়ির মেলেনি গ্রেড ! নিশ্চিহ্নের পথে বিপ্লবী যতীন দাসের জন্মস্থল ! উদাসীন পৌরনিগম
- কর ফাঁকি আটকাতে কড়া পৌরনিগম, কলকাতায় বাড়ছে বাণিজ্যিক জোনের সংখ্যা
- 2000 বর্গ মিটারের বেশি নির্মাণ হলেই গুনতে হবে পানীয় জল সরবরাহের পরিকাঠামো ও উন্নয়ন কর