কলকাতা, ৩০ জুলাই : সম্ভাবনা মূলত তিনটে । লুটপাট, সম্পত্তি দখল নিয়ে গোপন পারিবারিক কলহ ও প্রোমোটারের কুদৃষ্টি । নেতাজি নগরে জোড়া খুনের ঘটনায় লালবাজারের হোমিসাইড শাখার দুঁদে গোয়েন্দাদের ডায়েরিতে উঠে এসেছে এই তিন সম্ভাবনার কথা । ইতিমধ্যেই সাতজনকে জেরা করা হয়েছে । পাওয়া গেছে বেশ কিছু তথ্য । সেই সূত্রগুলো জুড়ে প্রাথমিকভাবে প্রথম সম্ভাবনাটাই জোরদার হয়েছে পুলিশের কাছে । অর্থাৎ লুটপাটের উদ্দেশ্যেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করছেন গোয়েন্দারা । তবে ঘটনার পারিপার্শ্বিকতা বলছে এই কাজ পাকা হাতের নয় । খুনের নেপথ্যে রয়েছে পরিচিত কেউ । তাই কেউই সন্দেহের ঊর্ধ্বে নয় ।
এই সংক্রান্ত আরও খবর : নেতাজিনগরে বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির মৃতদেহ
আজ সকালে দক্ষিণ কলকাতার নেতাজি নগরের অশোকা অ্যাভিনিউয়ের খুন হওয়া দিলীপ মুখোপাধ্যায় ওই বাড়িটি পেয়েছিলেন পারিবারিক সূত্রে । তাঁর অন্য দুই ভাইয়ের ওই বাড়ির উপরে কোন দাবি ছিল কিনা তা এখনও পরিষ্কার নয় । এই বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য এখনও পর্যন্ত তদন্তকারীরা পাননি । তবে শোনা যাচ্ছে, দিলীপবাবুর মা এই বাড়িটি তাঁর নামে উইল করে দিয়েছিলেন । এখানেই তৈরি হয়েছে একটি সন্দেহ । সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে কোনও গোপন বিবাদ ছিল না তো? তার জেরেই এই খুনের ঘটনা নয় তো?
গোয়েন্দাদের বক্তব্য, সেই সম্ভাবনা খুবই ক্ষীণ । কারণ, এই খুনের পারিপার্শ্বিকতা । স্থানীয়দের থেকে খবর পাওয়ার পর পুলিশ ওই দোতলা বাড়িতে পৌঁছে সিঁড়ির মাঝের দরজার সামনে উদ্ধার করে দিলীপবাবুর স্ত্রী স্বপ্নার দেহ । তাঁর নাকে রক্তের দাগ ছিল । পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্ট না এলেও দুঁদে গোয়েন্দাদের জহুরে চোখ বলছে পেছন থেকে তাঁর গলায় চাপ দেওয়া হয়েছে । সম্ভবত সেটাই তাঁর মৃত্যুর কারণ । চাপের কারণেই তাঁর নাক দিয়ে রক্ত বেরিয়েছে । আর দিলীপবাবুর দেহ উদ্ধার হয় শোবার ঘরের খাটে । তাঁর মুখে বালিশের কভার দেওয়ার তোয়ালে গোঁজা ছিল । দিলীপবাবু যাতে চিৎকার করতে না পারেন সেই কারণেই এই কাজ করেছিল খুনি । তাঁর মুখের উপর রাখা ছিল একটি বালিশ । সম্ভবত বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে তাঁকে । দোতলার দুটি শোবার ঘরে মোট 10 টি আলমারি । তার মধ্যে আটটি খোলা হয়েছিল চাবি দিয়ে । একটি কাঠের আলমারি জোর করে খোলা হয়েছিল । বন্ধ ছিল শুধু একটি লোহার আলমারি । পাশাপাশি স্বপ্নার গলার সোনার হারটি লোপাট হয়েছে । দিলীপবাবুর হাতের অত্যন্ত প্রিয় দামি ঘড়িটিও নেই । সেই সূত্রেই তদন্তকারীদের প্রাথমিক ধারণা সম্পত্তির কারণে খুন হলে লুটপাট হত না । তাই সেই মোটিভটির সম্ভাবনা ক্ষীণ ।
বছর চারেক ধরে দিলীপবাবুর বাড়িতে কাজ করছেন লতা । তার আগে এই বাড়িতে কাজ করতেন তারই মাসি । লতার বাড়ি সুন্দরবন এলাকায় । লতার মাসি পুলিশকে জানিয়েছেন, তিনি যখন কাজ করতেন তখন এক প্রোমোটারের প্রচুর ফোন আসত দিলীপবাবুর কাছে । লতাও একই কথা জানিয়েছেন । কিন্তু, বাড়ি প্রোমোটিং করাতে আপত্তি ছিল দিলীপবাবুর । তবে কি বাড়ির দখল পাওয়ার জন্যই এই খুন?
তদন্তের কাটাকুটি খেলায় সেই সম্ভাবনাও অত্যন্ত কম । কারণ, খুনের পর এই বাড়ির ও জমির মালিকানা নিয়ে যথেষ্ট জটিলতা তৈরি হয়ে গেছে । সাধারণভাবে কোনও প্রোমোটার সেই জটিলতা তৈরি করতে চাইবে না । যদিও কোন সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা ।
খুনের পর বাড়িটির অবস্থা দেখে, তদন্তকারীদের জোড়ালো মনে হচ্ছে, লুটপাটের উদ্দেশ্যই এই খুন । জানা গেছে, দিন চারেক আগে বাড়ির ছাদ সারাই এবং ডাইনিং রুমের রঙের কাজ শেষ হয়েছে । এই ধরনের মিস্ত্রিদের সঙ্গে দিলীপবাবুর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল । কারণ, একটা সময় দিলীপবাবু রুফ ট্রিটমেন্টের কাজ করতেন । ৪-৫ বছর আগেও তাঁর ভারত ওয়াটার প্রুফিং কম্পানিটির রমরমা ছিল । সম্প্রতি, অবশ্য এই কম্পানি বন্ধ হয়ে গেছে । কিছুদিন আগেই স্ট্রোক হয় দিলীপবাবুর । তারপর তিনি সেভাবে হাঁটাচলা করতে পারতেন না । বছর খানেক ধরে দীপক জানা ওরফে বাবাই নামে 22 বছরের এক যুবক মুখোপাধ্যায় পরিবারের দোকানের জিনিসপত্র কেনাকাটার কাজ করত । পরিচালিকা লতা সকাল সাড়ে 10 টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই বাড়িতে থাকতেন । সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত তিনি অন্য একটি জায়গায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন । সাড়ে আটটার পর একটি নার্সিংহোমে আয়ার কাজ করেন । পুলিশ লতার বয়ানে কোন অসঙ্গতি খুঁজে পাওয়া যায়নি এখনও পর্যন্ত । দীপকের বয়ানেও সেভাবে অসঙ্গতি নেই । বাড়ির তলায় অনেকে ভাড়ায় দোকান চালালেও, কেউই এই দম্পতিকে ভাড়া দিত না । ব্যতিক্রম সুদিন নামে এক যুবক । তাঁর রঙের দোকান রয়েছে এই বাড়ির নিচে । ওই যুবকের সঙ্গে এই দম্পতির ঘনিষ্ঠতা ছিল । এমনকি ব্যাঙ্কের টাকা তুলতেও সুদিনকেই সঙ্গে নিয়ে যেতেন দিলীপ । তাঁকে জেরা করে পুলিশ জেনেছে, দিন কয়েক আগেই 50 হাজার টাকা তুলেছিলেন দিলীপ ।
অন্যদিকে, ছাদ সারাই ও রঙের কাজের জন্য এক পরিচিত ব্যক্তিকে বরাত দিয়েছিলেন দিলীপ । তিনি এক এক দিন এক এক লেবার নিয়ে কাজ করতেন ৷ বিভিন্ন জনকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ওই মাসুদের সঙ্গে যথেষ্ট খোলামেলাভাবে মিশতেন দীলিপবাবু । তাদের সামনেই আলমারি থেকে বের করা হত টাকা । এদিকে, সিঁড়ির তলায় থাকা কলিং বেল টিপলে দীলিপবাবু নিজে দেখে তবেই দরজার চাবি খুলতেন স্বপ্না । সেই সূত্রেই তদন্তকারীদের অনুমান, এই খুনে রয়েছে পরিচিত কেউ । রং এবং ছাদসারাইয়ের কাজ করা কাউকে এখনও পর্যন্ত জেরা করেনি পুলিশ । তবে পারিপার্শ্বিক ঘটনা ইঙ্গিত করছে, এই ঘটনার পেছনে থাকতে পারে কোনও মিস্ত্রি । টাকার লোভেই এই খুন ।