ETV Bharat / state

ডাব্লুবিটিসির তৎপরতায় খোয়া যাওয়া মোবাইল খুঁজে পেলেন কলেজ ছাত্রী - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বিদিশা সাহা

বিদিশা জানান, গতকাল একটা 20 মিনিট নাগাদ আমি হাওড়া স্টেশনে পৌঁছায় ৷ তারপরেই লক্ষ্য করি মোবাইলটি বাসেই ফেলে এসেছি । কী করব বুঝতে না পেরে আমি ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনে যোগাযোগ করি ।

কলকাতা
কলকাতা
author img

By

Published : Dec 16, 2020, 10:37 AM IST

কলকাতা, 16 ডিসেম্বর : কয়েকঘণ্টার মধ্যেই কলেজ ছাত্রীর খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে তাঁর হাতে ফিরিয়ে দিল ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন ৷ সম্পূর্ণ কাজটি হয়েছে কন্ট্রোলরুম থেকেই ৷ ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনে কর্মরত এক আধিকারিক জানান, গতকাল দুপুরে কন্ট্রোল রুমে একটি ফোন আসে ৷ ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে একটি মহিলা কণ্ঠস্বর ৷ ফোনে জানান কিছুক্ষণ আগেই তিনি যাদবপুর-হাওড়া রুটের একটি সরকারি বাসে করে হাওড়া এসেছেন ৷ কিন্তু কোনও কারণে ফোনটি থেকে গিয়েছে ওই বাসের সিটে ৷ বিষয়টি জানান পরই কন্ট্রোলরুমের তরফে ওই রুটের সকল বাসের চালকদের ফোন করে বিষয়টি জানানো হয় ৷ তারপরই ই-1 রুটের 5385 নম্বর বাসের থেকে উদ্ধার হয় ফোনটি ৷ তুলে দেওয়া হয় ওই কলেজ ছাত্রীর হাতে ৷

ওই কলেজ ছাত্রীর নাম বিদিশা সাহা ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তিনি ৷ বীরভূমের রামপুরহাটের বাসিন্দা ৷ পড়াশোনা সূত্রে কলকাতায় থাকেন ৷ এবিষয়ে বিদিশা জানান, গতকাল একটা 20 মিনিট নাগাদ আমি হাওড়া স্টেশনে পৌঁছায় ৷ তারপরেই লক্ষ্য করি মোবাইলটি বাসেই ফেলে এসেছি । কী করব বুঝতে না পেরে আমি ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনে যোগাযোগ করি । কিছুক্ষণের মধ্যেই আমায় ফোন করে জানানো হয় ফোনটি পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন : পুলিশ উদ্ধার করল 11 টি মোবাইল,গ্রেপ্তার 3

ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদিশা ৷ পাশাপাশি ওই বাসের চালককেও ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ তিনি বলেন, আমি ভাবতে পারিনি যে ফোনটি খুঁজে পাওয়া যাবে ৷

কলকাতা, 16 ডিসেম্বর : কয়েকঘণ্টার মধ্যেই কলেজ ছাত্রীর খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে তাঁর হাতে ফিরিয়ে দিল ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন ৷ সম্পূর্ণ কাজটি হয়েছে কন্ট্রোলরুম থেকেই ৷ ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনে কর্মরত এক আধিকারিক জানান, গতকাল দুপুরে কন্ট্রোল রুমে একটি ফোন আসে ৷ ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে একটি মহিলা কণ্ঠস্বর ৷ ফোনে জানান কিছুক্ষণ আগেই তিনি যাদবপুর-হাওড়া রুটের একটি সরকারি বাসে করে হাওড়া এসেছেন ৷ কিন্তু কোনও কারণে ফোনটি থেকে গিয়েছে ওই বাসের সিটে ৷ বিষয়টি জানান পরই কন্ট্রোলরুমের তরফে ওই রুটের সকল বাসের চালকদের ফোন করে বিষয়টি জানানো হয় ৷ তারপরই ই-1 রুটের 5385 নম্বর বাসের থেকে উদ্ধার হয় ফোনটি ৷ তুলে দেওয়া হয় ওই কলেজ ছাত্রীর হাতে ৷

ওই কলেজ ছাত্রীর নাম বিদিশা সাহা ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তিনি ৷ বীরভূমের রামপুরহাটের বাসিন্দা ৷ পড়াশোনা সূত্রে কলকাতায় থাকেন ৷ এবিষয়ে বিদিশা জানান, গতকাল একটা 20 মিনিট নাগাদ আমি হাওড়া স্টেশনে পৌঁছায় ৷ তারপরেই লক্ষ্য করি মোবাইলটি বাসেই ফেলে এসেছি । কী করব বুঝতে না পেরে আমি ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনে যোগাযোগ করি । কিছুক্ষণের মধ্যেই আমায় ফোন করে জানানো হয় ফোনটি পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন : পুলিশ উদ্ধার করল 11 টি মোবাইল,গ্রেপ্তার 3

ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদিশা ৷ পাশাপাশি ওই বাসের চালককেও ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ তিনি বলেন, আমি ভাবতে পারিনি যে ফোনটি খুঁজে পাওয়া যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.