ETV Bharat / state

Coal smuggling case: প্রভাবশালীদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ট্রান্সফার হাওড়ার অ্যাকাউন্ট্যান্টের - অনুপ মাঝি

প্রভাবশালীদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ট্রান্সফার করেছিলেন হাওড়ার অ্যাকাউন্ট্যান্ট (Coal smuggling case)৷ কয়লা পাচার কাণ্ডে এই তথ্য হাতে এসেছে তদন্তকারী আধিকারিকদের (CBI)৷

Coal smuggling case: CBI finding links between Anup Majhi and Rujira Banerjee
প্রভাবশালীদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ট্রান্সফার হাওড়ার অ্যাকাউন্ট্যান্টের
author img

By

Published : Jun 14, 2022, 2:14 PM IST

কলকাতা, 14 জুন: কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক বিস্ফোরক তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা (Coal smuggling case)। জানা গিয়েছে, অনুপ মাঝি পুরুলিয়ার অফিস থেকে নির্দেশ পাওয়ার পর কোটি কোটি টাকা বিভিন্ন প্রভাবশালীর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন হাওড়ায় একজন অ্যাকাউন্ট্যান্ট, যাঁর নাম নিরাজ সিংহ । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত ওই অ্যাকাউন্ট্যান্টকে একবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা (Rujira Banerjee)। এরপর থেকেই ওই অ্যাকাউন্ট্যান্ট পলাতক রয়েছে বলে সিবিআই সূত্রে খবর ।

অভিযোগ, বিদেশি ব্যাংকে কয়লা পাচারের টাকা সরিয়ে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আত্মীয়রা । প্রথমে আয়কর দফতর এই তথ্য সিবিআইকে দিয়েছে বলে মনে করা হচ্ছে । কারণ অনুপ মাঝি ওরফে লালার পুরুলিয়ার অফিসে একাধিকবার তল্লাশি চালায় আয়কর দফতর । সেখান থেকে বেশকিছু ক্যাশ ভাউচার উদ্ধার করা হয় । একাধিক ফাইল এবং নথিপত্র ঘেঁটে আয়করের আধিকারিকরা সেই সব তথ্য তুলে দেয় ইডি এবং সিবিআই-এর হাতে । সেই অনুযায়ী এ বার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় ।

আরও পড়ুন: CBI to interrogate Rujira: রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে ভবানীপুরের বাড়িতে 8 সদস্যের সিবিআই দল

এর আগে বেশ কয়েক দফায় অনুপ মাঝি ওরফে লালাকে কলকাতার নিজাম প্যালেসের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা । সেই সময় তাঁর একাধিকবার বয়ান রেকর্ড করেন তদন্তকারী আধিকারিকরা । অনুপ মাঝিকে জিজ্ঞাসাবাদ করে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যপারে যে সব একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারীরা, সেই তথ্যগুলি যাচাই করতে এ দিন রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷

কলকাতা, 14 জুন: কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক বিস্ফোরক তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা (Coal smuggling case)। জানা গিয়েছে, অনুপ মাঝি পুরুলিয়ার অফিস থেকে নির্দেশ পাওয়ার পর কোটি কোটি টাকা বিভিন্ন প্রভাবশালীর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন হাওড়ায় একজন অ্যাকাউন্ট্যান্ট, যাঁর নাম নিরাজ সিংহ । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত ওই অ্যাকাউন্ট্যান্টকে একবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা (Rujira Banerjee)। এরপর থেকেই ওই অ্যাকাউন্ট্যান্ট পলাতক রয়েছে বলে সিবিআই সূত্রে খবর ।

অভিযোগ, বিদেশি ব্যাংকে কয়লা পাচারের টাকা সরিয়ে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আত্মীয়রা । প্রথমে আয়কর দফতর এই তথ্য সিবিআইকে দিয়েছে বলে মনে করা হচ্ছে । কারণ অনুপ মাঝি ওরফে লালার পুরুলিয়ার অফিসে একাধিকবার তল্লাশি চালায় আয়কর দফতর । সেখান থেকে বেশকিছু ক্যাশ ভাউচার উদ্ধার করা হয় । একাধিক ফাইল এবং নথিপত্র ঘেঁটে আয়করের আধিকারিকরা সেই সব তথ্য তুলে দেয় ইডি এবং সিবিআই-এর হাতে । সেই অনুযায়ী এ বার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় ।

আরও পড়ুন: CBI to interrogate Rujira: রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে ভবানীপুরের বাড়িতে 8 সদস্যের সিবিআই দল

এর আগে বেশ কয়েক দফায় অনুপ মাঝি ওরফে লালাকে কলকাতার নিজাম প্যালেসের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা । সেই সময় তাঁর একাধিকবার বয়ান রেকর্ড করেন তদন্তকারী আধিকারিকরা । অনুপ মাঝিকে জিজ্ঞাসাবাদ করে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যপারে যে সব একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারীরা, সেই তথ্যগুলি যাচাই করতে এ দিন রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.