ETV Bharat / state

স্কচ ফাউন্ডেশনে পুরস্কৃত ই-সমাধান

গতবছর মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অধীনে তৈরি হয় পাবলিক গ্রিভেন্স ম্যানেজমেন্ট সেল বা ই-সমাধান । যাতে আসা অভিযোগের 95 শতাংশ সমাধান করে মুখ্যমন্ত্রীর অধীনে থাকা সচিবালয় । যা জাতীয় স্তরে হয়ে ওঠে একটি মডেল । এবার সেই মডেলকে সম্মানে ভূষিত করল স্কচ ফাউন্ডেশন ।

নবান্ন
নবান্ন
author img

By

Published : Aug 1, 2020, 1:18 PM IST

কলকাতা, 1 অগাস্ট : স্কচ ফাউন্ডেশনের জাতীয় শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করা হল মুখ্যমন্ত্রী সচিবালয়কে ৷ এই সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই সচিবালয়ের সমস্ত কর্মী ও আধিকারিককে অভিনন্দন জানান তিনি ৷

গতবছর মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অধীনে তৈরি হয় পাবলিক গ্রিভেন্স ম্যানেজমেন্ট সেল বা ই-সমাধান । সেই প্রকল্পে ব্যাপক সাড়া মেলে । যাতে আসা অভিযোগের 95 শতাংশ সমাধান করে মুখ্যমন্ত্রীর অধীনে থাকা সচিবালয় । যা জাতীয় স্তরে হয়ে ওঠে একটি মডেল । এবার সেই মডেলকে অনন্য সম্মানে ভূষিত করল স্কচ ফাউন্ডেশন । দেওয়া হল জাতীয় সেরার সম্মান । পুরস্কার হিসেবে দেওয়া হল ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড ।

স্কচ ফাউন্ডেশনের তরফে দেওয়া পুরস্কার
স্কচ ফাউন্ডেশনের তরফে দেওয়া পুরস্কার

গতকাল দিল্লিতে ছিল 65তম স্কচ সামিট । ফি বছর বিভিন্ন রাজ্যের জনমুখী প্রকল্প এবং কাজের জন্য একটি প্ল্যাটিনাম, তিনটি সোনা এবং 10টি রুপো অ্যাওয়ার্ড হিসেবে প্রদান করা হয় । অত্যন্ত সম্মানীয় এই পুরস্কার পাওয়ার জন্য রাজ্যগুলির মধ্যে রীতিমতো কড়া প্রতিযোগিতা হয় । এ বছরও যথেষ্ট শক্ত ছিল সেরার সেরাকে বেছে নেওয়া । বিভিন্ন রাজ্য থেকে চার হাজার মনোনয়নপত্র জমা পড়ে । সেখান থেকে সেরার সেরা পুরস্কার পেল পশ্চিমবঙ্গ ।

পুরস্কার প্রদানের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দপ্তরের কাজকে রীতিমত প্রশংসা করা হয় । জানানো হয়, গত বছর চালু হওয়া এই প্রকল্পে আট লাখ 16 হাজার মানুষ তাঁদের সমস্যার কথা জানিয়েছিলেন । তার মধ্যে অত্যন্ত সফলতার সঙ্গে 95 শতাংশ সমাধান করেছে পশ্চিমবঙ্গ সরকার । যা দেশের মধ্যে মডেল হয়ে উঠতে পারে । এর আগে 2014 সালে ই-আবগারি প্রোজেক্টের জন্য প্ল্যাটিনাম সম্মান পেয়েছিল আবগারি দপ্তর ।

কলকাতা, 1 অগাস্ট : স্কচ ফাউন্ডেশনের জাতীয় শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করা হল মুখ্যমন্ত্রী সচিবালয়কে ৷ এই সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই সচিবালয়ের সমস্ত কর্মী ও আধিকারিককে অভিনন্দন জানান তিনি ৷

গতবছর মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অধীনে তৈরি হয় পাবলিক গ্রিভেন্স ম্যানেজমেন্ট সেল বা ই-সমাধান । সেই প্রকল্পে ব্যাপক সাড়া মেলে । যাতে আসা অভিযোগের 95 শতাংশ সমাধান করে মুখ্যমন্ত্রীর অধীনে থাকা সচিবালয় । যা জাতীয় স্তরে হয়ে ওঠে একটি মডেল । এবার সেই মডেলকে অনন্য সম্মানে ভূষিত করল স্কচ ফাউন্ডেশন । দেওয়া হল জাতীয় সেরার সম্মান । পুরস্কার হিসেবে দেওয়া হল ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড ।

স্কচ ফাউন্ডেশনের তরফে দেওয়া পুরস্কার
স্কচ ফাউন্ডেশনের তরফে দেওয়া পুরস্কার

গতকাল দিল্লিতে ছিল 65তম স্কচ সামিট । ফি বছর বিভিন্ন রাজ্যের জনমুখী প্রকল্প এবং কাজের জন্য একটি প্ল্যাটিনাম, তিনটি সোনা এবং 10টি রুপো অ্যাওয়ার্ড হিসেবে প্রদান করা হয় । অত্যন্ত সম্মানীয় এই পুরস্কার পাওয়ার জন্য রাজ্যগুলির মধ্যে রীতিমতো কড়া প্রতিযোগিতা হয় । এ বছরও যথেষ্ট শক্ত ছিল সেরার সেরাকে বেছে নেওয়া । বিভিন্ন রাজ্য থেকে চার হাজার মনোনয়নপত্র জমা পড়ে । সেখান থেকে সেরার সেরা পুরস্কার পেল পশ্চিমবঙ্গ ।

পুরস্কার প্রদানের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দপ্তরের কাজকে রীতিমত প্রশংসা করা হয় । জানানো হয়, গত বছর চালু হওয়া এই প্রকল্পে আট লাখ 16 হাজার মানুষ তাঁদের সমস্যার কথা জানিয়েছিলেন । তার মধ্যে অত্যন্ত সফলতার সঙ্গে 95 শতাংশ সমাধান করেছে পশ্চিমবঙ্গ সরকার । যা দেশের মধ্যে মডেল হয়ে উঠতে পারে । এর আগে 2014 সালে ই-আবগারি প্রোজেক্টের জন্য প্ল্যাটিনাম সম্মান পেয়েছিল আবগারি দপ্তর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.