ETV Bharat / state

Christmas Festival 2022: কলকাতায় ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু একুশে, উদ্বোধনে মুখ্যমন্ত্রী - বাবুল সুপ্রিয়

কলকাতায় ক্রিসমাস ফেস্টিভ্যাল (Christmas Festival 2022) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আগামী 21 ডিসেম্বর থেকে শুরু হবে উৎসব ৷ জানালেন রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷

CM Mamata Banerjee will inaugurate Christmas Festival 2022 in Kolkata on 21 December
Christmas Festival 2022: কলকাতায় ক্রিস্টমাস ফেস্টিভ্য়াল শুরু একুশে, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
author img

By

Published : Dec 16, 2022, 8:29 PM IST

Updated : Dec 16, 2022, 8:56 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর: এবারও বড়দিনে কলকাতা মাততে চলেছে জমজমাট ক্রিসমাস ফেস্টিভ্যালে (Christmas Festival 2022) ৷ শুক্রবার বড়দিনের উৎসব নিয়ে প্রস্তুতি বৈঠক সেরে একথা জানিয়ে দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷ প্রত্যেক বছর বড়দিনের উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয় পার্ক স্ট্রিট ৷ বস্তুত, ডিসেম্বরের শেষ সপ্তাহে একেবারে ভোল বদলে যায় পার্ক স্ট্রিট চত্বরের ৷ যেন বছর শেষের উৎসবের সমস্ত রং আর আলো এসে ধরা দেয় সেখানে ! এবারও যে তার কোনও ব্যতিক্রম হবে না, এদিন সেটাই বুঝিয়ে দেন বাবুল ৷

শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করে বাবুল সুপ্রিয় জানান, ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর (New Year 2023) উপলক্ষে প্রতিবারের মতো এবারও সাজিয়ে তোলা হবে পার্ক স্ট্রিট ৷ এবার পার্ক স্ট্রিটে ক্রিস্টমাস ফেস্টিভ্য়ালের উদ্বোধন হবে আগামী 21 ডিসেম্বর ৷ ওই দিন বিকেল 4টেয় এই উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

আরও পড়ুন: বড়দিনের আগে বাতিল জোড়া টয়ট্রেন, রেলের সিদ্ধান্তে চিন্তায় পর্যটন মহল

বাবুল জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) ব্যবস্থাপনায় এবারের ক্রিসমাস ফেস্টিভ্যাল চলবে আগামী 21 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত ৷ সেজে উঠবে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট ক্যাথিড্রাল চত্বর-সহ সংলগ্ন এলাকা ৷ উত্‍সবের উদ্বোধনের দিনই অ্যালেন পার্ক থেকে পার্ক স্ট্রিট চত্বরের আলোকসজ্জার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ৷

বাবুল জানিয়েছেন, উৎসবের এই আয়োজনে এগিয়ে এসেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর ৷ এই ক'দিন পার্ক স্ট্রিটে থাকবে একাধিক স্টল ৷ ক্যামাক স্ট্রিটে 21 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত থাকছে 'মিউজিক্যাল প্রোগ্রাম' ৷ মন্ত্রী বলেন, আগামী 24 এবং 25 ডিসেম্বর ছাড়া উত্‍সবের প্রত্যেক দিনই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে ৷ তিনি জানান, বড়দিন উপলক্ষে শুধুমাত্র কলকাতা নয়, সেইসঙ্গে বিধাননগর, ব্যারাকপুর, বারুইপুর, ব্যান্ডেল, চন্দননগর, কৃষ্ণনগর, আসানসোল, ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পঙে খ্রিস্টমাস ফেস্টিভ্য়ালের আয়োজন করা হচ্ছে ৷ সেই বন্দোবস্ত করবে রাজ্যের পর্যটন দফতর ৷ সর্বত্রই বড়দিনের উৎসবের উদ্বোধন হবে 21 ডিসেম্বর ৷ সেই উত্‍সব চলবে 1 জানুয়ারি পর্যন্ত ৷

কলকাতা, 16 ডিসেম্বর: এবারও বড়দিনে কলকাতা মাততে চলেছে জমজমাট ক্রিসমাস ফেস্টিভ্যালে (Christmas Festival 2022) ৷ শুক্রবার বড়দিনের উৎসব নিয়ে প্রস্তুতি বৈঠক সেরে একথা জানিয়ে দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷ প্রত্যেক বছর বড়দিনের উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয় পার্ক স্ট্রিট ৷ বস্তুত, ডিসেম্বরের শেষ সপ্তাহে একেবারে ভোল বদলে যায় পার্ক স্ট্রিট চত্বরের ৷ যেন বছর শেষের উৎসবের সমস্ত রং আর আলো এসে ধরা দেয় সেখানে ! এবারও যে তার কোনও ব্যতিক্রম হবে না, এদিন সেটাই বুঝিয়ে দেন বাবুল ৷

শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করে বাবুল সুপ্রিয় জানান, ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর (New Year 2023) উপলক্ষে প্রতিবারের মতো এবারও সাজিয়ে তোলা হবে পার্ক স্ট্রিট ৷ এবার পার্ক স্ট্রিটে ক্রিস্টমাস ফেস্টিভ্য়ালের উদ্বোধন হবে আগামী 21 ডিসেম্বর ৷ ওই দিন বিকেল 4টেয় এই উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

আরও পড়ুন: বড়দিনের আগে বাতিল জোড়া টয়ট্রেন, রেলের সিদ্ধান্তে চিন্তায় পর্যটন মহল

বাবুল জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) ব্যবস্থাপনায় এবারের ক্রিসমাস ফেস্টিভ্যাল চলবে আগামী 21 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত ৷ সেজে উঠবে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট ক্যাথিড্রাল চত্বর-সহ সংলগ্ন এলাকা ৷ উত্‍সবের উদ্বোধনের দিনই অ্যালেন পার্ক থেকে পার্ক স্ট্রিট চত্বরের আলোকসজ্জার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ৷

বাবুল জানিয়েছেন, উৎসবের এই আয়োজনে এগিয়ে এসেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর ৷ এই ক'দিন পার্ক স্ট্রিটে থাকবে একাধিক স্টল ৷ ক্যামাক স্ট্রিটে 21 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত থাকছে 'মিউজিক্যাল প্রোগ্রাম' ৷ মন্ত্রী বলেন, আগামী 24 এবং 25 ডিসেম্বর ছাড়া উত্‍সবের প্রত্যেক দিনই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে ৷ তিনি জানান, বড়দিন উপলক্ষে শুধুমাত্র কলকাতা নয়, সেইসঙ্গে বিধাননগর, ব্যারাকপুর, বারুইপুর, ব্যান্ডেল, চন্দননগর, কৃষ্ণনগর, আসানসোল, ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পঙে খ্রিস্টমাস ফেস্টিভ্য়ালের আয়োজন করা হচ্ছে ৷ সেই বন্দোবস্ত করবে রাজ্যের পর্যটন দফতর ৷ সর্বত্রই বড়দিনের উৎসবের উদ্বোধন হবে 21 ডিসেম্বর ৷ সেই উত্‍সব চলবে 1 জানুয়ারি পর্যন্ত ৷

Last Updated : Dec 16, 2022, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.