ETV Bharat / state

Mamata to Inaugurate Ganga Arati: বাঁজা কদমতলা ঘাটে গঙ্গা আরতির প্রস্তুতি শেষ, কাল উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাতে - মমতা বন্দ্যোপাধ্যায়

বাঁজা কদমতলা ঘাটে (Baja Kadamtala Ghat) গঙ্গা আরতির জন্য যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে ৷ বৃহস্পতিবার এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata to inaugurate Ganga Arati)৷

Mamata to Inaugurate Ganga Arati ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 1, 2023, 3:18 PM IST

Updated : Mar 1, 2023, 5:03 PM IST

বাঁজা কদমতলা ঘাটে গঙ্গা আরতির প্রস্তুতি শেষ

কলকাতা, 1 মার্চ: গঙ্গা আরতি দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষজন হাজির হন বারাণসীর ঘাটে (Baja Kadamtala Ghat)। সেই আদলেই কলকাতায় গঙ্গার ঘাটে আরতি শুরু করার ইচ্ছে প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata to inaugurate Ganga Arati)। নির্দেশ দিয়েছিলেন গোটা বিষয়টির ব্যবস্থা করবে কলকাতা পৌরনিগম । সেই নির্দেশমতোই মন্দির-সহ আরতির জায়গা, আলোর ব্যবস্থা সম্পন্ন করল কলকাতা পৌরনিগম । যাবতীয় প্রস্তুতি শেষ ৷ আগামিকাল, অর্থাৎ বৃহস্পতিবার সেই আরতির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বাঁজা কদমতলা ঘাটে সবুজ সংকেত নবান্নের: মুখ্যমন্ত্রী গঙ্গা আরতি শুরু করার ইচ্ছে প্রকাশ করার পরেই এই নিয়ে তোড়জোড় শুরু করে কলকাতা পৌরনিগম । দুই মেয়র পারিষদ তারক সিং ও দেবাশিস কুমার বেরিয়ে পড়েন গঙ্গা পার পরিদর্শনে । উত্তর, দক্ষিণ ও মধ্য কলকাতার চার-পাঁচটি ঘাট চিহ্নিত করেন তাঁরা । নিমতলা, বাবুঘাট, বাঁজা কদমতলা ঘাট, বাগবাজার ঘাট ছিল সেই তালিকায় । মুখ্যমন্ত্রীর পছন্দ জানতে সেই তালিকা পাঠানো হয় নবান্নে । শেষে নবান্নের সবুজ সংকেত মেলে বাঁজা কদমতলা ঘাটে ।

15 পুরোহিত করবেন গঙ্গা আরতি: সেখানেই তৈরি হচ্ছে আরতির জায়গা, দর্শকদের জন্য জায়গা ৷ থাকছে মন্দির । নৌকায় করে আরতি দেখানোর চিন্তা ভাবনাও রয়েছে । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বাঁজা কদমতলা ঘাট এলাকা মায়াবী আলোয় মুড়ে ফেলা হয়েছে । বসানো হয়েছে অস্থায়ী মন্দির । থাকবে গঙ্গামূর্তি । বৃহস্পতিবার বিকেলে হবে উদ্বোধন । 15 জন পুরোহিত এই আরতিতে অংশ নেবেন । সপ্তাহ খানেক ধরে আরতির কর্মশালা হয়েছে এই 15 জন পুরোহিতকে নিয়ে । আধ্যাত্মিক গানও বাজানো হবে আরতির সময় ।

আরও পড়ুন: গঙ্গা আরতির জন্য বাজা কদমতলাঘাটে শুরু অস্থায়ী মন্দির তৈরির কাজ

কর্মকাণ্ড সামলেছেন দুই মেয়র পারিষদ: এই গোটা কর্মকাণ্ড সামলেছেন মেয়র পারিষদ তারক সিং ও দেবাশিস কুমার । বিশেষ করে পুরোহিতদের দল ঠিক করা, আরতির জন্য বারাণসীর আদলে প্রদীপ তৈরি, সবটাই করেছেন তারক সিং । শুধু আরতি নয়, এই কর্মকাণ্ডকে বিশ্বমানের করে তুলতে থাকছে লেজার শো ।

গঙ্গার ঘাটে যাবতীয় আয়োজন করার জন্য বন্দর ও সেনার অনুমতি পাওয়া নিয়ে খানিক বেগ পেতে হয়েছে ৷ তবে সব সমস্যা পেরিয়ে অবশেষে আগামিকাল মুখ্যমন্ত্রীর স্বপ্নের গঙ্গা আরতি শুরু হতে চলেছে বাঁজা কদমতলায় । তাই খুশি কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে এই কর্মকাণ্ডে যুক্ত পৌর আধিকারিকরা ৷

বাঁজা কদমতলা ঘাটে গঙ্গা আরতির প্রস্তুতি শেষ

কলকাতা, 1 মার্চ: গঙ্গা আরতি দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষজন হাজির হন বারাণসীর ঘাটে (Baja Kadamtala Ghat)। সেই আদলেই কলকাতায় গঙ্গার ঘাটে আরতি শুরু করার ইচ্ছে প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata to inaugurate Ganga Arati)। নির্দেশ দিয়েছিলেন গোটা বিষয়টির ব্যবস্থা করবে কলকাতা পৌরনিগম । সেই নির্দেশমতোই মন্দির-সহ আরতির জায়গা, আলোর ব্যবস্থা সম্পন্ন করল কলকাতা পৌরনিগম । যাবতীয় প্রস্তুতি শেষ ৷ আগামিকাল, অর্থাৎ বৃহস্পতিবার সেই আরতির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বাঁজা কদমতলা ঘাটে সবুজ সংকেত নবান্নের: মুখ্যমন্ত্রী গঙ্গা আরতি শুরু করার ইচ্ছে প্রকাশ করার পরেই এই নিয়ে তোড়জোড় শুরু করে কলকাতা পৌরনিগম । দুই মেয়র পারিষদ তারক সিং ও দেবাশিস কুমার বেরিয়ে পড়েন গঙ্গা পার পরিদর্শনে । উত্তর, দক্ষিণ ও মধ্য কলকাতার চার-পাঁচটি ঘাট চিহ্নিত করেন তাঁরা । নিমতলা, বাবুঘাট, বাঁজা কদমতলা ঘাট, বাগবাজার ঘাট ছিল সেই তালিকায় । মুখ্যমন্ত্রীর পছন্দ জানতে সেই তালিকা পাঠানো হয় নবান্নে । শেষে নবান্নের সবুজ সংকেত মেলে বাঁজা কদমতলা ঘাটে ।

15 পুরোহিত করবেন গঙ্গা আরতি: সেখানেই তৈরি হচ্ছে আরতির জায়গা, দর্শকদের জন্য জায়গা ৷ থাকছে মন্দির । নৌকায় করে আরতি দেখানোর চিন্তা ভাবনাও রয়েছে । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বাঁজা কদমতলা ঘাট এলাকা মায়াবী আলোয় মুড়ে ফেলা হয়েছে । বসানো হয়েছে অস্থায়ী মন্দির । থাকবে গঙ্গামূর্তি । বৃহস্পতিবার বিকেলে হবে উদ্বোধন । 15 জন পুরোহিত এই আরতিতে অংশ নেবেন । সপ্তাহ খানেক ধরে আরতির কর্মশালা হয়েছে এই 15 জন পুরোহিতকে নিয়ে । আধ্যাত্মিক গানও বাজানো হবে আরতির সময় ।

আরও পড়ুন: গঙ্গা আরতির জন্য বাজা কদমতলাঘাটে শুরু অস্থায়ী মন্দির তৈরির কাজ

কর্মকাণ্ড সামলেছেন দুই মেয়র পারিষদ: এই গোটা কর্মকাণ্ড সামলেছেন মেয়র পারিষদ তারক সিং ও দেবাশিস কুমার । বিশেষ করে পুরোহিতদের দল ঠিক করা, আরতির জন্য বারাণসীর আদলে প্রদীপ তৈরি, সবটাই করেছেন তারক সিং । শুধু আরতি নয়, এই কর্মকাণ্ডকে বিশ্বমানের করে তুলতে থাকছে লেজার শো ।

গঙ্গার ঘাটে যাবতীয় আয়োজন করার জন্য বন্দর ও সেনার অনুমতি পাওয়া নিয়ে খানিক বেগ পেতে হয়েছে ৷ তবে সব সমস্যা পেরিয়ে অবশেষে আগামিকাল মুখ্যমন্ত্রীর স্বপ্নের গঙ্গা আরতি শুরু হতে চলেছে বাঁজা কদমতলায় । তাই খুশি কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে এই কর্মকাণ্ডে যুক্ত পৌর আধিকারিকরা ৷

Last Updated : Mar 1, 2023, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.