ETV Bharat / state

Mamata Slams BJP: কথায় কথায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়ে দেশ চলে না, বিজেপিকে তোপ মমতার - BJP Fact Finding Team in Bengal

বাংলায় পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনার তদন্তে রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ৷ এই দল পাঠানো নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর প্রশ্ন, অসম ও মণিপুরে অশান্তির ঘটনায় বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠায় না কেন ?

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jul 13, 2023, 7:05 AM IST

Updated : Jul 13, 2023, 7:24 AM IST

কলকাতা, 13 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো নিয়ে সরব হলেন ৷ বুধবার বিকেলে তিনি নবান্ন থেকে এই ইস্যুতে কেন্দ্রের শাসকদলকে তীব্র আক্রমণ করলেন ৷ তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, অসম-মণিপুরে অশান্তির ঘটনা ঘটলে বিজেপির এই তথ্য অনুসন্ধানী দল কী করে ? কেন সেখানে এই ফ্য়াক্ট ফাইন্ডিং দলকে পাঠানো হয় না ? তাঁর মতে, এভাবে বারবার দল পাঠিয়ে দেশ চলে না ।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরেও বাংলায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল ৷ তাদের পাঠানো রিপোর্টের ভিত্তিতে তৃণমূলের অনেক কর্মী-সমর্থকরা এখনও বিনা দোষে জেলে রয়েছেন ৷ ফের পঞ্চায়েত নির্বাচনের আবহে রাজ্যে বিজেপির প্রতিনিধিদল এসেছে ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কথায় কথায় কেন্দ্রীয় সরকার বাংলায় প্রতিনিধিদল পাঠাচ্ছে ।"

এদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনী আবহের মধ্যে মঙ্গলবার বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল এসেছে ৷ লোকসভার বিজেপি সাংসদ রবি শংকর প্রসাদের নেতৃত্বে বাংলার পরিস্থিতি খতিয়ে দেখছে গেরুয়া শিবিরের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ৷ এর পালটা জবাবে শুক্রবার বাংলা থেকেই মণিপুর যাচ্ছে তৃণমূলের ফ্য়াক্ট ফাইন্ডিং টিম ৷

আরও পড়ুন: জেলা পরিষদে 'সবুজ ঝড়ে' ফিকে হল গেরুয়া-লাল

এদিন নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, এবার পঞ্চায়েত নির্বাচনে 71 হাজার বুথের মধ্যে মাত্র 60 টি বুথে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে ৷ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে তিনি ফ্রি হ্যান্ড দিয়েছেন ৷ তিনি চান হিংসার রুখতে পুলিশই ব্যবস্থা নিক। সাংবাদিকদের কাছে তাঁর প্রশ্ন, "আপনারা লক্ষ করুন আমি কী অপরাধ করেছি ? আমিও তো বাংলায় জন্মেছি ৷ চিরকাল রাজনীতি করেছি ৷ যতদিন বিরোধী দলে ছিলাম, শুধু মার খেয়েছি আর লাঞ্ছনা সহ্য করেছি ৷"

তাঁর অভিযোগ, বিজেপি ক্ষমতায় এসে রাজনৈতিক সৌজন্যের পরিবেশ নষ্ট করেছে। শুধুই প্রতিহিংসার রাজনীতি করছে ৷ পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা প্রসঙ্গে ত্রিপুরার কথা তোলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি সাংবাদিকদের বলেন, "আপনারা ত্রিপুরায় যান ৷ দেখবেন পঞ্চায়েত নির্বাচনে সেখানে 90 শতাংশ আসনে বিরোধীদের প্রার্থী দিতেই দেওয়া হয়নি ৷ একবারও তো সে কথা বলা হচ্ছে না ?"

তৃণমূল সুপ্রিমোর আরও অভিযোগ, ত্রিপুরায় যতবার তৃণমূলের দল গিয়েছে, তাদের আক্রমণ করা হয়েছে ৷ সাংবাদিকদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে ৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিদায়ী রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপরও হামলা চালানো হয়েছে ৷ অসমেও তৃণমূলের সঙ্গেও একই আচরণ করা হয়েছে ৷ নেত্রীর দাবি, এসব কিছুই প্রকাশ্যে আসছে না ৷

আরও পড়ুন: বিজেপির টাকার উৎস কি ? তদন্ত চান মমতা

মণিপুরে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাওয়া নিয়ে তিনি বলেন, "এবার মণিপুরে দু'দিনের জন্য আমাদের একটা দলকে পাঠানো হচ্ছে ৷ আমিই প্রথম সেখানে যেতে চেয়েছিলাম ৷ আমি সরকারের প্রোটোকল জানি ৷ এভাবে প্রতিনিধি দল পাঠিয়ে দেশ চলে না ৷ দেশ চালাতে গেলে ধৈর্য রাখতে হয় ৷"

কলকাতা, 13 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো নিয়ে সরব হলেন ৷ বুধবার বিকেলে তিনি নবান্ন থেকে এই ইস্যুতে কেন্দ্রের শাসকদলকে তীব্র আক্রমণ করলেন ৷ তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, অসম-মণিপুরে অশান্তির ঘটনা ঘটলে বিজেপির এই তথ্য অনুসন্ধানী দল কী করে ? কেন সেখানে এই ফ্য়াক্ট ফাইন্ডিং দলকে পাঠানো হয় না ? তাঁর মতে, এভাবে বারবার দল পাঠিয়ে দেশ চলে না ।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরেও বাংলায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল ৷ তাদের পাঠানো রিপোর্টের ভিত্তিতে তৃণমূলের অনেক কর্মী-সমর্থকরা এখনও বিনা দোষে জেলে রয়েছেন ৷ ফের পঞ্চায়েত নির্বাচনের আবহে রাজ্যে বিজেপির প্রতিনিধিদল এসেছে ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কথায় কথায় কেন্দ্রীয় সরকার বাংলায় প্রতিনিধিদল পাঠাচ্ছে ।"

এদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনী আবহের মধ্যে মঙ্গলবার বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল এসেছে ৷ লোকসভার বিজেপি সাংসদ রবি শংকর প্রসাদের নেতৃত্বে বাংলার পরিস্থিতি খতিয়ে দেখছে গেরুয়া শিবিরের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ৷ এর পালটা জবাবে শুক্রবার বাংলা থেকেই মণিপুর যাচ্ছে তৃণমূলের ফ্য়াক্ট ফাইন্ডিং টিম ৷

আরও পড়ুন: জেলা পরিষদে 'সবুজ ঝড়ে' ফিকে হল গেরুয়া-লাল

এদিন নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, এবার পঞ্চায়েত নির্বাচনে 71 হাজার বুথের মধ্যে মাত্র 60 টি বুথে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে ৷ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে তিনি ফ্রি হ্যান্ড দিয়েছেন ৷ তিনি চান হিংসার রুখতে পুলিশই ব্যবস্থা নিক। সাংবাদিকদের কাছে তাঁর প্রশ্ন, "আপনারা লক্ষ করুন আমি কী অপরাধ করেছি ? আমিও তো বাংলায় জন্মেছি ৷ চিরকাল রাজনীতি করেছি ৷ যতদিন বিরোধী দলে ছিলাম, শুধু মার খেয়েছি আর লাঞ্ছনা সহ্য করেছি ৷"

তাঁর অভিযোগ, বিজেপি ক্ষমতায় এসে রাজনৈতিক সৌজন্যের পরিবেশ নষ্ট করেছে। শুধুই প্রতিহিংসার রাজনীতি করছে ৷ পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা প্রসঙ্গে ত্রিপুরার কথা তোলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি সাংবাদিকদের বলেন, "আপনারা ত্রিপুরায় যান ৷ দেখবেন পঞ্চায়েত নির্বাচনে সেখানে 90 শতাংশ আসনে বিরোধীদের প্রার্থী দিতেই দেওয়া হয়নি ৷ একবারও তো সে কথা বলা হচ্ছে না ?"

তৃণমূল সুপ্রিমোর আরও অভিযোগ, ত্রিপুরায় যতবার তৃণমূলের দল গিয়েছে, তাদের আক্রমণ করা হয়েছে ৷ সাংবাদিকদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে ৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিদায়ী রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপরও হামলা চালানো হয়েছে ৷ অসমেও তৃণমূলের সঙ্গেও একই আচরণ করা হয়েছে ৷ নেত্রীর দাবি, এসব কিছুই প্রকাশ্যে আসছে না ৷

আরও পড়ুন: বিজেপির টাকার উৎস কি ? তদন্ত চান মমতা

মণিপুরে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাওয়া নিয়ে তিনি বলেন, "এবার মণিপুরে দু'দিনের জন্য আমাদের একটা দলকে পাঠানো হচ্ছে ৷ আমিই প্রথম সেখানে যেতে চেয়েছিলাম ৷ আমি সরকারের প্রোটোকল জানি ৷ এভাবে প্রতিনিধি দল পাঠিয়ে দেশ চলে না ৷ দেশ চালাতে গেলে ধৈর্য রাখতে হয় ৷"

Last Updated : Jul 13, 2023, 7:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.