কলকাতা, 10 মে : রবীন্দ্র সদনে আড়ম্বরপূর্ণ কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত হয়েও মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দর্শক আসনে কিছুক্ষণ বসে থাকার পরে হঠাৎই বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি । যা দেখে রীতিমতো অবাক হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা । যদিও মুখ্যমন্ত্রী যাওয়ার কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।
গতকাল রাজ্য সরকারের উদ্যোগে রবীন্দ্র সদনে আড়ম্বরপূর্ণভাবে পালন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন । অনুষ্ঠানের নাম ছিল কবি প্রণাম । দলীয় প্রচার সভার কাজ শেষ করে সন্ধ্যায় মেদিনীপুর থেকে সরাসরি এই অনুষ্ঠানে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও তাঁর আসার অনেক আগে থেকেই গানে-কবিতায় বেশ জমজমাট হয়ে উঠেছিল কবিস্মরণ অনুষ্ঠান । অনুষ্ঠান চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এসে সটান দর্শকাসনে বসে পড়েন । খুব স্বল্প সময় দর্শক আসনে থাকেন তিনি । দর্শক আসনে বসে মঞ্চের শিল্পীদের কয়েকটা গান শোনেন । এরপর রওনা দেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উদ্দেশে । মঞ্চে একবারও না উঠে উপরন্তু দর্শক আসন থেকে এভাবে হঠাৎ উঠে চলে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, নির্বাচন বিধি লাগু থাকার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় কবি প্রণাম অনুষ্ঠানের মঞ্চ পরিত্যাগ করলেন ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপঙ্কর, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সৈকত মিত্র, শিবাজি চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী সেন, নচিকেতা, সুবোধ সরকার, জয় গোস্বামী সহ বিভিন্ন ক্ষেত্রের এক ঝাঁক শিল্পী । রবিঠাকুরের গান গেয়ে শ্রদ্ধা জানান রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব বিবেক কুমারও ।