ETV Bharat / state

ঠিকানা কাউকে বিসর্জন দিতে দেব না : মুখ্যমন্ত্রী

পার্কস্ট্রিটের অ্যালেন পার্ক । নামটা শুনলেই চোখে ভেসে ওঠে আলোর মালা । কনকনে ঠাণ্ডা আর লাল-সাদা টুপিতে লোকজনের ভিড় । মাঝরাতে নাচ-গান, ভিড়ে ঠাসা গোটা পার্কস্ট্রিট চত্বর । পার্কস্ট্রিটে ক্রিসমাস নাইট উদযাপন  অনেকটা উৎসবেরই মতো । এই উৎসবেরই আজ সূচনা করলেন মুখ্যমন্ত্রী । নাম না করে মঞ্চ থেকে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিষয়টি নিয়ে বললেন, "ধর্ম যার যার । উৎসব সবার । কাউকেই আর ঠিকানা বিসর্জন করতে হবে না । "

পার্কস্টিটে খ্রিষ্টমাস
পার্কস্টিটে খ্রিষ্টমাস
author img

By

Published : Dec 16, 2019, 11:57 PM IST

Updated : Dec 17, 2019, 12:02 AM IST

কলকাতা, ১৬ ডিসেম্বর : ক্রিসমাস আসতে বাকি এখনও 9 দিন । প্রতিবছরের তুলনায় এবার কিছুটা আগেই পার্কস্ট্রিটে ক্রিসমাসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী । উদ্বোধনের মঞ্চ থেকে দিলেন সম্প্রীতির বার্তা ।

পার্কস্ট্রিটের অ্যালেন পার্ক । নামটা শুনলেই চোখে ভেসে ওঠে আলোর মালা । কনকনে ঠাণ্ডা আর লাল-সাদা টুপিতে লোকজনের ভিড় । মাঝরাতে নাচ-গান, ভিড়ে ঠাসা গোটা পার্কস্ট্রিট চত্বর । পার্কস্ট্রিটে ক্রিসমাস নাইট উদযাপন অনেকটা উৎসবেরই মতো । এই উৎসবেরই আজ সূচনা করলেন মুখ্যমন্ত্রী । নাম না করে মঞ্চ থেকে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিষয়টি নিয়ে বললেন, "ধর্ম যার যার । উৎসব সবার । কাউকেই আর ঠিকানা বিসর্জন করতে হবে না । "

আজ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ইন্দ্রনীল সেন, দলীয় সাংসদ ডেরেক ও'ব্রায়েন, কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা । উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মাও । মুখ্যমন্ত্রী বলেন, "নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে সব সম্প্রদায়ের মানুষ উদ্বেগে রয়েছেন । যখন আমি দেখি, কেউ কেউ ভাবে আমি আজ আছি, কাল আমার ঠিকানাটা থাকবে তো । আমরা বলি ঠিকানা আমাদের সবার আছে । অস্তিত্বের ঠিকানা কাউকে বিসর্জন দিতে দেব না । ঠিকানা সবার থাকবে ।"

দেখুন ভিডিয়ো...

কলকাতা, ১৬ ডিসেম্বর : ক্রিসমাস আসতে বাকি এখনও 9 দিন । প্রতিবছরের তুলনায় এবার কিছুটা আগেই পার্কস্ট্রিটে ক্রিসমাসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী । উদ্বোধনের মঞ্চ থেকে দিলেন সম্প্রীতির বার্তা ।

পার্কস্ট্রিটের অ্যালেন পার্ক । নামটা শুনলেই চোখে ভেসে ওঠে আলোর মালা । কনকনে ঠাণ্ডা আর লাল-সাদা টুপিতে লোকজনের ভিড় । মাঝরাতে নাচ-গান, ভিড়ে ঠাসা গোটা পার্কস্ট্রিট চত্বর । পার্কস্ট্রিটে ক্রিসমাস নাইট উদযাপন অনেকটা উৎসবেরই মতো । এই উৎসবেরই আজ সূচনা করলেন মুখ্যমন্ত্রী । নাম না করে মঞ্চ থেকে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিষয়টি নিয়ে বললেন, "ধর্ম যার যার । উৎসব সবার । কাউকেই আর ঠিকানা বিসর্জন করতে হবে না । "

আজ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ইন্দ্রনীল সেন, দলীয় সাংসদ ডেরেক ও'ব্রায়েন, কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা । উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মাও । মুখ্যমন্ত্রী বলেন, "নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে সব সম্প্রদায়ের মানুষ উদ্বেগে রয়েছেন । যখন আমি দেখি, কেউ কেউ ভাবে আমি আজ আছি, কাল আমার ঠিকানাটা থাকবে তো । আমরা বলি ঠিকানা আমাদের সবার আছে । অস্তিত্বের ঠিকানা কাউকে বিসর্জন দিতে দেব না । ঠিকানা সবার থাকবে ।"

দেখুন ভিডিয়ো...
Intro:কলকাতা, ১৬ ডিসেম্বর: অনেকটা আগে ভাগেই আজ "বড়দিনে"র উৎসবের শুভ সূচনা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ঝা চকচকে আলোর রোশনাইয়ে সেজে ওঠা পার্কস্ট্রীট জুড়ে শুরু হয়ে গেল উৎসব আনন্দ । উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন । পাশাপাশি তিনি সকল ধর্মের মানুষকে উদ্দেশ্য করে রীতিমতো আশ্বস্তের সুরে জানিয়ে দেন, " ধর্ম যার যার উৎসব সবার। কাউকেই আর ঠিকানা বিসর্জন করতে হবে না ।"


Body:দুর্গাপুজো, ইদ, গুরুর দুয়ারের পাশাপাশি খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে প্রতিবছরই যোগ দিয়ে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও এর অন্যথা ঘটেনি। সেই মতো পার্কস্ট্রীটের এলেন পার্কে আজ সন্ধ্যায় হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গী ছিলেন দলীয় সাংসদ ডেরেক ওব্রায়েন, কলকাতা পুরনিগমের মহানাগরিক ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। CAA নিয়ে সব সম্প্রদায়ের মানুষ উদ্বেগে রয়েছেন বলে উপলব্ধি করে সম্প্রতির বার্তা দেওয়ার পাশাপাশি আশ্বস্তের সুরে মুখ্যমন্ত্রী বলেন, "যখন আমি দেখি, কেউ কেউ ভাবে আমি আজ আছি, কাল আমার ঠিকানা টা থাকবে তো। আমরা বলি ঠিকানা আমাদের সবার আছে। অস্তিত্বের ঠিকানা কাউকে বিসর্জন দিতে দেব না । ঠিকানা সবার থাকবে।"


Conclusion:
Last Updated : Dec 17, 2019, 12:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.