কলকাতা, 21 ডিসেম্বর: আগে 6 শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বড়দিনের আগে আরও 4 শতাংশ ডিএ'র ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 1 জানুয়ারি থেকেই রাজ্য সরকারি কর্মীদের আরও 4 শতাংশ ডিএ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ সুতরাং রাজ্য-কেন্দ্রের ফারাক কমে হল 36 শতাংশ ৷ বৃহস্পতিবার পার্কস্ট্রিটে বড়দিনের উৎসবের এসে এই ডিএ ঘোষণা করলেন মমতা। আগামী 1 জানুয়ারি থেকেই এই ডিএ কার্যকর হবে বলে জানান তিনি। বর্ধিত ডিএ-র সুবিধা পেনশনভোগীরাও পাবেন বলেও জানান মুখ্যমন্ত্রী ৷
এর আগে বিধানসভায় দাঁড়িয়ে মহার্ঘ ভাতা নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছিলেন, ডিএ দেওয়াটা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। সেদিন বিধানসভায় দ্বিতীয় অর্ধে বিধায়কদের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সেখানেই তিনি এই নিয়ে মুখ খোলেন। মমতার কথায়, "2019 সাল পর্যন্ত পঞ্চম বেতন কমিশনকে গুরুত্ব দিয়ে 90 শতাংশ মহার্ঘভাতা দিয়েছি।" এদিন ফের ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যে ডিএ ঐচ্ছিক।" একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারের দুই হাজার 400 কোটি টাকা খরচ হবে ৷ পাশাপাশি এই বর্ধিত ডিএ-এর ফলে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মী। সরকারি কর্মীদের জন্য এই মহার্ঘভাতা বৃদ্ধিকে বড়দিন এবং নতুন বছরের ‘উপহার’ বলেও জানান মুখ্যমন্ত্রী ৷