ETV Bharat / state

NEP Protest Rally by SFI: নয়া জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবিতে মিছিল, হাজরায় এসএফআই-পুলিশ ধুন্ধুমার - Withdrawal of the new National Education Policy

নয়া জাতীয় শিক্ষানীতি, ছাত্র সংসদ নির্বাচন-সহ চার দফা দাবিতে এসএফআই-এর মিছিল ৷ আর সেই মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল হাজরা মোড়ে ৷ পুলিশ মিছিলে বাধা দিলে, দু’তরফের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷

NEP Protest Rally by SFI ETV BHARTA
NEP Protest Rally by SFI
author img

By

Published : May 15, 2023, 5:21 PM IST

হাজরায় এসএফআই সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ

কলকাতা, 15 মে: কলেজস্ট্রিটের পর দক্ষিণ কলকাতার হাজরা মোড় ৷ নয়া জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবি এসএফআই-এর মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার হাজরা মোড় ৷ সোমবার মিছিল হাজরায় পৌঁছতেই তাদের আটকায় পুলিশ ৷ তারপরেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ এসএফআই সমর্থকদের প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ ৷ অভিযোগ পুলিশের হাত থেকে ধৃতদের ছিনিয়ে নিয়ে যায় সিপিএম-এর ছাত্র সংগঠনের অন্যান্য সদস্যরা ৷ পরে হাজরা মোড়ে পূর্ব নির্ধারিত জনসভাও করে এসএফআই-এর কলকাতা জেলা সংগঠনের নেতৃত্ব ৷

নয়া জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার-সহ একাধিক দাবিতে সোমবার লেক মল থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে এসএফআই কলকাতা জেলা কমিটি ৷ মিছিল হাজরা মোড়ে পৌঁছতেই পুলিশের সঙ্গে এসএফআই কর্মী সমর্থকরা খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে ৷ এসএফআই কলকাতা জেলা কমিটি সদস্যদের অভিযোগ, পরিকল্পনা করে পুলিশ এসএফআই-এর শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে ৷ এ দিন মিছিল শেষে হাজরা মোড়ে পথসভা করার কথা ছিল ৷

এসএফআই নেতৃত্বের অভিযোগ মিছিল নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই পুলিশের তরফে বাধা দেওয়া হয় ৷ টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হয় আন্দোলনকারীদের ৷ এমনকী পুরুষ পুলিশ কর্মীদে বিরুদ্ধে মহিলা কর্মী-সমর্থকদের মাথার চুল ধরে টানারও অভিযোগ উঠেছে ৷ তবে, পুলিশের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ৷ অভিযোগ ধৃত এসএফআই কর্মীদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় সংগঠনের অন্যান্যরা ৷ পরে হাজরা মোড়েই নির্ধারিত পথসভা করে কলকাতা জেলা কমিটির সদস্যরা ৷

মূলত, চারদফা দাবিতে এদিনের এই মিছিল ছিল সিপিএম-এর ছাত্র সংগঠনের ৷ প্রথম দাবি ছিল, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে হবে ৷ দ্বিতীয়, নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে ইউজিসি যে সার্কুলার জারি করেছে, তা প্রত্যাহারের দাবি তুলেছে এসএফআই ৷ তৃতীয়ত, রাজ্যের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করানোর দাবি জানিয়েছে আন্দোলনকারীরা ৷ আর সবশেষে, দিল্লির যন্তর মন্তরে যৌন হেনস্তার অভিযোগে আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে দাঁড়ানো ৷

আরও পড়ুন: কুস্তিগীরদের সমর্থনে দেশ জুড়ে প্রতিবাদে ডিওয়াইএফআই, রাষ্ট্রপতির কাছেও আবেদন

এসএফআই-এর কলকাতা জেলা কমিটির সভাপতি দেবাঞ্জন দে বলেন, "দিল্লি সরকার ডাকাতি করছে ৷ আর রাজ্য সরকার চুরি করছে ৷ গরিব খেটে খাওয়া মানুষের সমস্যার কথা তারা ভাবছে না ৷ বড়লোক পুঁজিপতিদের জন্য শিক্ষা ব্যবসায় পরিবর্তন আনা হচ্ছে ৷ যার বিরুদ্ধে আমরা আন্দোলন-বিক্ষোভ করছিলাম ৷ কিন্তু পুলিশ পরিকল্পনামাফিক সেই শান্তি মিছিলে হামলা চালিয়েছে ৷"

হাজরায় এসএফআই সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ

কলকাতা, 15 মে: কলেজস্ট্রিটের পর দক্ষিণ কলকাতার হাজরা মোড় ৷ নয়া জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবি এসএফআই-এর মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার হাজরা মোড় ৷ সোমবার মিছিল হাজরায় পৌঁছতেই তাদের আটকায় পুলিশ ৷ তারপরেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ এসএফআই সমর্থকদের প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ ৷ অভিযোগ পুলিশের হাত থেকে ধৃতদের ছিনিয়ে নিয়ে যায় সিপিএম-এর ছাত্র সংগঠনের অন্যান্য সদস্যরা ৷ পরে হাজরা মোড়ে পূর্ব নির্ধারিত জনসভাও করে এসএফআই-এর কলকাতা জেলা সংগঠনের নেতৃত্ব ৷

নয়া জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার-সহ একাধিক দাবিতে সোমবার লেক মল থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে এসএফআই কলকাতা জেলা কমিটি ৷ মিছিল হাজরা মোড়ে পৌঁছতেই পুলিশের সঙ্গে এসএফআই কর্মী সমর্থকরা খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে ৷ এসএফআই কলকাতা জেলা কমিটি সদস্যদের অভিযোগ, পরিকল্পনা করে পুলিশ এসএফআই-এর শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে ৷ এ দিন মিছিল শেষে হাজরা মোড়ে পথসভা করার কথা ছিল ৷

এসএফআই নেতৃত্বের অভিযোগ মিছিল নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই পুলিশের তরফে বাধা দেওয়া হয় ৷ টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হয় আন্দোলনকারীদের ৷ এমনকী পুরুষ পুলিশ কর্মীদে বিরুদ্ধে মহিলা কর্মী-সমর্থকদের মাথার চুল ধরে টানারও অভিযোগ উঠেছে ৷ তবে, পুলিশের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ৷ অভিযোগ ধৃত এসএফআই কর্মীদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় সংগঠনের অন্যান্যরা ৷ পরে হাজরা মোড়েই নির্ধারিত পথসভা করে কলকাতা জেলা কমিটির সদস্যরা ৷

মূলত, চারদফা দাবিতে এদিনের এই মিছিল ছিল সিপিএম-এর ছাত্র সংগঠনের ৷ প্রথম দাবি ছিল, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে হবে ৷ দ্বিতীয়, নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে ইউজিসি যে সার্কুলার জারি করেছে, তা প্রত্যাহারের দাবি তুলেছে এসএফআই ৷ তৃতীয়ত, রাজ্যের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করানোর দাবি জানিয়েছে আন্দোলনকারীরা ৷ আর সবশেষে, দিল্লির যন্তর মন্তরে যৌন হেনস্তার অভিযোগে আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে দাঁড়ানো ৷

আরও পড়ুন: কুস্তিগীরদের সমর্থনে দেশ জুড়ে প্রতিবাদে ডিওয়াইএফআই, রাষ্ট্রপতির কাছেও আবেদন

এসএফআই-এর কলকাতা জেলা কমিটির সভাপতি দেবাঞ্জন দে বলেন, "দিল্লি সরকার ডাকাতি করছে ৷ আর রাজ্য সরকার চুরি করছে ৷ গরিব খেটে খাওয়া মানুষের সমস্যার কথা তারা ভাবছে না ৷ বড়লোক পুঁজিপতিদের জন্য শিক্ষা ব্যবসায় পরিবর্তন আনা হচ্ছে ৷ যার বিরুদ্ধে আমরা আন্দোলন-বিক্ষোভ করছিলাম ৷ কিন্তু পুলিশ পরিকল্পনামাফিক সেই শান্তি মিছিলে হামলা চালিয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.