ETV Bharat / state

Jadavpur BJP Protest Rally : উত্তপ্ত যাদবপুর, বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি - বিজেপির বিক্ষোভে উত্তপ্ত যাদবপুর

এসএসসি নিয়োগ দুর্নীতি বেকারত্ব-সহ একাধিক ইস্যুতে শনিবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি (Jadavpur BJP Protest Rally ) ৷ সেই মিছিলকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় যাদবপুরে ৷

clash between police and bjp
বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি পুলিশের
author img

By

Published : May 28, 2022, 9:16 PM IST

Updated : May 28, 2022, 9:48 PM IST

কলকাতা, 28 মে : বিজেপির মিছিল ঘিরে যাদবপুরে ধুন্ধুমার । যাদবপুর থানার সামনেই আক্রান্ত পুলিশকর্মী, ঝড়ল রক্ত । ওসি-কেও মারধরের অভিযোগ । বেকারত্ব থেকে এসএসসি'র নিয়োগে দুর্নীতি ইত্যাদি একাধিক ইস্যুকে সামনে রেখে শনিবার সেলিমপুর থেকে মিছিল করে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি (Jadavpur BJP Protest Rally)। বিজেপি'র এই মিছিল ঘিরেই রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর । শনিবার বিকেলে পুলিশ ও গেরুয়া শিবিরের কর্মীদের মধ্যে হাতাহাতি, ধ্বস্তাধ্বস্তি হয় (clash between Police and BJP workers at Jadavpur)।

আরও পড়ুন : এসএসসি কাণ্ডে তদন্তের শুরুতেই মামলাকারী ও আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি ইডির

বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি যাদবপুরে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদবপুর থানার ওসিকে মারধর করেছে বিজেপি সমর্থকরা ৷ হাতহাতিতে মাথা ফেটেছে এক পুলিশ কর্মীরও । পালটা বিজেপি'র অভিযোগ, তাঁদের মহিলা কর্মীদের মেরেছে পুলিশ ৷ এই ঘটনার প্রতিবাদে যাদবপুর থানার সামনে একটি লেন বন্ধ করে বিক্ষোভও দেখান বিজেপি সমর্থকরা ৷ এই বিষয়ে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি'র সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ খটিক বলেন,"আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করে । মহিলা মোর্চার একাধিক কর্মীকে বেধরক মারধর করে পুলিশ ৷"

কলকাতা, 28 মে : বিজেপির মিছিল ঘিরে যাদবপুরে ধুন্ধুমার । যাদবপুর থানার সামনেই আক্রান্ত পুলিশকর্মী, ঝড়ল রক্ত । ওসি-কেও মারধরের অভিযোগ । বেকারত্ব থেকে এসএসসি'র নিয়োগে দুর্নীতি ইত্যাদি একাধিক ইস্যুকে সামনে রেখে শনিবার সেলিমপুর থেকে মিছিল করে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি (Jadavpur BJP Protest Rally)। বিজেপি'র এই মিছিল ঘিরেই রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর । শনিবার বিকেলে পুলিশ ও গেরুয়া শিবিরের কর্মীদের মধ্যে হাতাহাতি, ধ্বস্তাধ্বস্তি হয় (clash between Police and BJP workers at Jadavpur)।

আরও পড়ুন : এসএসসি কাণ্ডে তদন্তের শুরুতেই মামলাকারী ও আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি ইডির

বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি যাদবপুরে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদবপুর থানার ওসিকে মারধর করেছে বিজেপি সমর্থকরা ৷ হাতহাতিতে মাথা ফেটেছে এক পুলিশ কর্মীরও । পালটা বিজেপি'র অভিযোগ, তাঁদের মহিলা কর্মীদের মেরেছে পুলিশ ৷ এই ঘটনার প্রতিবাদে যাদবপুর থানার সামনে একটি লেন বন্ধ করে বিক্ষোভও দেখান বিজেপি সমর্থকরা ৷ এই বিষয়ে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি'র সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ খটিক বলেন,"আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করে । মহিলা মোর্চার একাধিক কর্মীকে বেধরক মারধর করে পুলিশ ৷"

Last Updated : May 28, 2022, 9:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.